ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন বাইচুং

আলেয়ান্দোর অধীনে শেষ ম্যাচ খেলবেন বাইচুং ভুটিয়া । আসন্ন মরসুমেই ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন তিনি ।

বাইচুং
author img

By

Published : Jul 18, 2019, 2:35 AM IST

কলকাতা, 18 জুলাই : লাল-হলুদ জার্সি গায়ে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বাইচুং ভুটিয়া । 16 বছর বয়সে এই লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নেমে সমর্থকদের মন জিতে নিয়েছিলেন । গতকাল ইস্টবেঙ্গল ক্লাবে সংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন বাইচুং ।

আসন্ন মরশুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন বাইচুং । আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসর নেননি তিনি । ফুটবলার বাইচুংয়ের ইচ্ছে লাল হলুদ জার্সি পরে শেষ বার মাঠে নামার । ইতিমধ্যেই লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রোর সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে ক্লাবের ।

বাইচুং স্বয়ং শেষবার মাঠে নেমেছিলেন নিজের ক্লাব সিকিম ইউনাইটেডের হয়ে। এখনও বিভিন্ন প্রদর্শনী ম্যাচে খেলতে নামেন । তাই ক্লাব ফুটবল থেকে অবসর নিতে ইস্টবেঙ্গলের জার্সিতে পাঁচ মিনিটের জন্য মাঠে নামতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন তিনি ।

এদিকে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে সময় দেওয়ার পক্ষে প্রাক্তন ভারত অধিনায়ক । একই সঙ্গে দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন বাইচুং ।

কলকাতা, 18 জুলাই : লাল-হলুদ জার্সি গায়ে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বাইচুং ভুটিয়া । 16 বছর বয়সে এই লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নেমে সমর্থকদের মন জিতে নিয়েছিলেন । গতকাল ইস্টবেঙ্গল ক্লাবে সংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন বাইচুং ।

আসন্ন মরশুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন বাইচুং । আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসর নেননি তিনি । ফুটবলার বাইচুংয়ের ইচ্ছে লাল হলুদ জার্সি পরে শেষ বার মাঠে নামার । ইতিমধ্যেই লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রোর সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে ক্লাবের ।

বাইচুং স্বয়ং শেষবার মাঠে নেমেছিলেন নিজের ক্লাব সিকিম ইউনাইটেডের হয়ে। এখনও বিভিন্ন প্রদর্শনী ম্যাচে খেলতে নামেন । তাই ক্লাব ফুটবল থেকে অবসর নিতে ইস্টবেঙ্গলের জার্সিতে পাঁচ মিনিটের জন্য মাঠে নামতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন তিনি ।

এদিকে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে সময় দেওয়ার পক্ষে প্রাক্তন ভারত অধিনায়ক । একই সঙ্গে দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন বাইচুং ।

Intro:আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া র কোচিং এ ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন বাইচুং ভুটিয়া। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালন উৎসবের সাংবাদিক সম্মেলনে একথা জানান বাইচুং স্বয়ং।দেশের হয়ে ফুটবল খেলা থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে অবসর নেননি। ফুটবলার বাইচুং সেই ইচ্ছে ফের লাল হলুদ জার্সি পড়ে করতে চান। ইতিমধ্যে কোচ আলেয়ান্দ্রো র সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তিনিও পাহাড়ি বিছের শেষ ম্যাচের আবেগকে অস্বীকার করেন নি। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যে হবে। বাইচুং স্বয়ং শেষবার মাঠে নেমেছিলেন নিজের ক্লাব সিকিম ইউনাইটেডের হয়ে। এখনও বিভিন্ন প্রদর্শনী ম্যাচে খেলতে নামে ন। তাই ক্লাব ফুটবল থেকে অবসর নিতে ইস্টবেঙ্গলের জার্সিতে পাচ মিনিটের জন্য মাঠে নামতে অসুবিধা হবেনা বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় দলের স্টিমাচকে সময় দেওয়ার পক্ষে প্রাক্তন ভারত অধিনায়ক। এক ই সঙ্গে দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন। সুনীল ছেত্রীর নতুন কীর্তি স্বাগত বললেও বাইচুং তার উত্তরসূরি নিয়ে চিন্তিত।





Body:বাইচুং


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.