ETV Bharat / sports

লা লিগায় ফের হোঁচট বার্সার, সুবিধা রিয়ালের

ফের লা লিগা শিরোপা মাথায় তুলতে জয় প্রত্যেক ম্যাচ জয় তুলে নেওয়াই লক্ষ্য ছিল মেসিদের ৷ কিন্তু ফের সেই লক্ষ্যে ধাক্কা খেল কিকে সেতিয়ানের ছেলেরা ৷ শনিবার সেভিলার বিরুদ্ধে গোল শূন্য ড্র করায় শীর্ষস্থান হাতছাড়া করে বার্সা ৷ কিন্তু অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় কিছুটা স্বস্তি দেয় ক্যাটালান জায়েন্টদের ৷

image
বার্সেলোনা
author img

By

Published : Jun 28, 2020, 10:15 PM IST

বার্সেলোনা, 28 জুন : লা লিগায় ফের হোঁচট খেল বার্সেলোনা ৷ গত শনিবার সেভিলার সঙ্গে গোল শূন্য ড্র করে মেসির দল ৷ ফলে সুবিধা হয়ে গেছিল দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ৷ লিগ টেবিলে শীর্ষস্থান দখল করে জিনেদিন জিদানের ছেলেরা ৷ শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে ফের আটকে গেল কিকে সেতিয়ানের ছেলেরা ৷ অ্যাওয়ে ম্যাচ 2-2 গোলে ড্র করল বার্সা ৷

কোরোনা পরবর্তী সময়ে জমে উঠেছে লা লিগার খেতাবি লড়াইয়ের দৌড় ৷ ফের লা লিগার শিরোপা মাথায় তুলতে প্রত্যেক ম্যাচে জয় তুলে নেওয়াই লক্ষ্য ছিল মেসিদের ৷ কিন্তু ফের সেই লক্ষ্যে ধাক্কা খেল কিকে সেতিয়ানের ছেলেরা ৷ শনিবার সেভিলার বিরুদ্ধে গোল শূন্য ড্র করায় শীর্ষস্থান হাতছাড়া করে বার্সা ৷ কিন্তু অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় কিছুটা স্বস্তি দেয় ক্যাটালান জায়েন্টদের ৷ কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের হোঁচট খেল গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন :- অধিনায়ক হিসেবে ধোনি, কোহলি ও রোহিতের মধ্যে পার্থক্য কোথায় ?

নিজের কেরিয়ারে 700 তম গোলের মুখে দাঁড়িয়ে লিওনেল মেসি ৷ কিন্তু তাঁর অপেক্ষা আবারও দীর্যায়িত হল ৷ লকডাউন পরবর্তী সময়ে প্রথম দুই ম্যাচে গোল পান লিও ৷ কিন্তু তারপরই হঠাৎ ছন্দপতন ৷ শেষ তিনি ম্যাচে গোল নেই তাঁর ৷ ফর্মের যে ধারেকাছে নেই তা দেখলেই বোঝা যাচ্ছে ৷ মাঠের মধ্যে শান্ত স্বভাবের মেসির চোখ, মুখ ও শারীরিক ভাষায় অস্বস্তির ছাপ স্পষ্ট ৷ মাঠের মধ্যেই মেজাজ হারাচ্ছেন ৷ সতীর্থদের খেলায় খুশি নন ৷ সেকথা গোপন করছেন না ৷

আরও পড়ুন :- 30 বছর পর লিগ জয়, রাতভর জয়োৎসব লিভারপুল সমর্থকদের

বর্তমানে লিগের যা পরিস্থিতি তাতে এস্প্যানিয়লের বিরুদ্ধে জয় তুলে নিতে পারলেই বার্সার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান গড়ে নেবেন জিজুর রিয়াল ৷

ম্য়াচের 20 মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা ৷ মেসির ফ্রিকিক থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি সুয়ারেজ ৷ যদিও 8 মিনিটে জেরার্ড পিকের হেড পোস্টে লেগে ফিরে আসে ৷ বিরতির পর ম্যাচে ফেরে সেল্টা ভিগো ৷ 50 মিনিটে প্রতি আক্রমণে গোল করে যান সেল্টার ইয়োকুসলু ৷ ম্যাচের 67 মিনিটে ফের গোল করেন উরুগুয়ে স্ট্রাইকার ৷ এবারও ফাইনাল পাস দেন সেই মেসি ৷ কিন্তু এই গোলও ধরে রাখতে পারেনি বার্সা ৷ ম্যাচের রেগুলেশন টাইমের দু’মিনিট আগে সেটপিস থেকে গোল করেন আসপাস ৷ এই ম্যাচ ড্র করার ফলে লিগের শীর্ষে থাকা 32 ম্যাচে বার্সার পয়েন্ট 69 ৷ অন্যদিকে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট 68 ৷

