ETV Bharat / sports

মেসির হ্যাটট্রিকে লা লিগা শীর্ষে বার্সেলোনা - বার্সেলোনার বড় জয়

ঘরের মাঠে সেল্টা ভিগোকে 4-1 গোলে উড়িয়ে দিল কাতালানরা৷ প্রথমার্ধে লড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যায় সেল্টা৷ সুয়ারেজকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে ৷ সেই অভাব ঢেকে দিলেন FIFA বর্ষসেরা ফুটবলার তথা কাতালান অধিনায়ক মেসি৷

কাতালান
author img

By

Published : Nov 10, 2019, 6:41 AM IST

বার্সোলোনা, 10 নভেম্বর : মেসির হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে বার্সেলোনা ৷ ঘরের মাঠে সেল্টা ভিগোকে 4-1 গোলে উড়িয়ে দিল কাতালানরা৷ প্রথমার্ধে লড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যায় সেল্টা৷ সুয়ারেজকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে ৷ সেই অভাব ঢেকে দিলেন FIFA বর্ষসেরা ফুটবলার তথা কাতালান অধিনায়ক মেসি৷

23 মিনিটে পেনাল্টি থেকে সেল্টার ডেড লক ভাঙেন বার্সা অধিনায়ক ৷ এর পর 5-3-2 ছকে নামা সেল্টা নিজেদের অর্ধে লোক বাড়িয়ে ডিফেন্স জমাট করে ফেলে ৷ পাল্টা আক্রমনে 42 মিনিটে সেল্টাকে সমতায় ফেরান লুকাস ওলাজ়া ৷ প্রথমার্ধের শেষ কাতালানদের ফের এগিয়ে দেন মেসি৷ 2-1 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে কাতালানরা ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের মেসি ম্যাজিক ৷ 48 মিনিটে দুরন্ত গোল করে বার্সার ব্যবধান 3-1 করেন মেসি৷ এরপর ব্যবধান বাড়ানোর জন্য আক্রমনের ঝড় তোলে ভালভার্দের ছেলেরা ৷ 85 মিনিটে সার্জিও বুসকেতসের গোলে 4-1 জয় নিশ্চিত হয় কাতালানদের ৷ 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিগ শীর্ষে উঠল বার্সেলোনা ৷

বার্সোলোনা, 10 নভেম্বর : মেসির হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে বার্সেলোনা ৷ ঘরের মাঠে সেল্টা ভিগোকে 4-1 গোলে উড়িয়ে দিল কাতালানরা৷ প্রথমার্ধে লড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে হারিয়ে যায় সেল্টা৷ সুয়ারেজকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে ৷ সেই অভাব ঢেকে দিলেন FIFA বর্ষসেরা ফুটবলার তথা কাতালান অধিনায়ক মেসি৷

23 মিনিটে পেনাল্টি থেকে সেল্টার ডেড লক ভাঙেন বার্সা অধিনায়ক ৷ এর পর 5-3-2 ছকে নামা সেল্টা নিজেদের অর্ধে লোক বাড়িয়ে ডিফেন্স জমাট করে ফেলে ৷ পাল্টা আক্রমনে 42 মিনিটে সেল্টাকে সমতায় ফেরান লুকাস ওলাজ়া ৷ প্রথমার্ধের শেষ কাতালানদের ফের এগিয়ে দেন মেসি৷ 2-1 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে কাতালানরা ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের মেসি ম্যাজিক ৷ 48 মিনিটে দুরন্ত গোল করে বার্সার ব্যবধান 3-1 করেন মেসি৷ এরপর ব্যবধান বাড়ানোর জন্য আক্রমনের ঝড় তোলে ভালভার্দের ছেলেরা ৷ 85 মিনিটে সার্জিও বুসকেতসের গোলে 4-1 জয় নিশ্চিত হয় কাতালানদের ৷ 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিগ শীর্ষে উঠল বার্সেলোনা ৷


New Delhi, Nov 10 (ANI): Roku has announced its official app for the Apple Watch, making it easier for users to control content from their wrists. The Roku app on Apple Watch allows you to control the Roku device by turning your smartwatch into a remote. The circular crown on the Apple Watch controls the volume, the official blog notes. To launch channels, tap on the watch screen. You can also use voice search incompatible Apple Watch models. Additionally, the Roku app on the Apple Watch can be used to signal your Roku remote.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.