ETV Bharat / sports

habas : ইউরো কাপার জনি কাউকোকে সঙ্গে নিয়ে শহরে গুরু হাবাস - ATK Mohun Bagan

আগামী মাসের তৃতীয় সপ্তাহে মালদ্বীপে এএফসি কাপের খেলা । আপাতত নিয়মমতো নিভৃতবাসে থাকার পর আগামী সপ্তাহ থেকে এএফসি কাপের অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান ।

s
s
author img

By

Published : Jul 26, 2021, 10:22 PM IST

কলকাতা, 26 জুলাই : লেসলি ক্লডিয়াস সরনিতে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তি জট কাটানোর ব্যস্ততা । ক্লাব কর্তারা প্রাক্তন ফুটবলারদের সামনে লগ্নিকারীর পাঠানো চুক্তিপত্রে কোথায় আপত্তি তা বোঝাতে ব্যস্ত । অন্য দিকে গোষ্ঠপাল সরণিতে পড়শি ক্লাব এটিকে মোহনবাগানের অন্দরে এএফসি কাপ খেলার সলতে পাকানোর কাজ চলছে । এর মধ্যে সোমবার শহরে পা দিলেন সবুজ মেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস ও ইউরো কাপে ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা তারকা মিডফিল্ডার জনি কাউকো । এছাড়াও ভিনরাজ্যের কয়েকজন ফুটবলারও শহরে পা দিয়েছেন সোমবার ।

আগামী মাসের তৃতীয় সপ্তাহে মালদ্বীপে এএফসি কাপের খেলা । আপাতত নিয়মমতো নিভৃতবাসে থাকার পর আগামী সপ্তাহ থেকে এএফসি কাপের অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান । প্রথমবার কলকাতায় পা দেওয়ার পরে কাউকো বলেছেন, "সবুজ মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারতীয় ফুটবল সম্বন্ধে তথ্য সংগ্রহ করে এখানকার ফুটবল আবেগকে বুঝতে চেষ্টা করেছি । দল সম্বন্ধে খোঁজ নিয়েছি । সতীর্থদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মুখিয়ে রয়েছি । ভারতীয় ফুটবলে পা দেওয়ার আগে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চাই । তা সম্ভব হলে ভাল ফুটবল উপহার দেওয়া সম্ভব। একই সঙ্গে সমর্থকদের ট্রফি জয়ের স্বপ্ন সফল করতে পারব বলে বিশ্বাস করি ।"

আরও পড়ুন: ডার্বি নিয়ে খোঁজ খবর শুরু করেছেন জনি

গত মরসুমে আইএসএলে রানার্স হয়েছিল এটিকে মোহনবাগান । এই মরসুমে শক্তিশালী দল গড়েছেন হাবাস । দলের প্রতিটি বিভাগে একাধিক দেশী-বিদেশি ফুটবলার নিয়েছেন । এবার তাঁদের গড়ে তোলার কাজে মাঠে নামার প্রস্তুতি ৷ কাজ শুরু করতে শহরে পৌঁছেছেন সবুজ মেরুন হেডস্যারও ।

কলকাতা, 26 জুলাই : লেসলি ক্লডিয়াস সরনিতে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তি জট কাটানোর ব্যস্ততা । ক্লাব কর্তারা প্রাক্তন ফুটবলারদের সামনে লগ্নিকারীর পাঠানো চুক্তিপত্রে কোথায় আপত্তি তা বোঝাতে ব্যস্ত । অন্য দিকে গোষ্ঠপাল সরণিতে পড়শি ক্লাব এটিকে মোহনবাগানের অন্দরে এএফসি কাপ খেলার সলতে পাকানোর কাজ চলছে । এর মধ্যে সোমবার শহরে পা দিলেন সবুজ মেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস ও ইউরো কাপে ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা তারকা মিডফিল্ডার জনি কাউকো । এছাড়াও ভিনরাজ্যের কয়েকজন ফুটবলারও শহরে পা দিয়েছেন সোমবার ।

আগামী মাসের তৃতীয় সপ্তাহে মালদ্বীপে এএফসি কাপের খেলা । আপাতত নিয়মমতো নিভৃতবাসে থাকার পর আগামী সপ্তাহ থেকে এএফসি কাপের অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান । প্রথমবার কলকাতায় পা দেওয়ার পরে কাউকো বলেছেন, "সবুজ মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারতীয় ফুটবল সম্বন্ধে তথ্য সংগ্রহ করে এখানকার ফুটবল আবেগকে বুঝতে চেষ্টা করেছি । দল সম্বন্ধে খোঁজ নিয়েছি । সতীর্থদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মুখিয়ে রয়েছি । ভারতীয় ফুটবলে পা দেওয়ার আগে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চাই । তা সম্ভব হলে ভাল ফুটবল উপহার দেওয়া সম্ভব। একই সঙ্গে সমর্থকদের ট্রফি জয়ের স্বপ্ন সফল করতে পারব বলে বিশ্বাস করি ।"

আরও পড়ুন: ডার্বি নিয়ে খোঁজ খবর শুরু করেছেন জনি

গত মরসুমে আইএসএলে রানার্স হয়েছিল এটিকে মোহনবাগান । এই মরসুমে শক্তিশালী দল গড়েছেন হাবাস । দলের প্রতিটি বিভাগে একাধিক দেশী-বিদেশি ফুটবলার নিয়েছেন । এবার তাঁদের গড়ে তোলার কাজে মাঠে নামার প্রস্তুতি ৷ কাজ শুরু করতে শহরে পৌঁছেছেন সবুজ মেরুন হেডস্যারও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.