ETV Bharat / sports

দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নতুন মরশুমে ট্রফির স্বপ্ন আলেয়ান্দ্রোর - আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া

সুপার কাপে ক্লাবের না খেলার পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। কোয়েস ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ে সুপার কাপে না খেলার সিদ্ধান্ত হয়েছে। ক্লাব যখন কোনও সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চিতভাবে যুক্তি রয়েছে। ক্লাবের ভালো করার স্বার্থেই এই পদক্ষেপ তাদের। তাই সবার এই সিদ্ধান্ত সমর্থন করা উচিত বলে মনে করেন।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 30, 2019, 2:18 AM IST

কলকাতা, ৩০ মার্চ : সুপার কাপে ক্লাবের না খেলার পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। কোয়েস ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ে সুপার কাপে না খেলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সকালে প্র্যাকটিসে নামার আগে সেখবর পৌঁছে গেছিল লাল-হলুদ কোচের কাছে। তবুও খেলার জন্য শেষ চেষ্টা করা হচ্ছে বলে শুনেছেন। তাই প্র্যাকটিস শেষে সুপার কাপে খেলার সম্ভাবনা ঘিরে ক্ষীণ আশার আলো রয়েছে বলে জানান তিনি। সেজন্য দলকে তৈরি রাখছেন যাতে তড়িঘড়ি নামতে হলে অসুবিধায় পড়তে না হয়।

আই লিগের আগে দায়িত্ব নিয়েছিলেন। ২০টি ম্যাচে ডাগ আউটে বসে মন ভালো করা ফুটবল উপহার দিয়েছেন। শেষ পর্যন্ত ট্রফি জিততে না পারার আক্ষেপ থাকলেও হতাশ হয়ে বসে থাকতে রাজি নন। আগামী দু'বছর ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব সামলাতে হবে। তাই নিজের মত করে দল গড়ার কাজে নেমে পড়েছেন আলেয়ান্দ্রো।

গত আটমাসের অভিজ্ঞতায় ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে স্প্যানিশ কোচের। প্রত্যাশার পারদ যে তাঁকে ঘিরে চড়ছে সেটাও বুঝতে পারছেন। তিনি বলেন, "অনেক কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমরা। অনেক ফুটবলারের প্রভূত উন্নতি হয়েছে। আমরা দুটো ডার্বি জিতেছি। খেতাবি লড়াইয়ে আমরা শেষদিন পর্যন্ত ছিলাম। আমরা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট শুরু করেছি। আমি পরের বছর ট্রফি জেতার ব্যাপারে নিশ্চিত।"

সুপার কাপে খেলতে না পারলে অনুশীলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা থাকে না বলে মনে করা হচ্ছে। আর তার উত্তরে লাল হলুদের স্প্যানিশ হেড স্যার বলছেন, তাঁদের কাজ প্র্যাকটিস ও খেলা। ক্লাব যখন কোনও সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চিতভাবে যুক্তি রয়েছে। ক্লাবের ভালো করার স্বার্থেই এই পদক্ষেপ তাদের। তাই সবার এই সিদ্ধান্ত সমর্থন করা উচিত বলে মনে করেন।

নতুন মরশুমের দল গড়া নিয়ে কাজ শুরু করলেও তা ভাঙেননি। বর্তমান দলকে ধরে রাখাই উদ্দেশ্য। সঙ্গে বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার নিতে চান লালহলুদ কোচ। বেশ কয়েকজন ফুটবলারের দল ছাড়ার কথা প্রকাশিত হয়েছে। যা আমল দিতে রাজি নন তিনি। তাই ছুটি না দিয়ে অনুশীলনে ডুবে থাকার কথা জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

কলকাতা, ৩০ মার্চ : সুপার কাপে ক্লাবের না খেলার পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গলের কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। কোয়েস ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ে সুপার কাপে না খেলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সকালে প্র্যাকটিসে নামার আগে সেখবর পৌঁছে গেছিল লাল-হলুদ কোচের কাছে। তবুও খেলার জন্য শেষ চেষ্টা করা হচ্ছে বলে শুনেছেন। তাই প্র্যাকটিস শেষে সুপার কাপে খেলার সম্ভাবনা ঘিরে ক্ষীণ আশার আলো রয়েছে বলে জানান তিনি। সেজন্য দলকে তৈরি রাখছেন যাতে তড়িঘড়ি নামতে হলে অসুবিধায় পড়তে না হয়।

আই লিগের আগে দায়িত্ব নিয়েছিলেন। ২০টি ম্যাচে ডাগ আউটে বসে মন ভালো করা ফুটবল উপহার দিয়েছেন। শেষ পর্যন্ত ট্রফি জিততে না পারার আক্ষেপ থাকলেও হতাশ হয়ে বসে থাকতে রাজি নন। আগামী দু'বছর ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব সামলাতে হবে। তাই নিজের মত করে দল গড়ার কাজে নেমে পড়েছেন আলেয়ান্দ্রো।

