বার্সেলোনা, 18 অক্টোবর : গত কয়েক বছরে বার্সেলোনাকে বহুবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তাদের '10' নম্বর জার্সিধারী খেলোয়াড়, লিয়েনেল মেসি ৷ ফের দেখা গেল সেই একই ছবি, '10' জার্সিধারীর দাপটেই লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা ৷ প্রথমে পিছিয়ে পড়লেও পরে ম্যাচে ফেরে কাতালুনিয়ান ক্লাব, নায়ক দলের নতুন দশ নম্বর আনসু ফাতি ৷
আরও পড়ুন : Yuvraj Singh : জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার, অন্তর্বর্তী জামিন যুবরাজের
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হারার পর ভ্যালেন্সিয়ার বিরুদ্ধেও শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সা ৷ ম্যাচ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই ভ্যালেন্সিয়া ফুলব্যাক হোসে গায়ার দূরপাল্লার শট জড়িয়ে যায় বার্সার জালে ৷ তারপরেই ফাতির দাপটে ম্যাচে ফেরে বার্সেলোনা ৷ 13 মিনিটে বক্সের বাইরে থেকে দূরন্ত গোলে সমতা ফেরানোই শুধু নয়, দলের হয়ে পেনাল্টিও জেতেন লিও মেসির জার্সির নতুন উত্তরসূরী ৷ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেমফিস ডিপাই ৷
আরও পড়ুন : Sunil Chhetri: সতীর্থদের পরিশ্রমেই কাপ জয় সম্ভব হয়েছে, প্রশংসা সুনীলের
শুধু ফাতিই নন, কোম্যানকে ভরসা দিয়েছেন কুতিনহোও ৷ দলের হয়ে প্রায় একবছর পর গোলে ফিরলেন ব্রাজিলিয়ান মিডিও ৷ ম্যাচের শেষ মুহূর্তে সার্জিনিয়ো ডেস্টের বদলে মাঠে নামেন সের্জিয়ো আগুয়েরও ৷ যদিও ম্যাচ জিতলেও লিগ টেবিলের 7 নম্বরেই রইল রোনাল্ড কোম্যানের দল ৷