কলকাতা, 9 জুন : ফের বকেয়া চেয়ে ফুটবলারের চিঠি পৌঁছল ইস্টবেঙ্গল ক্লাবে ৷ বিশ্বকাপার জনি অ্যাকোস্টার ইতিমধ্যে বকেয়া নিয়ে সরব হয়েছেন । যার জেরে ফিফা ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার নেওয়ার ওপর নির্বাসনের খাড়া নেমেছে । বিশ্বকাপারের বকেয়া মিটিয়ে শাস্তির খাড়া এড়ানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল ।
ক্লাবের পক্ষ থেকে অডিও বার্তার মাধ্যমে জানানো হয়েছে বিদায়ী লগ্নিকারী কোয়েসের পাপ তাদের বহন করতে হচ্ছে । কিন্তু অ্যাকোস্টার সমস্যা মেটার দু'দিনের মধ্যে হাইমে স্যান্টোস কোলাডোর তরফে বকেয়া চেয়ে চিঠি ইস্টবেঙ্গল ক্লাবে এসে পৌঁছেছে । বকেয়ার পরিমাণ আটান্ন হাজার মার্কিন ডলার ।
পাশাপাশি এই বিরাট অঙ্কের অর্থের সঙ্গে যোগ হবে পাঁচ শতাংশ কর । সম্মেলিত অঙ্কের ধাক্কায় লেসলি ক্লডিয়াস সরণিতে ইস্টবেঙ্গল ক্লাবের তাঁবুতে মুহ্যমান আবহের সৃষ্টি হয়েছে । যদিও লাল হলুদ কর্তারা পরিষ্কারভাবে এই বিষয়ে বিবৃতি দেননি ।
তবে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বলেছেন, "কোলাডোর তরফে একটি চিঠি আমাদের কাছে পৌঁছেছিল । আমরা তা ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়ে দিয়েছি । চিঠির বিষয়বস্তু অবশ্যই বকেয়া আদায় সংক্রান্ত ।"
অ্যাকোস্টা, কোলাডোর বকেয়ার দাবি সংক্রান্ত চিঠিতে লাল হলুদ শিবিরের সমস্যা শেষ হচ্ছে না । আরও একাধিক ফুটবলার বকেয়া চেয়ে চিঠি পাঠাতে চলেছে । এই তালিকায় স্প্যানিশ ফিজিও কার্লোস নোদারের নাম রয়েছে । তাই ইস্টবেঙ্গলের বকেয়া বিতর্কের চাপ ফাঁস হয়ে বসছে ।