কলকাতা, 6 নভেম্বর : লিডস ইউনাইটেডের স্পনসরকারী এবার সবুজ-মেরুন জার্সিতে। শুক্রবার সরকারিভাবে এই খবর জানানো হয়েছে। এসবিওটোপ ডট নেট মূল স্পনসর হিসেবে ATK-মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। IPL থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ,চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে নিয়মিত কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সংস্থার সঙ্গে চুক্তি করার পরে ATK-মোহনবাগানের CEO রঘু আইয়ার বলেছেন, তাঁরা এসবিওটিওপি ডট নেট সংস্থার সঙ্গে চুক্তি করে খুশি। এই সংস্থার লোগো ম্যাচ জার্সি এবং প্র্যাকটিস সরঞ্জামে দেখা যাবে।
20 নভেম্বর ISL-র বল গড়ানো শুরু। প্রথম দিন এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। বর্তমানে পুরো দল নিয়ে কড়া অনুশীলনে ব্যস্ত কোচ আন্তেনিও লোপেজ হাবাস। ইতিমধ্যে দল বেছে নিয়েছেন। 14 নভেম্বর ATK মোহনবাগান প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ FC গোয়া। ইতিমধ্যে হাবাস বলেছেন হাতে সময় কম। তাই দলকে দ্রুত গুছিয়ে নেওয়ার বাড়তি তাগিদ রয়েছে। পুরো দল নিজেদের প্রমাণ করতে মরিয়া। ফুঠবলারদের মরিয়া মনোভাব দেখে তিনি খুশি।
প্রতিযোগিতার বাকি দশটি দল যথেষ্ট শক্তিশালী। তাই কোনও একটি কিংবা দুটো ম্যাচ নিয়ে হাবাস ভাবছেন না। প্রথম ম্যাচ থেকেই নকআউটের মেজাজে খেলতে চান। সেভাবেই দলকে তৈরি করছেন। রক্ষণের বোঝাপড়া গড়ে তোলার চ্যালেঞ্জ যেমন আছে তেমনই দলের বাকি বিভাগের মধ্যে তালমিল জরুরি। তাই বন্ধ।দরজার আড়ালে কড়া অনুশীলনে ব্যস্ত ATK-মোহনবাগান।