গত আটমাসের অভিজ্ঞতায় ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে স্প্যানিশ কোচের। প্রত্যাশার পারদ যে তাঁকে ঘিরে চড়ছে সেটাও বুঝতে পারছেন। তিনি বলেন, "অনেক কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছি আমরা। অনেক ফুটবলারের প্রভূত উন্নতি হয়েছে। আমরা দুটো ডার্বি জিতেছি। খেতাবি লড়াইয়ে আমরা শেষদিন পর্যন্ত ছিলাম। আমরা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট শুরু করেছি। আমি পরের বছর ট্রফি জেতার ব্যাপারে নিশ্চিত।"

সুপার কাপে খেলতে না পারলে অনুশীলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা থাকে না বলে মনে করা হচ্ছে। আর তার উত্তরে লাল হলুদের স্প্যানিশ হেড স্যার বলছেন, তাঁদের কাজ প্র্যাকটিস ও খেলা। ক্লাব যখন কোনও সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চিতভাবে যুক্তি রয়েছে। ক্লাবের ভালো করার স্বার্থেই এই পদক্ষেপ তাদের। তাই সবার এই সিদ্ধান্ত সমর্থন করা উচিত বলে মনে করেন।

নতুন মরশুমের দল গড়া নিয়ে কাজ শুরু করলেও তা ভাঙেননি। বর্তমান দলকে ধরে রাখাই উদ্দেশ্য। সঙ্গে বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার নিতে চান লালহলুদ কোচ। বেশ কয়েকজন ফুটবলারের দল ছাড়ার কথা প্রকাশিত হয়েছে। যা আমল দিতে রাজি নন তিনি। তাই ছুটি না দিয়ে অনুশীলনে ডুবে থাকার কথা জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

Intro:জয়ের আনন্দ দূরে সরিয়ে চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রস্তুতি তে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালের অনুশীলনে প্রথমে জঙ্গি হানায় শহীদ সেনাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষে প্রকাশ সরকারের জন্মদিন পালন হল। শোক ও আনন্দের সহবস্থানের মাঝে লক্ষ্যে অবিচল লাল হলুদ ব্রিগেড।


Body:পাচ গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই চার্চিল চ্যালেঞ্জ এর সামনে ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতী ক্রীড়া ঙ্গনে জোবি জাস্টিন এনরিকেদের প্রতি পক্ষ প্লাজা সিসেরা। ফলে রাশ আলগা করার বিলাসিতা করার সুযোগ নেই আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ও তার ছেলেদের সামনে। সময় কম কিন্তু চ্যালেঞ্জ সামলানো র ঝুকি রয়েছে। তাই লাজং এফসির বিরুদ্ধে খেলা একাদশে র ফুটবলারদের রিলাক্স সেশন ট্রেনিং করালেও বাকি দের তৈরি রাখার পাঠ সারলেন লাল হলুদ চাণক্য।সকালে অনুশীলন শুরু র আগে নিরবতা পালন। কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ তেই অনুশীলনে র কড়া মেজাজটা বাধা হয়ে গিয়ে ছিল। শেষে প্রকাশ সরকারের জন্মদিনের কেক কাটা ও হাসি ঠাট্ঠায় ফিল গুড পরিবেশে র কোলাজ। যেখানে কোচ থেকে ম্যানেজার,ফুটবলার থেকে গ্রাউন্ড স্টাফ সকলেই আনন্দে মাতলেন। তবে লক্ষ্য থেকে সরার ছবি দেখা গেল না। জন্মদিন পালনের ছোট্ট অনুষ্ঠানে র পরেই মাঠের মাঝখানে জোবি জাস্টিন ও জাইমে স্যান্টোস কোলাডোকে নিয়ে বিশেষ আলোচনা য় আলেয়ান্দ্রো।কারন তিনি জানেন লাজং ম্যাচের ফ্রি ফ্লোয়িং ফুটবল চার্চিলের বিরুদ্ধে খেলা কঠিন হবে। তাই ছক ও প্রস্তুতি নিয়ে বাড়তি সতর্কতা।



Conclusion:গোয়ার মাটিতে 2-1 গোলে চার্চিল কে হারিয়ে ছিল ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলে 17 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে চার নম্বরে দাড়িয়ে থাকা গোয়ার ক্লাব দলটি যে কলকাতায় ছোবল দেওয়ার চেষ্টা করবে আলেয়ান্দ্রো জানেন। তাই ফিলগুড পরিবেশে সুখী সাজঘরে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেতাবের কাছে পৌঁছতে চান তিনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.