ETV Bharat / sports

একবছর পর জাতীয় দলের জার্সিতে দুরন্ত প্রত্যাবর্তন মেসি-নেইমারের - argentina won 1-0 against ecuador

বুয়েনস আইরেসে ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলে জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু করেছে আর্জেন্টিনা ৷

World cup qualifying match
World cup qualifying match
author img

By

Published : Oct 10, 2020, 11:17 AM IST

বুয়েনস আইরেস ও সাও পাওলো, 10 অক্টোবর : আর্জেন্টিনা হারাল ইকুয়েডরকে ৷ বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজ়িল ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের নিজ নিজ ম্যাচে জয় পেলেন মেসি-নেইমাররা ৷ জাতীয় দলের জার্সিতে দুরন্ত দেখাল মেসি, নেইমার দুজনকেই ৷

বুয়েনস আইরেসে ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলে জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু করেছে আর্জেন্টিনা ৷ 12 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি ছিল মেসির ৷ গোল হতেই খালি বোমবোনেরা স্টেডিয়াম "মেসি" "মেসি" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ৷ পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বাজানো হচ্ছিল দর্শকদের আওয়াজ ৷ এমনিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ আটটি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাত্র একটিতে হেরেছে আর্জেন্টিনা ৷ জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ ৷ কারণ আমরা জানি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি কতটা কঠিন ৷ এটার মতো বাকি ম্যাচগুলিও কঠিন হতে চলেছে ৷ প্রায় বছরখানের পর জাতীয় দলের জার্সি গায়ে খেললেন মেসি ৷

অন্যদিকে সাও পাওলোতে বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজ়িল ৷ লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো জোড়া গোল করেন ৷ স্কোরশিটে নাম লিখিয়েছেন ফিলিপে কুটিনহো এবং প্যারিস সাঁ জাঁর ডিফেন্ডার মার্কুইনহোস ৷ একটি গোল বলিভিয়ার আত্মঘাতী ৷ তবে একপেশে এই খেলায় দাপট দেখা গেছে দলের স্টার ফরোয়ার্ড নেইমারেরও ৷ স্কোরশিটে নাম না উঠলেও পিঠের ব্যথা সেরে ওঠা নেইমার গোটা খেলাটা নিয়ন্ত্রণ করেছেন ৷ দুটি গোলে তাঁর অবদান রয়েছে ৷ গত বছরের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে মাঠে নামলেন নেইমাররা ৷ কিন্তু ব্রাজ়িলের খেলায় এই বিরতির প্রভাব দেখা গেল না ৷ চলতি বছরে প্রথমবার জাতীয় দলের হয়ে নেমেই রীতিমতো ধ্বংসলীলা চালালে ব্রাজ়িল ৷

বুয়েনস আইরেস ও সাও পাওলো, 10 অক্টোবর : আর্জেন্টিনা হারাল ইকুয়েডরকে ৷ বলিভিয়াকে উড়িয়ে দিল ব্রাজ়িল ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের নিজ নিজ ম্যাচে জয় পেলেন মেসি-নেইমাররা ৷ জাতীয় দলের জার্সিতে দুরন্ত দেখাল মেসি, নেইমার দুজনকেই ৷

বুয়েনস আইরেসে ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলে জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু করেছে আর্জেন্টিনা ৷ 12 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি ছিল মেসির ৷ গোল হতেই খালি বোমবোনেরা স্টেডিয়াম "মেসি" "মেসি" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ৷ পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বাজানো হচ্ছিল দর্শকদের আওয়াজ ৷ এমনিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারের শেষ আটটি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাত্র একটিতে হেরেছে আর্জেন্টিনা ৷ জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ ৷ কারণ আমরা জানি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি কতটা কঠিন ৷ এটার মতো বাকি ম্যাচগুলিও কঠিন হতে চলেছে ৷ প্রায় বছরখানের পর জাতীয় দলের জার্সি গায়ে খেললেন মেসি ৷

অন্যদিকে সাও পাওলোতে বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজ়িল ৷ লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো জোড়া গোল করেন ৷ স্কোরশিটে নাম লিখিয়েছেন ফিলিপে কুটিনহো এবং প্যারিস সাঁ জাঁর ডিফেন্ডার মার্কুইনহোস ৷ একটি গোল বলিভিয়ার আত্মঘাতী ৷ তবে একপেশে এই খেলায় দাপট দেখা গেছে দলের স্টার ফরোয়ার্ড নেইমারেরও ৷ স্কোরশিটে নাম না উঠলেও পিঠের ব্যথা সেরে ওঠা নেইমার গোটা খেলাটা নিয়ন্ত্রণ করেছেন ৷ দুটি গোলে তাঁর অবদান রয়েছে ৷ গত বছরের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে মাঠে নামলেন নেইমাররা ৷ কিন্তু ব্রাজ়িলের খেলায় এই বিরতির প্রভাব দেখা গেল না ৷ চলতি বছরে প্রথমবার জাতীয় দলের হয়ে নেমেই রীতিমতো ধ্বংসলীলা চালালে ব্রাজ়িল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.