ETV Bharat / sports

কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে হারাল বেঙ্গালুরু এফসি

author img

By

Published : Dec 13, 2020, 11:02 PM IST

আজ একটি পেনাল্টি মিস করেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পায় বেঙ্গালুরু ৷ কিন্তু গোলরক্ষককে বোকা বানাতে গিয়ে নিজের জালে নিজেই আটকে যান সুনীল ৷

কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে হারাল বেঙ্গালুরু এফসি
কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে হারাল বেঙ্গালুরু এফসি

পানাজি, 13 ডিসেম্বর : গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরুর দাপট ৷ কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে হারাল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ৷ প্রথমার্ধে প্রথমে গোল করেও ডিফেন্ডারদের ভুলে ম্যাচ খোয়াতে হল কিবু ভিকুনার ছেলেদের ৷

প্রথমার্ধের বিরতিতে দুই দলের স্কোর 1-1 থাকে ৷ খেলার গতির বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সের হয়ে 17 মিনিটে প্রথম গোল করে যান রাহুল কেপি ৷ যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতেল পারেনি কেরালা ৷ 29 মিনিটে বেঙ্গালুরুকে সমতায় ফেরান সেলিটন সিলভা ৷

দ্বিতীয়ার্ধে 14 মিনিটের ব্যবধানে হল চারটি গোল ৷ 2 মিনিটের ব্যবধানে দুটি গোল করলেন এরিক পার্তালু ও ডিমাস ডেলগাডো ৷ এরিক গোল করলেন ম্যাচের 51 মিনিটে ৷ অন্যদিকে ডিমাস গোল করেন ম্যাচের 53 মিনিটে ৷ 3-1 ব্যবধানে এগিয়ে যাওয়ার যখন স্বস্তির নিশ্বাস বেঙ্গালুরু শিবিরে, তখনই 61 মিনিটে জর্ডন মুরে গোল করেন ৷ খেলার ফলাফল দাঁড়ায় 3-2 ৷ 65 মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷

আরও পড়ুন :- আসছেন ব্রাইট, টিম স্পিরিটের প্রশংসায় স্টেইনম্যান

তবে আজ একটি পেনাল্টি মিস করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পায় বেঙ্গালুরু ৷ কিন্তু গোলরক্ষককে বোকা বানাতে গিয়ে নিজের জালে নিজেই আটকে যান সুনীল ৷ তাঁর হালকা চিপ সহজেই তালুবন্দী করেন কেরালা গোলরক্ষক গোমস ৷ তবে চলতি আইএসএলে আজ প্রথম গোল পেলেন সুনীল ৷

পানাজি, 13 ডিসেম্বর : গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরুর দাপট ৷ কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে হারাল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ৷ প্রথমার্ধে প্রথমে গোল করেও ডিফেন্ডারদের ভুলে ম্যাচ খোয়াতে হল কিবু ভিকুনার ছেলেদের ৷

প্রথমার্ধের বিরতিতে দুই দলের স্কোর 1-1 থাকে ৷ খেলার গতির বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সের হয়ে 17 মিনিটে প্রথম গোল করে যান রাহুল কেপি ৷ যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতেল পারেনি কেরালা ৷ 29 মিনিটে বেঙ্গালুরুকে সমতায় ফেরান সেলিটন সিলভা ৷

দ্বিতীয়ার্ধে 14 মিনিটের ব্যবধানে হল চারটি গোল ৷ 2 মিনিটের ব্যবধানে দুটি গোল করলেন এরিক পার্তালু ও ডিমাস ডেলগাডো ৷ এরিক গোল করলেন ম্যাচের 51 মিনিটে ৷ অন্যদিকে ডিমাস গোল করেন ম্যাচের 53 মিনিটে ৷ 3-1 ব্যবধানে এগিয়ে যাওয়ার যখন স্বস্তির নিশ্বাস বেঙ্গালুরু শিবিরে, তখনই 61 মিনিটে জর্ডন মুরে গোল করেন ৷ খেলার ফলাফল দাঁড়ায় 3-2 ৷ 65 মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷

আরও পড়ুন :- আসছেন ব্রাইট, টিম স্পিরিটের প্রশংসায় স্টেইনম্যান

তবে আজ একটি পেনাল্টি মিস করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পায় বেঙ্গালুরু ৷ কিন্তু গোলরক্ষককে বোকা বানাতে গিয়ে নিজের জালে নিজেই আটকে যান সুনীল ৷ তাঁর হালকা চিপ সহজেই তালুবন্দী করেন কেরালা গোলরক্ষক গোমস ৷ তবে চলতি আইএসএলে আজ প্রথম গোল পেলেন সুনীল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.