ETV Bharat / sports

Calcutta Football League : কলকাতা লিগে দাপট দেখাচ্ছে মহমেডান স্পোর্টিং - মহমেডান স্পোর্টিং

রেলওয়ে এফসির বিরুদ্ধে মহমেডানের হয়ে আজ দুটি গোল করেন শেখ ফৈয়াজ এবং আজহারউদ্দিন ৷

Calcutta Football League
Calcutta Football League
author img

By

Published : Sep 2, 2021, 10:38 PM IST

কল্যাণী, 2 সেপ্টেম্বর : রেলের চাকায় চেপ্টে যাওয়া নয় বরং চেন টেনে রেলের গতিতে বেড়ি পড়াল মহমেডান স্পোর্টিং । বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে 2-0 গোলে রেলওয়ে এফসির বিরুদ্ধে জয় তুলে নিল সাদা কালো শিবির ।

চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে শতাব্দী প্রাচীন দল মহমেডান স্পোর্টিং । কলকাতা লিগ জয়ের স্বপ্ন ফের পূরণ করতে মরিয়া তারা । 41 বছর পরে সেই স্বপ্নের বাস্তবায়ন যদি সত্যিই দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না । কারণ দারুণ শুরু করে খেই হারিয়ে ফেলা নয়, বরং এবছরের মহামেডান স্পোর্টিংয়ের খেলায় বিরল ধারাবাহিকতা । প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করা না করে বরং প্রতিপক্ষকে বুঝে নিয়ে কৌশল বদলাচ্ছে মহমেডান ।

আরও পড়ুন : Cristiano Ronaldo : আলি দাই-কে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

রেলওয়ের বিরুদ্ধে আজকের ম্যাচের 16 মিনিটে নিকোলাসের কর্নার থেকে শাহিনের হেড অল্পের জন্য গোলের মুখ খুঁজে পায়নি । তিন মিনিট পর নিকোলাসের পাস থেকে শেখ ফৈয়াজ বল পেয়েছিলেন । তিনি তা বাড়িয়ে দেন জ্যাকসারানকে । কিন্তু গোলের মুখ খুলে ফেললেও সফল হননি । শেষ পর্যন্ত প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিকোলাসের ডিফেন্স চেরা পাস ধরে মহমেডানের হয়ে প্রথম গোল করেন শেখ ফৈয়াজ । বিরতির পরে ফের চাপ বাড়াতে থাকে সাদা কালো শিবির । 47 এবং 49 মিনিটে মিলনের ফ্রি কিক এবং শেখ ফৈয়াজের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয় । 57 মিনিটে ফিরোজের বাড়ানো বল থেকে সহজ সুযোগ নষ্ট করেন শেখ ফৈয়াজ । 61 মিনিটে মহমেডানের দ্বিতীয় গোল করেন আজহারউদ্দিনের । দু'গোলে জিতলেও মহমেডান আরও বড় ব্যবধানে জিততে পারত । ম্যাচের সেরা হয়েছেন শেখ ফৈয়াজ ।

কল্যাণী, 2 সেপ্টেম্বর : রেলের চাকায় চেপ্টে যাওয়া নয় বরং চেন টেনে রেলের গতিতে বেড়ি পড়াল মহমেডান স্পোর্টিং । বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে 2-0 গোলে রেলওয়ে এফসির বিরুদ্ধে জয় তুলে নিল সাদা কালো শিবির ।

চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে শতাব্দী প্রাচীন দল মহমেডান স্পোর্টিং । কলকাতা লিগ জয়ের স্বপ্ন ফের পূরণ করতে মরিয়া তারা । 41 বছর পরে সেই স্বপ্নের বাস্তবায়ন যদি সত্যিই দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না । কারণ দারুণ শুরু করে খেই হারিয়ে ফেলা নয়, বরং এবছরের মহামেডান স্পোর্টিংয়ের খেলায় বিরল ধারাবাহিকতা । প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করা না করে বরং প্রতিপক্ষকে বুঝে নিয়ে কৌশল বদলাচ্ছে মহমেডান ।

আরও পড়ুন : Cristiano Ronaldo : আলি দাই-কে টপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

রেলওয়ের বিরুদ্ধে আজকের ম্যাচের 16 মিনিটে নিকোলাসের কর্নার থেকে শাহিনের হেড অল্পের জন্য গোলের মুখ খুঁজে পায়নি । তিন মিনিট পর নিকোলাসের পাস থেকে শেখ ফৈয়াজ বল পেয়েছিলেন । তিনি তা বাড়িয়ে দেন জ্যাকসারানকে । কিন্তু গোলের মুখ খুলে ফেললেও সফল হননি । শেষ পর্যন্ত প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিকোলাসের ডিফেন্স চেরা পাস ধরে মহমেডানের হয়ে প্রথম গোল করেন শেখ ফৈয়াজ । বিরতির পরে ফের চাপ বাড়াতে থাকে সাদা কালো শিবির । 47 এবং 49 মিনিটে মিলনের ফ্রি কিক এবং শেখ ফৈয়াজের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয় । 57 মিনিটে ফিরোজের বাড়ানো বল থেকে সহজ সুযোগ নষ্ট করেন শেখ ফৈয়াজ । 61 মিনিটে মহমেডানের দ্বিতীয় গোল করেন আজহারউদ্দিনের । দু'গোলে জিতলেও মহমেডান আরও বড় ব্যবধানে জিততে পারত । ম্যাচের সেরা হয়েছেন শেখ ফৈয়াজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.