ETV Bharat / sports

সামনে এল ATK-মোহনবাগানের নতুন হোম জার্সি - ATK

জার্সি প্রকাশ করা নিয়ে আগে একবার বিতর্ক ইতিমধ্য়েই তৈরি হয়ে গিয়েছিল ৷ যেখানে মোহনবাগানের পালতোলা নৌকা লোগোর নিচে তিনটি তারা রেখেছিল ফ্র্য়াঞ্চাইজ়ি ৷ যা নিয়ে আপত্তি জানিয়েছিল মোহনবাগান সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ ছিল, তিনটি তারা অর্থাৎ ATK-র তিনবার ISL জয়ের চিহ্ন ৷ সেখানে মোহনবাগানের আইলিগ চ্যাম্পিয়ন হওয়াকে মান্য়তা দেওয়া হয়নি ৷

atk_mohunbagan_inorgurate_their_new_home_jersey
সামনে এলো ATK মোহনবাগানের নতুন হোম জার্সি
author img

By

Published : Nov 12, 2020, 2:53 PM IST

কলকাতা, 12 নভেম্বর : মোহনবাগান সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে মধ্য়পন্থী রাস্তাই বেছে নিল ATK-মোহনবাগান কর্তৃপক্ষ ৷ সামনে এল মোহনবাগানের হোম ম্য়াচের জার্সি ৷ আর সেই জার্সির রং ও লোগোর ক্ষেত্রে এই মধ্য়পন্থা অবলম্বন করতে দেখা গেল ATK মোহনবাগান কর্তৃপক্ষকে ৷ আসন্ন ISL টুর্নামেন্টে এই জার্সি পরেই হোম ম্য়াচগুলিতে মাঠে নামবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রবীর দাসরা ৷ নতুন জার্সিতে সবুজ, মেরুন ও সাদা রঙের সমান উপস্থিতি রয়েছে ৷ তবে, মেরুন রংটি মোটেই মেরুন নয়, বরং আপাতভাবে দেখলে গা গাঢ় লাল বলেই মনে হবে ৷

এই জার্সি প্রকাশ করা নিয়ে আগে একবার বিতর্ক ইতিমধ্য়েই তৈরি হয়ে গিয়েছিল ৷ যেখানে মোহনবাগানের পালতোলা নৌকা লোগোর নিচে তিনটি তারা রেখেছিল ফ্র্য়াঞ্চাইজ়ি ৷ যা নিয়ে আপত্তি জানিয়েছিল মোহনবাগান সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ ছিল, তিনটি তারা অর্থাৎ ATK-র তিনবার ISL জয়ের চিহ্ন ৷ সেখানে মোহনবাগানের আইলিগ চ্যাম্পিয়ন হওয়াকে মান্য়তা দেওয়া হয়নি ৷ সেই বিতর্কের পর এবার নতুন করে জার্সির উদ্বোধন করলো ক্লাব কর্তৃপক্ষ ৷ যেখানে তারার বদলে লোগোর নিচে লেখা চ্য়াম্পিয়ন্স ৷ অর্থাৎ, ATK-র তিনবার ISL জয় এবং মোহনবাগানের 5 বার আই লিগ জয়ের স্বীকৃতি ৷ তবে, জার্সির রঙের ক্ষেত্রে ATK-র চিহ্ন হিসেবে লাল রঙটিকে রাখা হয়েছে ৷ সেখানে সবুজ ও সাদার সঙ্গে লাল রঙটিকে গাঢ় করে ব্য়বহার করেছে ATK মোহনবাগান কর্তৃপক্ষ ৷

প্রথমে প্রকাশিত লোগোর নিচে তিনটি তারা নিয়ে সমর্থকদের যুক্তি ছিল, মোহনবাগানকে আড়ালে রেখে পরোক্ষভাবে ATK-র অস্তিত্ব বড় করে তোলার চেষ্টা হয়েছে । এই জল্পনার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের করা বিজ্ঞাপনে ওয়াশিং মেশিনে লাল সাদা এবং সবুজ মেরুন জার্সিকে ঢুকিয়ে নতুন জার্সির প্রকাশের ছবি নিয়েও সরব ছিলেন মোহনবাগান সমর্থকরা। অবস্থা এতটাই চরমে উঠেছিল যে মোহনবাগানের অর্থসচিব এবং বোর্ড অব ডাইরেক্টরের সদস্য দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। এই অবস্থায় ATK মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা পুরো বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন । ফলস্বরূপ সবুজ মেরুন লোগোর নিচে চ্যাম্পিয়ন্স কথাটি লেখা হয়েছে । পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের করা বিজ্ঞাপনের প্রথম অংশটি ছেটে ফেলা হয়েছে । 12 নভেম্বর বৃহস্পতিবার, ATK মোহনবাগানের নতুন জার্সি প্রকাশ করা হল প্রত্যাশা মত । সেখানে জার্সির প্রকৃত রঙ, লোগোর নিচে চ্যাম্পিয়ন্স লেখার বিষয়টি বাস্তবায়ন করা হয়েছে ৷ তবে মোচড় একটা রইলই ৷ এবার সমর্থকদের মতামত কোনপথে যায় সেটাই দেখার।

