ETV Bharat / sports

FC গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ATK-মোহনবাগান - ISL

ISL-এর জন্য অনুশীলন শুরু করে দিলেন আন্তোনিও লোপেজ় হাবাস । কালো কাপড়ের আড়ালে প্র্যাকটিস করালেন ফুটবলারদের ।

আইএসএলে প্রস্তুতি ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান
author img

By

Published : Oct 29, 2020, 10:15 PM IST

কলকাতা, 29 অক্টোবর : হাতে সময় কম । তাই হালকা মেজাজের কোনও সুযোগ দলের অনুশীলনে দিতে নারাজ ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ় হাবাস। দলকে দ্রুত ISL-এর জন্য গড়ে তুলতে দু'বেলা অনুশীলন শুরু করে দিয়েছেন।

খাতায়-কলমে গত বছরের চ্যাম্পিয়ন দলটি এবারের ISL-এর অন্যতম শক্তিশালী দল। আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে গাঁঁটছড়া বেঁঁধে ATK নতুন অবতারে দেশের সেরা লিগে অবতীর্ণ হতে চলেছে। পারফরম্যান্স করার চ্যালেঞ্জ রয়েছে। বাড়তি হিসেবে মোহনবাগানের বিরাট সমর্থককূলের প্রত্যাশা পূরণের দায় রয়েছে। লাল-সাদা জার্সির তৈরি করা মঞ্চে এবার সবুজ-মেরুন রংয়ের চাপ। হাবাস পরিস্থিতি বুঝেই প্রথম থেকে দলের রাশ কড়া হাতে ধরতে চেয়েছেন। ইতিমধ্যে স্বেচ্ছা নির্বাসনের নিয়ম পালন করে হাবাস দল নিয়ে মাঠে নেমেছেন। প্রতিপক্ষ শিবির তার রণকৌশলের আঁঁচ যাতে না পায় তার জন্য গোয়ায় প্র্যাকটিস মাঠেও কালো কাপড়ের আড়ালে হাবাস এবং তার দল। দলের প্রতিটি পদক্ষেপ নিজের পরিকল্পনা অনুসারে সাজিয়ে নিচ্ছেন। বিদেশি ফুটবলারদের প্রায় সকলে চলে এসেছেন। বাকি যারা আছেন সেই রয় কৃষ্ণ শনিবার থেকে মাঠে নামবেন।

20 নভেম্বর থেকে ISL শুরু। তার আগে অনুশীলনের পাশাপাশি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন হাবাস। 14 নভেম্বর FC গোয়ার বিরুদ্ধে ATK-মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলবে। ISL-এ খেলতে নামার আগে দলের অবস্থা বুঝে নেওয়ার জন্য এই ম্যাচের আয়োজন। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জে কোনও খামতি রাখতে রাজি নন ATK-মোহনবাগানের হেডস্যার।

কলকাতা, 29 অক্টোবর : হাতে সময় কম । তাই হালকা মেজাজের কোনও সুযোগ দলের অনুশীলনে দিতে নারাজ ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ় হাবাস। দলকে দ্রুত ISL-এর জন্য গড়ে তুলতে দু'বেলা অনুশীলন শুরু করে দিয়েছেন।

খাতায়-কলমে গত বছরের চ্যাম্পিয়ন দলটি এবারের ISL-এর অন্যতম শক্তিশালী দল। আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে গাঁঁটছড়া বেঁঁধে ATK নতুন অবতারে দেশের সেরা লিগে অবতীর্ণ হতে চলেছে। পারফরম্যান্স করার চ্যালেঞ্জ রয়েছে। বাড়তি হিসেবে মোহনবাগানের বিরাট সমর্থককূলের প্রত্যাশা পূরণের দায় রয়েছে। লাল-সাদা জার্সির তৈরি করা মঞ্চে এবার সবুজ-মেরুন রংয়ের চাপ। হাবাস পরিস্থিতি বুঝেই প্রথম থেকে দলের রাশ কড়া হাতে ধরতে চেয়েছেন। ইতিমধ্যে স্বেচ্ছা নির্বাসনের নিয়ম পালন করে হাবাস দল নিয়ে মাঠে নেমেছেন। প্রতিপক্ষ শিবির তার রণকৌশলের আঁঁচ যাতে না পায় তার জন্য গোয়ায় প্র্যাকটিস মাঠেও কালো কাপড়ের আড়ালে হাবাস এবং তার দল। দলের প্রতিটি পদক্ষেপ নিজের পরিকল্পনা অনুসারে সাজিয়ে নিচ্ছেন। বিদেশি ফুটবলারদের প্রায় সকলে চলে এসেছেন। বাকি যারা আছেন সেই রয় কৃষ্ণ শনিবার থেকে মাঠে নামবেন।

20 নভেম্বর থেকে ISL শুরু। তার আগে অনুশীলনের পাশাপাশি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন হাবাস। 14 নভেম্বর FC গোয়ার বিরুদ্ধে ATK-মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলবে। ISL-এ খেলতে নামার আগে দলের অবস্থা বুঝে নেওয়ার জন্য এই ম্যাচের আয়োজন। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জে কোনও খামতি রাখতে রাজি নন ATK-মোহনবাগানের হেডস্যার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.