ETV Bharat / sports

Santosh Trophy: ময়দানের দুই বড় দলের নির্ভরতা ছেড়ে সন্তোষ ট্রফির শিবির শুরু বাংলার - এসসি ইস্টবেঙ্গল

গতকাল থেকে সন্তোষ ট্রফির প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে বাংলা দল ৷ রবীন্দ্র সরোবরের সেই প্রস্তুতি শিবিরে এবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কোনও ফুটবলার নেই ৷ যা বাংলার ফুটবল ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৷ কারণ, এবারের সন্তোষ ট্রফির দল বাছাই হয়েছে কলকাতা লিগের পারফর্মেন্সের বিচারে ৷ যেখানে ময়দানের দুই বড় দল অংশ নেয়নি ৷

Bengals Santosh Trophy Camp Starts at Rabindra Sarobar Stadium
ময়দানের দুই বড় দলের নির্ভরতা ছেড়ে সন্তোষ ট্রফির শিবির শুরু বাংলার
author img

By

Published : Oct 21, 2021, 2:03 PM IST

কলকাতা, 21 অক্টোবর : কলকাতা লিগের ফাইনাল এখনও বাকি ৷ এমনকি আইএফএ শিল্ডের প্রস্তুতিও চলছে ৷ এর মধ্যেই আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের শিবির শুরু হয়ে গেল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ৷ এবারের কলকাতা লিগে অংশ নেওয়া ক্লাবগুলির ফুটবলারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে সন্তোষ ট্রফির জন‍্য দল বাছাই করা হয়েছে ৷ আর সেই দল বাছাইয়ের কাজে আইএফএ নিয়োগ করেছিল বাংলার প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায় এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে ৷ তিন প্রাক্তনীর বাছাই করা দল নিয়ে শুরু হয়েছে সন্তোষ ট্রফির প্রস্তুতি শিবির ৷

ময়দানের দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান এবারের কলকাতা লিগে অংশ নেয়নি ৷ তারা আইএসএলে ব্যস্ত ৷ তাই তাদের কোনও ফুটবলারকে শিবিরে ডাকাও হয়নি ৷ তাই দুই বড় ক্লাবের নির্ভরতা ছেড়ে বাংলা দল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তিন দিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলনের পর, শিবির চলে যাবে হাওড়া স্টেডিয়ামে ৷ তারপর সম্ভাব‍্য দল বাছাই করে আবাসিক শিবির হবে সোনারপুরে ৷ সেখান থেকেই মূল দল তৈরি করে কল‍্যাণীতে চলে যাবে বাংলা দল ৷ এমনটাই আইএফএ সূত্রে খবর ৷

এবারের সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে অর্থাৎ, কোয়ালিফায়ার রাউন্ডে বাংলা কল‍্যাণীতে তিনটি ম‍্যাচ খেলবে । 21, 23 ও 25 নভেম্বর তিনটি ম‍্যাচ খেলবে বাংলা ৷ কোয়ালিফাই করতে পারলে সন্তোষ ট্রফির মূল পর্বের ম‍্যাচ খেলতে কেরালায় যাবে বাংলা দল ৷ লক্ষ্মীপুজোর দিন বাংলা দলের প্রস্তুতি শুরু হওয়ায় বেশ কিছু ফুটবলার শিবিরে যোগ দিতে পারেনি ৷ আশা করা যায়, আজ বৃহস্পতিবার বাংলা শিবিরে যোগ দেবেন ফুটবলাররা ৷

আর পড়ুন : Champions league 2021 : রোনাল্ডোর হাতে আটলান্টা বধ ম্যান ইউ'য়ের

এ বছর বাংলা দলের কোচ করা হয়েছে জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্যকে ৷ বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল ব‍ন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবার এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হয়েছেন ৷ মৃদুল ব‍ন্দ্যোপাধ্যায় দায়িত্ব ছাড়ার পর বাংলা সন্তোষ ট্রফি জিততে পারেনি ৷ অন্যদিকে, রঞ্জন ভট্টাচার্য দীর্ঘদিন জর্জ টেলিগ্রাফে কোচিং করালেও, নিজের কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও স্বীকৃত টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হতে পারেননি তিনি ৷ তবে, আইএফএ এই তরুণ কোচকেই বাংলা দলের জন‍্য বেছে নিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই এবারের সন্তোষ ট্রফি কোচ রঞ্জন ভট্টাচার্যের কাছেও কঠিন পরীক্ষা ৷