কলকাতা, 12 নভেম্বর : মোহনবাগান সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে মধ্য়পন্থী রাস্তাই বেছে নিল ATK-মোহনবাগান কর্তৃপক্ষ ৷ সামনে এল মোহনবাগানের হোম ম্য়াচের জার্সি ৷ আর সেই জার্সির রং ও লোগোর ক্ষেত্রে এই মধ্য়পন্থা অবলম্বন করতে দেখা গেল ATK মোহনবাগান কর্তৃপক্ষকে ৷ আসন্ন ISL টুর্নামেন্টে এই জার্সি পরেই হোম ম্য়াচগুলিতে মাঠে নামবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, প্রবীর দাসরা ৷ নতুন জার্সিতে সবুজ, মেরুন ও সাদা রঙের সমান উপস্থিতি রয়েছে ৷ তবে, মেরুন রংটি মোটেই মেরুন নয়, বরং আপাতভাবে দেখলে গা গাঢ় লাল বলেই মনে হবে ৷

এই জার্সি প্রকাশ করা নিয়ে আগে একবার বিতর্ক ইতিমধ্য়েই তৈরি হয়ে গিয়েছিল ৷ যেখানে মোহনবাগানের পালতোলা নৌকা লোগোর নিচে তিনটি তারা রেখেছিল ফ্র্য়াঞ্চাইজ়ি ৷ যা নিয়ে আপত্তি জানিয়েছিল মোহনবাগান সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ ছিল, তিনটি তারা অর্থাৎ ATK-র তিনবার ISL জয়ের চিহ্ন ৷ সেখানে মোহনবাগানের আইলিগ চ্যাম্পিয়ন হওয়াকে মান্য়তা দেওয়া হয়নি ৷ সেই বিতর্কের পর এবার নতুন করে জার্সির উদ্বোধন করলো ক্লাব কর্তৃপক্ষ ৷ যেখানে তারার বদলে লোগোর নিচে লেখা চ্য়াম্পিয়ন্স ৷ অর্থাৎ, ATK-র তিনবার ISL জয় এবং মোহনবাগানের 5 বার আই লিগ জয়ের স্বীকৃতি ৷ তবে, জার্সির রঙের ক্ষেত্রে ATK-র চিহ্ন হিসেবে লাল রঙটিকে রাখা হয়েছে ৷ সেখানে সবুজ ও সাদার সঙ্গে লাল রঙটিকে গাঢ় করে ব্য়বহার করেছে ATK মোহনবাগান কর্তৃপক্ষ ৷

প্রথমে প্রকাশিত লোগোর নিচে তিনটি তারা নিয়ে সমর্থকদের যুক্তি ছিল, মোহনবাগানকে আড়ালে রেখে পরোক্ষভাবে ATK-র অস্তিত্ব বড় করে তোলার চেষ্টা হয়েছে । এই জল্পনার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের করা বিজ্ঞাপনে ওয়াশিং মেশিনে লাল সাদা এবং সবুজ মেরুন জার্সিকে ঢুকিয়ে নতুন জার্সির প্রকাশের ছবি নিয়েও সরব ছিলেন মোহনবাগান সমর্থকরা। অবস্থা এতটাই চরমে উঠেছিল যে মোহনবাগানের অর্থসচিব এবং বোর্ড অব ডাইরেক্টরের সদস্য দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। এই অবস্থায় ATK মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা পুরো বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন । ফলস্বরূপ সবুজ মেরুন লোগোর নিচে চ্যাম্পিয়ন্স কথাটি লেখা হয়েছে । পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের করা বিজ্ঞাপনের প্রথম অংশটি ছেটে ফেলা হয়েছে । 12 নভেম্বর বৃহস্পতিবার, ATK মোহনবাগানের নতুন জার্সি প্রকাশ করা হল প্রত্যাশা মত । সেখানে জার্সির প্রকৃত রঙ, লোগোর নিচে চ্যাম্পিয়ন্স লেখার বিষয়টি বাস্তবায়ন করা হয়েছে ৷ তবে মোচড় একটা রইলই ৷ এবার সমর্থকদের মতামত কোনপথে যায় সেটাই দেখার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.