ETV Bharat / sports

ফাওলারের শাস্তি কমানোর আর্জি খারিজ করল ফেডারেশন - AIFF

এইমুহূর্তে আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে । লাল-হলুদ শীর্ষকর্তা সেই পথে এই সময় হাঁটতে রাজি নন ।

fowler
fowler
author img

By

Published : Feb 4, 2021, 10:17 PM IST

Updated : Feb 4, 2021, 10:58 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রেফারির উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে চার ম্যাচ সাসপেন্ড হয়েছেন ৷ 19 ফেব্রুয়ারির আইএসএল ডার্বিতেও থাকছেন না ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার ৷ তাই ক্লাবের তরফে ফেডারেশনের কাছে কোচের শাস্তি কমানোর আবেদন করা হয়েছিল ৷ কিন্তু সেই আর্জি খারিজ করল এআইএফএফ ৷

গোয়া এফসির বিরুদ্ধে ড্র করার পরে ম্যাচ কমিশনারের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ । অভিযোগ, সেই সময় রেফারিদের উদ্দেশে সমালোচনা করেন ৷ এই অভিযোগে বুধবার ফাওলারকে চার ম্যাচে নির্বাসনের শাস্তি দিয়েছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি ৷ এছাড়া পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে ৷ আজ ফাওলারের নির্বাসন কমানোর জন্য আবেদন জানায় ইস্টবেঙ্গল । ক্লাবের তরফে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি শাস্তি কমানোর আশ্বাস না দিলেও আপিল করার পরামর্শ দেন । পাশাপাশি ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গেও লাল হলুদ কর্তারা কথা বলেন । যদিও ক্লাবের আবেদন খারিজ করে দিয়েছে এআইএফএফ ৷

আরও পড়ুন : রেফারির সমালোচনা করায় চার ম্যাচ সাসপেন্ড ফাওলার

এইমুহূর্তে আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে । লাল-হলুদ শীর্ষকর্তা সেই পথে এই সময় হাঁটতে রাজি নন । তবে ক্লাব এবং বিনিয়োগ সংস্থার চুক্তি বিষয়ক মতান্তরে দাঁড়ি টানতে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ইতিমধ্যে এফএসডিএলের দ্বারস্থ হয়েছে । তাদের বলা হয়েছে কোন শর্তগুলো ক্লাবের স্বার্থে আঘাত করছে । কর্তারা আশা করছেন এফএসডিএলের পক্ষ থেকে বিষয়টির সমঝোতা সূত্র বের করা হবে । তবে ফের বিচ্ছেদের যে আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে তা দেবব্রত সরকার পাত্তা দিচ্ছেন না । তাঁর বক্তব্য, ইস্টবেঙ্গল গত একশো বছর নিজের দমে খেলেছে । আগামী দিনেও তা করবে ।

ফাওলারের শাস্তি কমানোর আর্জি খারিজ করল ফেডারেশন

আরও পড়ুন : ক্লাবকর্তারা সমস্যায় ফেলতে চাইছে, বিস্ফোরক টুইট ইস্টবেঙ্গলের সহকারি কোচের

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রেফারির উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে চার ম্যাচ সাসপেন্ড হয়েছেন ৷ 19 ফেব্রুয়ারির আইএসএল ডার্বিতেও থাকছেন না ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার ৷ তাই ক্লাবের তরফে ফেডারেশনের কাছে কোচের শাস্তি কমানোর আবেদন করা হয়েছিল ৷ কিন্তু সেই আর্জি খারিজ করল এআইএফএফ ৷

গোয়া এফসির বিরুদ্ধে ড্র করার পরে ম্যাচ কমিশনারের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ । অভিযোগ, সেই সময় রেফারিদের উদ্দেশে সমালোচনা করেন ৷ এই অভিযোগে বুধবার ফাওলারকে চার ম্যাচে নির্বাসনের শাস্তি দিয়েছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি ৷ এছাড়া পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে ৷ আজ ফাওলারের নির্বাসন কমানোর জন্য আবেদন জানায় ইস্টবেঙ্গল । ক্লাবের তরফে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি শাস্তি কমানোর আশ্বাস না দিলেও আপিল করার পরামর্শ দেন । পাশাপাশি ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গেও লাল হলুদ কর্তারা কথা বলেন । যদিও ক্লাবের আবেদন খারিজ করে দিয়েছে এআইএফএফ ৷

আরও পড়ুন : রেফারির সমালোচনা করায় চার ম্যাচ সাসপেন্ড ফাওলার

এইমুহূর্তে আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে । লাল-হলুদ শীর্ষকর্তা সেই পথে এই সময় হাঁটতে রাজি নন । তবে ক্লাব এবং বিনিয়োগ সংস্থার চুক্তি বিষয়ক মতান্তরে দাঁড়ি টানতে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ইতিমধ্যে এফএসডিএলের দ্বারস্থ হয়েছে । তাদের বলা হয়েছে কোন শর্তগুলো ক্লাবের স্বার্থে আঘাত করছে । কর্তারা আশা করছেন এফএসডিএলের পক্ষ থেকে বিষয়টির সমঝোতা সূত্র বের করা হবে । তবে ফের বিচ্ছেদের যে আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে তা দেবব্রত সরকার পাত্তা দিচ্ছেন না । তাঁর বক্তব্য, ইস্টবেঙ্গল গত একশো বছর নিজের দমে খেলেছে । আগামী দিনেও তা করবে ।

ফাওলারের শাস্তি কমানোর আর্জি খারিজ করল ফেডারেশন

আরও পড়ুন : ক্লাবকর্তারা সমস্যায় ফেলতে চাইছে, বিস্ফোরক টুইট ইস্টবেঙ্গলের সহকারি কোচের

Last Updated : Feb 4, 2021, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.