বোগোতা (কলম্বিয়া), 11 অক্টোবর : লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা-নির্ণায়ক পর্বে অবশেষে থামল ব্রাজিলের জয়ের রথ ৷ টানা ন'টি ম্যাচ জয়ের পর কোয়ালিফায়ারের দশম ম্যাচে এসে পয়েন্ট ভাগ করল তিতের দল ৷ রবিবার অপ্রতিরোধ্য সেলেকাওদের ঘরের মাঠে আটকে দিল কলম্বিয়া ৷ ফালকাওদের বিরুদ্ধে এদিন গোলশূন্য শেষ করলেন নেইমাররা ৷
যোগ্যতা-নির্ণায়ক পর্বের শেষ 12টি ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে অপরাজিত থেকে এদিন মাঠে নেমেছিল সেলেকাওরা ৷ তবে কোয়ালিফায়ারের শেষ 6টি ম্যাচ অপরাজিত থেকে ব্রাজিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ছিল কলম্বিয়া ৷
ওপেন ফুটবল হলেও প্রথমার্ধে কোনও দলই ইতিবাচক কোনও সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় ৷ আপাত নিরীহ প্রথমার্ধের খেলা নিষ্ফলাই থাকে ৷ দ্বিতীয়ার্ধের শুরুটা দুলকি চালে হলেও ম্যাচে গতি আসে শেষ 30 মিনিট ৷ দু'দলই জয়সূ্চক গোলের লক্ষ্যে ঝাঁপালে উপভোগ্য হয়ে ওঠে ম্যাচ ৷ কিন্তু দুই গোলরক্ষকের বদান্যতায় শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি কোনও দলই ৷
আরও পড়ুন : শাপমুক্তি! এমবাপের গোলে নেশনস লিগ জয় ফ্রান্সের
তবে ব্রাজিল পয়েন্ট খোয়ালেও জয় পেল আর্জেন্টিনা ৷ গত ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও আবার জয়ে ফিরল আলবিসেলেস্তেরা ৷ ঊরুগুয়ের বিরুদ্ধে এদিন গোল পেলেন লিও মেসিও ৷ আর্জেন্টিনার বাকি দু'টি গোল রড্রিগো ডি পল এবং লাওতারো মার্টিনেজের ৷ প্রথমার্ধেই মেসি এবং ডি পলের গোলে জয় কার্যত নিশ্চিত করে ফেলে স্কালোনির ছেলেরা ৷ জয়ের ফলে 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা ৷ 28 পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমাররাই ৷