আর পড়ুন : Sunil Chhetri: সাঁইত্রিশের সুনীলই সেরা ! মানছেন প্রাক্তনীরা

এবারের বাংলা দলের নির্বাচন ভাল হয়েছে বলে আশাবাদী আইএফএ ৷ প্রাক্তন ফুটবলারদের স্পটার নিয়োগ করে, তাঁদের দিয়ে কলকাতা লিগ থেকে ফুটবলার নির্বাচন করানো হয়েছে ৷ নির্বাচক তথা প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় ভাল ফলের ব্যাপারে আশাবাদী ৷ একই মত প্রশান্ত বন্দ্যোপাধ্যা এবং অলোক মুখোপাধ্যায়ের ৷ কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন, ‘‘এবার আমরা লিগের অনেক ম‍্যাচ দেখে 40 জন ফুটবলারদের তালিকা আইএফএকে দিয়েছিলাম ৷ কোচের সঙ্গেও কথা বলেছি ৷ কোনও সন্দেহ নেই, এবার বেশ কিছু ভাল মানের ফুটবলার পেয়েছি ৷ ইউনাইটেড স্পোর্টস, রেলওয়ে এফসির কয়েকজন ফুটবলার আছেন বেশ ভাল ৷ এবার কোচের দায়িত্ব ৷ অনুশীলন করে সেরাদের বেছে নেবেন ৷ কোচ স্বাধীনভাবে দল বেছে নেবেন ৷ তাঁর পছন্দই শেষ কথা ৷ আশাকরি দল ভালই হবে ৷’’ কোনও সন্দেহ নেই এবারের কলকাতা লিগে বেশ কয়েকজন ফুটবলার নজর কাড়া পারফর্মেন্স করেছেন ৷ দুই প্রধান অংশ না নিলেও তথাকথিত ছোট দলের পারফর্মেন্স যথেষ্ট নজরকাড়া ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ছোট দলগুলির কাছে কলকাতা লিগ কার্যত নিজেদের প্রমাণের মঞ্চ হয়ে উঠেছিল ৷

আর পড়ুন : Igor Stimac : সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

কলকাতা, 21 অক্টোবর : কলকাতা লিগের ফাইনাল এখনও বাকি ৷ এমনকি আইএফএ শিল্ডের প্রস্তুতিও চলছে ৷ এর মধ্যেই আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের শিবির শুরু হয়ে গেল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ৷ এবারের কলকাতা লিগে অংশ নেওয়া ক্লাবগুলির ফুটবলারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে সন্তোষ ট্রফির জন‍্য দল বাছাই করা হয়েছে ৷ আর সেই দল বাছাইয়ের কাজে আইএফএ নিয়োগ করেছিল বাংলার প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায় এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে ৷ তিন প্রাক্তনীর বাছাই করা দল নিয়ে শুরু হয়েছে সন্তোষ ট্রফির প্রস্তুতি শিবির ৷

ময়দানের দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান এবারের কলকাতা লিগে অংশ নেয়নি ৷ তারা আইএসএলে ব্যস্ত ৷ তাই তাদের কোনও ফুটবলারকে শিবিরে ডাকাও হয়নি ৷ তাই দুই বড় ক্লাবের নির্ভরতা ছেড়ে বাংলা দল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তিন দিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলনের পর, শিবির চলে যাবে হাওড়া স্টেডিয়ামে ৷ তারপর সম্ভাব‍্য দল বাছাই করে আবাসিক শিবির হবে সোনারপুরে ৷ সেখান থেকেই মূল দল তৈরি করে কল‍্যাণীতে চলে যাবে বাংলা দল ৷ এমনটাই আইএফএ সূত্রে খবর ৷

