ETV Bharat / sports

ইনডোর গেমস খেলেই সময় কাটাচ্ছেন স্পেনে গৃহবন্দী আলেয়ান্দ্রো - লকাডাউন

ইস্টবেঙ্গল সমর্থকরা একসময়ের প্রিয় কোচ আলেয়ান্দ্রোর উপর ক্ষুব্ধ ঠিকই । কিন্তু বিশ্বজুড়ে লকডাউনের মাঝে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে সামান্য হলেও কৌতুহল ছিল সমর্থকদের মধ্যে । সেই কৌতূহলেরই উত্তর দিল আলেয়ান্দ্রোর ইনস্টাগ্রাম পোস্ট । লকডাউনে গৃহবন্দী তিনিও ।

alejandro
আলেয়ান্দ্রো
author img

By

Published : Apr 3, 2020, 9:53 AM IST

কলকাতা, 3 এপ্রিল : কোরোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে ইতালির পরই স্পেনের স্থান । আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে । তাই সংক্রমণ রোধে গৃহবন্দী স্পেনবাসী । ব্যতিক্রম নন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । গৃহবন্দী জীবনে তাই এখন তাঁর সময় কাটছে ছেলের সঙ্গে ইনডোর গেমস খেলে । নিজের ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও করেছেন তিনি ।

চলতি বছরের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ইস্টবেঙ্গলের কোচের পদে ইস্তফা দেন আলেয়ান্দ্রো । দল আই লিগের পয়েন্ট টেবলে তলানিতে, ফুটবলাররা ভালো খেলতে পারছেন না, টানা হারের ধাক্কায় টালমাটাল পরিস্থিতিতে ইস্তফা দিয়ে স্পেনে ফিরে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির প্রাক্তন কোচ । তাঁর অনুপস্থিতিতে অবস্থার সামাল দিয়েছেন সহকারী মারিও রিবেরা ।

ইস্টবেঙ্গল সমর্থকরা একসময়ের প্রিয় কোচের উপর ক্ষুব্ধ ঠিকই । কিন্তু বিশ্বজুড়ে লকডাউনের মাঝে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে সামান্য হলেও আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে । শেষমেষ সেই উত্তর দিল আলেয়ান্দ্রোর ইনস্টাগ্রাম পোস্ট । ছেলের সঙ্গে মোটর স্পোর্টস খেলার একটি ছবি পোস্ট করেন তিনি ইনস্টাগ্রামে । কোরোনার জেরে যাবতীয় খেলা যখন বন্ধ তখন আলেয়ান্দ্রোর ভরসা ইনডোর গেম ।

অন্যদিকে স্পেনের সরকার ভারতে খেলতে আসা স্প্যানিস কোচ-ফুটবলারদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগদী । তাঁদের জন্য বিশেষ বিমান পাঠাতে চায় তারা । তাতে আগ্রহ প্রকাশ করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ও দলের বাকি স্প্যানিস ফুটবলাররাও । কিন্তু আই লিগের ভবিষ্যতের অগ্রগতি কোন পথে তা স্পষ্ট করেনি ফেডারেশন । যদিও লিগ বাতিল হতে চলেছে সেটাই মেনে নিয়েছে অনেকে । কিন্তু সরকারিভাবে ঘোষণা না হলে পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না মোহনবাগানের পক্ষে । তবে, সমস্যার গভীরতা ও দলের ফুটবলারদের ফিরে যাওয়ার কথা মাথায় রেখে সবুজ-মেরুন কর্তারা আই লিগ হলেও বাকি ম্যাচ ওয়াক ওভার দিয়ে দিতে পারেন ।

কলকাতা, 3 এপ্রিল : কোরোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে ইতালির পরই স্পেনের স্থান । আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে । তাই সংক্রমণ রোধে গৃহবন্দী স্পেনবাসী । ব্যতিক্রম নন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । গৃহবন্দী জীবনে তাই এখন তাঁর সময় কাটছে ছেলের সঙ্গে ইনডোর গেমস খেলে । নিজের ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও করেছেন তিনি ।

চলতি বছরের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ইস্টবেঙ্গলের কোচের পদে ইস্তফা দেন আলেয়ান্দ্রো । দল আই লিগের পয়েন্ট টেবলে তলানিতে, ফুটবলাররা ভালো খেলতে পারছেন না, টানা হারের ধাক্কায় টালমাটাল পরিস্থিতিতে ইস্তফা দিয়ে স্পেনে ফিরে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির প্রাক্তন কোচ । তাঁর অনুপস্থিতিতে অবস্থার সামাল দিয়েছেন সহকারী মারিও রিবেরা ।

ইস্টবেঙ্গল সমর্থকরা একসময়ের প্রিয় কোচের উপর ক্ষুব্ধ ঠিকই । কিন্তু বিশ্বজুড়ে লকডাউনের মাঝে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে সামান্য হলেও আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে । শেষমেষ সেই উত্তর দিল আলেয়ান্দ্রোর ইনস্টাগ্রাম পোস্ট । ছেলের সঙ্গে মোটর স্পোর্টস খেলার একটি ছবি পোস্ট করেন তিনি ইনস্টাগ্রামে । কোরোনার জেরে যাবতীয় খেলা যখন বন্ধ তখন আলেয়ান্দ্রোর ভরসা ইনডোর গেম ।

অন্যদিকে স্পেনের সরকার ভারতে খেলতে আসা স্প্যানিস কোচ-ফুটবলারদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে উদ্যোগদী । তাঁদের জন্য বিশেষ বিমান পাঠাতে চায় তারা । তাতে আগ্রহ প্রকাশ করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ও দলের বাকি স্প্যানিস ফুটবলাররাও । কিন্তু আই লিগের ভবিষ্যতের অগ্রগতি কোন পথে তা স্পষ্ট করেনি ফেডারেশন । যদিও লিগ বাতিল হতে চলেছে সেটাই মেনে নিয়েছে অনেকে । কিন্তু সরকারিভাবে ঘোষণা না হলে পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না মোহনবাগানের পক্ষে । তবে, সমস্যার গভীরতা ও দলের ফুটবলারদের ফিরে যাওয়ার কথা মাথায় রেখে সবুজ-মেরুন কর্তারা আই লিগ হলেও বাকি ম্যাচ ওয়াক ওভার দিয়ে দিতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.