ETV Bharat / sports

তারকা হওয়ার স্বপ্ন উসকে 3 পয়েন্টে চোখ মহামেডানের

কলকাতা লিগে আজ যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে মহামেডান ৷ এই ম্যাচ জিতলে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে মহামেডানের ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 19, 2019, 5:33 AM IST

Updated : Sep 19, 2019, 8:06 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : "তারকা হওয়ার মঞ্চ ডার্বি । যদি তারকা হতে চাও তাহলে ডার্বির 90 মিনিট নিজেকে নিংড়ে দাও ৷"এভাবেই মহামেডান ফুটবলারদের তাতাচ্ছেন দীপেন্দু বিশ্বাস ।

রাজ্যের শাসকদলের বিধায়কের ঝক্কি সামলে প্রাক্তন এই ফুটবলার মহামেডানের টেকনিকাল ডিরেক্টরের (TD) দায়িত্ব সামলাচ্ছেন । সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে অপ্রত্যাশিত ভাবে দীপেন্দুর হাতে দলের রাশ তুলে দেওয়া হয়েছিল । পরবর্তী সময়ে দলের পারফরমেন্সের গ্রাফে চড়াই উতরাই রয়েছে । কিন্তু চলতি মরসুমে কলকাতা লিগের পয়েন্ট টেবিল নিয়মিত রংবদল করছে । ফলে পিয়ারলেস, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফের মতো তথাকথিত ছোটোদল সুবিধা জনক জায়গায় থাকলেও তাদের কড়া চ্যালেঞ্জ ছুড়ছে ময়দানের তিন প্রধান । দীপেন্দু বলছেন, "যেসব দল শীর্ষস্থানে রয়েছে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারীদের পয়েন্টের ব্যবধান এক । তাই বৃহস্পতিবার ম্যাচ জিতলে আমাদেরও শীর্ষে ওঠার ও খেতাবের দৌড়ে থাকার সুযোগ থাকবে ।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "ডার্বির সাফল্য ফুটবলারদের তারকা তৈরি করে । আলোচনায় সেকথা মনে করিয়ে দিয়েছি ।"

Dipendu Biswas
মহামেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস

14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চারটি দল ৷ পিয়ারলেস, ভবানীপুর, ইস্টবেঙ্গল ও মোহনবাগান ৷ আর 13 পয়েন্ট নিয়ে দু' নম্বরে রয়েছে মহামেডান এবং জর্জ টেলিগ্রাফ ৷

আজ পিয়ারলেস ও ভবানীপুরের মধ্যেও খেলা রয়েছে বারাসত স্টেডিয়ামে ৷ ফলে এই ম্যাচ ড্র হলে মোহনবাগান ও মহামেডানের কাছে আজ লিগ টেবিলের শীর্ষে এককভাবে যাওয়ার সুযোগ রয়েছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আট ম্যাচে 13 পয়েন্ট নিয়ে খেতাবের স্বপ্ন দেখছে সাদা কালো শিবিরও । রংবদলের লিগে স্বপ্ন বাস্তব হলে 39 বছর পরে মহামেডান ক্লাবে ফিরবে ইতিহাস । সেই হাতছানিও শতাব্দী প্রাচীন দলকে উদ্বুদ্ধ করছে । দলে চোট আঘাত নেই । পুরো শক্তির দল নিয়ে মাঠে নামলেও দীপেন্দু বিশ্বাসের গলায় প্রতিপক্ষ মোহনবাগান সম্পর্কে সচেতনতা । বিশেষ করে জোসেবা বেইটাকে কেন্দ্র করে যে আক্রমণ সংঘটিত হয় সেই সাপ্লাই লাইনটা কাটতে চাইছেন মহামেডানের TD । তাঁর মতে চলতি বছরের লিগ বাঙালি ফুটবলার উঠে আসার প্রকৃত মঞ্চ হয়ে উঠেছে । ফলে লক্ষ্মীবারের মিনি ডার্বি বাঙালি ফুটবলারদের উত্তরণের ম্যাচ ।

মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলছেন পিয়ারলেস সুবিধাজনক জায়গায় । প্রতিপক্ষ কোচের সঙ্গে সহমত নন দীপেন্দু । সুযোগের সদ্ব্যবহার করে নতুন ভাবে মহামেডানকে গড়ে তুলতে চাইছেন । মিনি ডার্বিতে সাফল্য আসলে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । সবমিলিয়ে মোহনবাগানকে টেক্কা দিতে আয়োজনে ত্রুটি নেই মহামেডানের ।

কলকাতা, 19 সেপ্টেম্বর : "তারকা হওয়ার মঞ্চ ডার্বি । যদি তারকা হতে চাও তাহলে ডার্বির 90 মিনিট নিজেকে নিংড়ে দাও ৷"এভাবেই মহামেডান ফুটবলারদের তাতাচ্ছেন দীপেন্দু বিশ্বাস ।

রাজ্যের শাসকদলের বিধায়কের ঝক্কি সামলে প্রাক্তন এই ফুটবলার মহামেডানের টেকনিকাল ডিরেক্টরের (TD) দায়িত্ব সামলাচ্ছেন । সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে অপ্রত্যাশিত ভাবে দীপেন্দুর হাতে দলের রাশ তুলে দেওয়া হয়েছিল । পরবর্তী সময়ে দলের পারফরমেন্সের গ্রাফে চড়াই উতরাই রয়েছে । কিন্তু চলতি মরসুমে কলকাতা লিগের পয়েন্ট টেবিল নিয়মিত রংবদল করছে । ফলে পিয়ারলেস, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফের মতো তথাকথিত ছোটোদল সুবিধা জনক জায়গায় থাকলেও তাদের কড়া চ্যালেঞ্জ ছুড়ছে ময়দানের তিন প্রধান । দীপেন্দু বলছেন, "যেসব দল শীর্ষস্থানে রয়েছে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারীদের পয়েন্টের ব্যবধান এক । তাই বৃহস্পতিবার ম্যাচ জিতলে আমাদেরও শীর্ষে ওঠার ও খেতাবের দৌড়ে থাকার সুযোগ থাকবে ।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "ডার্বির সাফল্য ফুটবলারদের তারকা তৈরি করে । আলোচনায় সেকথা মনে করিয়ে দিয়েছি ।"

Dipendu Biswas
মহামেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস

14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চারটি দল ৷ পিয়ারলেস, ভবানীপুর, ইস্টবেঙ্গল ও মোহনবাগান ৷ আর 13 পয়েন্ট নিয়ে দু' নম্বরে রয়েছে মহামেডান এবং জর্জ টেলিগ্রাফ ৷

আজ পিয়ারলেস ও ভবানীপুরের মধ্যেও খেলা রয়েছে বারাসত স্টেডিয়ামে ৷ ফলে এই ম্যাচ ড্র হলে মোহনবাগান ও মহামেডানের কাছে আজ লিগ টেবিলের শীর্ষে এককভাবে যাওয়ার সুযোগ রয়েছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আট ম্যাচে 13 পয়েন্ট নিয়ে খেতাবের স্বপ্ন দেখছে সাদা কালো শিবিরও । রংবদলের লিগে স্বপ্ন বাস্তব হলে 39 বছর পরে মহামেডান ক্লাবে ফিরবে ইতিহাস । সেই হাতছানিও শতাব্দী প্রাচীন দলকে উদ্বুদ্ধ করছে । দলে চোট আঘাত নেই । পুরো শক্তির দল নিয়ে মাঠে নামলেও দীপেন্দু বিশ্বাসের গলায় প্রতিপক্ষ মোহনবাগান সম্পর্কে সচেতনতা । বিশেষ করে জোসেবা বেইটাকে কেন্দ্র করে যে আক্রমণ সংঘটিত হয় সেই সাপ্লাই লাইনটা কাটতে চাইছেন মহামেডানের TD । তাঁর মতে চলতি বছরের লিগ বাঙালি ফুটবলার উঠে আসার প্রকৃত মঞ্চ হয়ে উঠেছে । ফলে লক্ষ্মীবারের মিনি ডার্বি বাঙালি ফুটবলারদের উত্তরণের ম্যাচ ।

মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলছেন পিয়ারলেস সুবিধাজনক জায়গায় । প্রতিপক্ষ কোচের সঙ্গে সহমত নন দীপেন্দু । সুযোগের সদ্ব্যবহার করে নতুন ভাবে মহামেডানকে গড়ে তুলতে চাইছেন । মিনি ডার্বিতে সাফল্য আসলে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । সবমিলিয়ে মোহনবাগানকে টেক্কা দিতে আয়োজনে ত্রুটি নেই মহামেডানের ।

Intro:"তারকা হওয়ার মঞ্চ ডার্বি। যদি তারকা হতে চাও তাহলে ডার্বির নব্বই মিনিট নিজেকে নিংড়ে দাও,"এভাবেই মহমেডান ফুটবলারদের তাতাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। রাজ্যের শাসক দলের বিধায়কের ঝক্কি সামলে প্রাক্তন ফুটবলার মহমেডানের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন। সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে অপ্রত্যাশিত ভাবে দীপেন্দুর হাতে দলের রাশ তুলে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দলের পারফরম্যান্স এর গ্রাফে চড়াই উৎরাই রয়েছে। কিন্তু চলতি মরসুমে কলকাতা লিগের পয়েন্ট টেবিল নিয়মিত রংবদল করছে। ফলে পিয়ারলেস ভবানীপুর জর্জ টেলিগ্রাফের মত তথাকথিত ছোটদল সুবিধা জনক জায়গায় থাকলেও তাদের কড়া চ্যালেঞ্জ ছুড়ছে ময়দানের তিন প্রধান। দীপেন্দু বলছেন," যেসব দল শীর্ষস্থানে রয়েছে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারীদের পয়েন্টের ব্যবধান এক। তাই বৃহস্পতিবার ম্যাচ জিতলে আমাদেরও শীর্ষে ওঠার ও খেতাবের দৌড়ে থাকার সুযোগ থাকবে।"একই সঙ্গে তিনি যোগ করেছেন,"ডার্বির সাফল্য ফুটবলারদের তারকা তৈরি করে। আলোচনায় সেকথা মনে করিয়ে দিয়েছি।" আট ম্যাচে 13পয়েন্ট নিয়ে খেতাবের স্বপ্ন সাদা কালো শিবিরে। রংবদলের লিগে স্বপ্ন বাস্তব হলে 39 চল্লিশ বছর পরে মহমেডান ক্লাবে ফিরবে ইতিহাস। সেই হাতছানিও শতাব্দী প্রাচীন দলকে উদ্বুদ্ধ করছে। দলে চোট আঘাত নেই। পুরো শক্তির দল নিয়ে মাঠে নামলেও দীপেন্দু বিশ্বাসের গলায় প্রতিপক্ষ মহমেডান সম্পর্কে সচেতনতা। বিশেষ করে জোসেবা বেইটাকে কেন্দ্র করে যে আক্রমন সংঘটিত হয় সেই সাপ্লাই লাইনটা কাটতে চাইছেন মহমেডানের বিধায়ক টিডি। তার মতে চলতি বছরের লিগ বাঙালি ফুটবলার উঠে আসার প্রকৃত মঞ্চ হয়ে উঠেছে। ফলে লক্ষীবারের মিনি ডার্বি বাঙালি ফুটবলারদের উত্তরনের ম্যাচ। কিবু ভিকুনা বলছেন পিয়ারলেস সুবিধা জনক জায়গায়। প্রতিপক্ষ কোচের সঙ্গে সহমত নন দীপেন্দু। সুযোগের স্বদব্যবহার করে নতুন ভাবে মহমেডান কে গড়ে তুলতে চাইছেন। মিনি ডার্বির সাফল্য আসলে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাই বলাই যায় মোহনবাগান কে টেক্কা দিতে আয়োজনে ত্রুটি নেই মহমেডানে।


Body:প্রিভিউ


Conclusion:
Last Updated : Sep 19, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.