এবারের সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে অর্থাৎ, কোয়ালিফায়ার রাউন্ডে বাংলা কল‍্যাণীতে তিনটি ম‍্যাচ খেলবে । 21, 23 ও 25 নভেম্বর তিনটি ম‍্যাচ খেলবে বাংলা ৷ কোয়ালিফাই করতে পারলে সন্তোষ ট্রফির মূল পর্বের ম‍্যাচ খেলতে কেরালায় যাবে বাংলা দল ৷ লক্ষ্মীপুজোর দিন বাংলা দলের প্রস্তুতি শুরু হওয়ায় বেশ কিছু ফুটবলার শিবিরে যোগ দিতে পারেনি ৷ আশা করা যায়, আজ বৃহস্পতিবার বাংলা শিবিরে যোগ দেবেন ফুটবলাররা ৷

আর পড়ুন : Champions league 2021 : রোনাল্ডোর হাতে আটলান্টা বধ ম্যান ইউ'য়ের

এ বছর বাংলা দলের কোচ করা হয়েছে জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্যকে ৷ বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল ব‍ন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবার এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হয়েছেন ৷ মৃদুল ব‍ন্দ্যোপাধ্যায় দায়িত্ব ছাড়ার পর বাংলা সন্তোষ ট্রফি জিততে পারেনি ৷ অন্যদিকে, রঞ্জন ভট্টাচার্য দীর্ঘদিন জর্জ টেলিগ্রাফে কোচিং করালেও, নিজের কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও স্বীকৃত টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হতে পারেননি তিনি ৷ তবে, আইএফএ এই তরুণ কোচকেই বাংলা দলের জন‍্য বেছে নিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই এবারের সন্তোষ ট্রফি কোচ রঞ্জন ভট্টাচার্যের কাছেও কঠিন পরীক্ষা ৷

আর পড়ুন : Sunil Chhetri: সাঁইত্রিশের সুনীলই সেরা ! মানছেন প্রাক্তনীরা

এবারের বাংলা দলের নির্বাচন ভাল হয়েছে বলে আশাবাদী আইএফএ ৷ প্রাক্তন ফুটবলারদের স্পটার নিয়োগ করে, তাঁদের দিয়ে কলকাতা লিগ থেকে ফুটবলার নির্বাচন করানো হয়েছে ৷ নির্বাচক তথা প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় ভাল ফলের ব্যাপারে আশাবাদী ৷ একই মত প্রশান্ত বন্দ্যোপাধ্যা এবং অলোক মুখোপাধ্যায়ের ৷ কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন, ‘‘এবার আমরা লিগের অনেক ম‍্যাচ দেখে 40 জন ফুটবলারদের তালিকা আইএফএকে দিয়েছিলাম ৷ কোচের সঙ্গেও কথা বলেছি ৷ কোনও সন্দেহ নেই, এবার বেশ কিছু ভাল মানের ফুটবলার পেয়েছি ৷ ইউনাইটেড স্পোর্টস, রেলওয়ে এফসির কয়েকজন ফুটবলার আছেন বেশ ভাল ৷ এবার কোচের দায়িত্ব ৷ অনুশীলন করে সেরাদের বেছে নেবেন ৷ কোচ স্বাধীনভাবে দল বেছে নেবেন ৷ তাঁর পছন্দই শেষ কথা ৷ আশাকরি দল ভালই হবে ৷’’ কোনও সন্দেহ নেই এবারের কলকাতা লিগে বেশ কয়েকজন ফুটবলার নজর কাড়া পারফর্মেন্স করেছেন ৷ দুই প্রধান অংশ না নিলেও তথাকথিত ছোট দলের পারফর্মেন্স যথেষ্ট নজরকাড়া ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ছোট দলগুলির কাছে কলকাতা লিগ কার্যত নিজেদের প্রমাণের মঞ্চ হয়ে উঠেছিল ৷

আর পড়ুন : Igor Stimac : সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.