বার্সেলোনা, 28 জুন : লা লিগায় ফের হোঁচট খেল বার্সেলোনা ৷ গত শনিবার সেভিলার সঙ্গে গোল শূন্য ড্র করে মেসির দল ৷ ফলে সুবিধা হয়ে গেছিল দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ৷ লিগ টেবিলে শীর্ষস্থান দখল করে জিনেদিন জিদানের ছেলেরা ৷ শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে ফের আটকে গেল কিকে সেতিয়ানের ছেলেরা ৷ অ্যাওয়ে ম্যাচ 2-2 গোলে ড্র করল বার্সা ৷

কোরোনা পরবর্তী সময়ে জমে উঠেছে লা লিগার খেতাবি লড়াইয়ের দৌড় ৷ ফের লা লিগার শিরোপা মাথায় তুলতে প্রত্যেক ম্যাচে জয় তুলে নেওয়াই লক্ষ্য ছিল মেসিদের ৷ কিন্তু ফের সেই লক্ষ্যে ধাক্কা খেল কিকে সেতিয়ানের ছেলেরা ৷ শনিবার সেভিলার বিরুদ্ধে গোল শূন্য ড্র করায় শীর্ষস্থান হাতছাড়া করে বার্সা ৷ কিন্তু অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় কিছুটা স্বস্তি দেয় ক্যাটালান জায়েন্টদের ৷ কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের হোঁচট খেল গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন :- অধিনায়ক হিসেবে ধোনি, কোহলি ও রোহিতের মধ্যে পার্থক্য কোথায় ?

নিজের কেরিয়ারে 700 তম গোলের মুখে দাঁড়িয়ে লিওনেল মেসি ৷ কিন্তু তাঁর অপেক্ষা আবারও দীর্যায়িত হল ৷ লকডাউন পরবর্তী সময়ে প্রথম দুই ম্যাচে গোল পান লিও ৷ কিন্তু তারপরই হঠাৎ ছন্দপতন ৷ শেষ তিনি ম্যাচে গোল নেই তাঁর ৷ ফর্মের যে ধারেকাছে নেই তা দেখলেই বোঝা যাচ্ছে ৷ মাঠের মধ্যে শান্ত স্বভাবের মেসির চোখ, মুখ ও শারীরিক ভাষায় অস্বস্তির ছাপ স্পষ্ট ৷ মাঠের মধ্যেই মেজাজ হারাচ্ছেন ৷ সতীর্থদের খেলায় খুশি নন ৷ সেকথা গোপন করছেন না ৷

আরও পড়ুন :- 30 বছর পর লিগ জয়, রাতভর জয়োৎসব লিভারপুল সমর্থকদের

বর্তমানে লিগের যা পরিস্থিতি তাতে এস্প্যানিয়লের বিরুদ্ধে জয় তুলে নিতে পারলেই বার্সার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান গড়ে নেবেন জিজুর রিয়াল ৷

ম্য়াচের 20 মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা ৷ মেসির ফ্রিকিক থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি সুয়ারেজ ৷ যদিও 8 মিনিটে জেরার্ড পিকের হেড পোস্টে লেগে ফিরে আসে ৷ বিরতির পর ম্যাচে ফেরে সেল্টা ভিগো ৷ 50 মিনিটে প্রতি আক্রমণে গোল করে যান সেল্টার ইয়োকুসলু ৷ ম্যাচের 67 মিনিটে ফের গোল করেন উরুগুয়ে স্ট্রাইকার ৷ এবারও ফাইনাল পাস দেন সেই মেসি ৷ কিন্তু এই গোলও ধরে রাখতে পারেনি বার্সা ৷ ম্যাচের রেগুলেশন টাইমের দু’মিনিট আগে সেটপিস থেকে গোল করেন আসপাস ৷ এই ম্যাচ ড্র করার ফলে লিগের শীর্ষে থাকা 32 ম্যাচে বার্সার পয়েন্ট 69 ৷ অন্যদিকে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট 68 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.