ETV Bharat / sports

অশোক ভট্টাচার্যের সমর্থনে ভিডিও বার্তা বাইচুংয়ের

শিলিগুড়ি বিধানসভার বাম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ চলতি নির্বাচনে তাঁর সমর্থনে একটি ভিডিয়ো বার্তা দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া ৷

বাইচুং ভুটিয়া
বাইচুং ভুটিয়া
author img

By

Published : Apr 6, 2021, 7:01 AM IST

কলকাতা, 6 এপ্রিল : অশোক ভট্টাচার্যের সমর্থনে বার্তা বাইচুং ভুটিয়ার। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সোমবার শিলিগুড়ি থেকে প্রবীণ বাম প্রার্থীর সমর্থনে ভিডিয়ো বার্তা দিয়েছেন। চলতি নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। চলতি নির্বাচনে যাঁরা ভালো নেতা তাদের পক্ষে ভোট দেওয়ার কথাও বলেছেন পাহাড়ি বিছে।

নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। শিলিগুড়িতে নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। সেই কথা জানিয়ে বাইচুং বলেছেন,"আমার মতে অশোক ভট্টাচার্য ভালো লোক। শিলিগুড়ির জন্য, উত্তরবঙ্গের জন্য অশোকদা একজন সৎ উৎসর্গিত প্রাণের মানুষ। যার দ্বারা উত্তরবঙ্গের উন্নতি সম্ভব।" পাশাপাশি তিনি আরও বলেছেন, "অশোক ভট্টাচার্যের মতো নেতা শুধু বাংলার নয় সারা ভারতের প্রয়োজন। বাংলা , ভারত এবং সিকিমের জন্য বর্তমান পরিস্থিতিতে ভালো নেতার প্রয়োজন। তাই আপনাদের ভোট ভালো মানুষের পক্ষে দিন। আমি আমার সমর্থন শুভেচ্ছা অশোকদাকে জানাচ্ছি ৷"

অশোক ভট্টাচার্যের প্রতি কী বার্তা দিলেন বাইচুং ?

চলতি নির্বাচনে একাধিক ক্রীড়াবিদ প্রার্থী হয়েছেন। তাঁদের সমর্থনে প্রাক্তন খেলোয়াড়দের প্রচার করতে দেখা যাচ্ছে। তবে তাঁরা বলছেন প্রচারে অংশগ্রহণ বাধ্যবাধকতা ছাড়া কিছুই নয়। কিন্তু এইভাবে বাইচুংয়ের মতো অন্য কাউকে বামপ্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে মুখ খুলতে দেখা যায়নি। এমনকি শিলিগুড়ির বর্তমান মেয়রের সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সম্পর্ক ভালো হলেও তিনি মুখ খোলেননি। তাই বাইচুংয়ের মতো তারকার মুখ খোলা অন্য বার্তা বহন করে।

আরও পড়ুন : কেকেআর-এ কি ফিরবে গম্ভীর যুগ ? এক নজরে দলের শক্তি-দুর্বলতা

কলকাতা, 6 এপ্রিল : অশোক ভট্টাচার্যের সমর্থনে বার্তা বাইচুং ভুটিয়ার। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সোমবার শিলিগুড়ি থেকে প্রবীণ বাম প্রার্থীর সমর্থনে ভিডিয়ো বার্তা দিয়েছেন। চলতি নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। চলতি নির্বাচনে যাঁরা ভালো নেতা তাদের পক্ষে ভোট দেওয়ার কথাও বলেছেন পাহাড়ি বিছে।

নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। শিলিগুড়িতে নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে। সেই কথা জানিয়ে বাইচুং বলেছেন,"আমার মতে অশোক ভট্টাচার্য ভালো লোক। শিলিগুড়ির জন্য, উত্তরবঙ্গের জন্য অশোকদা একজন সৎ উৎসর্গিত প্রাণের মানুষ। যার দ্বারা উত্তরবঙ্গের উন্নতি সম্ভব।" পাশাপাশি তিনি আরও বলেছেন, "অশোক ভট্টাচার্যের মতো নেতা শুধু বাংলার নয় সারা ভারতের প্রয়োজন। বাংলা , ভারত এবং সিকিমের জন্য বর্তমান পরিস্থিতিতে ভালো নেতার প্রয়োজন। তাই আপনাদের ভোট ভালো মানুষের পক্ষে দিন। আমি আমার সমর্থন শুভেচ্ছা অশোকদাকে জানাচ্ছি ৷"

অশোক ভট্টাচার্যের প্রতি কী বার্তা দিলেন বাইচুং ?

চলতি নির্বাচনে একাধিক ক্রীড়াবিদ প্রার্থী হয়েছেন। তাঁদের সমর্থনে প্রাক্তন খেলোয়াড়দের প্রচার করতে দেখা যাচ্ছে। তবে তাঁরা বলছেন প্রচারে অংশগ্রহণ বাধ্যবাধকতা ছাড়া কিছুই নয়। কিন্তু এইভাবে বাইচুংয়ের মতো অন্য কাউকে বামপ্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে মুখ খুলতে দেখা যায়নি। এমনকি শিলিগুড়ির বর্তমান মেয়রের সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সম্পর্ক ভালো হলেও তিনি মুখ খোলেননি। তাই বাইচুংয়ের মতো তারকার মুখ খোলা অন্য বার্তা বহন করে।

আরও পড়ুন : কেকেআর-এ কি ফিরবে গম্ভীর যুগ ? এক নজরে দলের শক্তি-দুর্বলতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.