ইসলামাবাদ, 15 সেপ্টেম্বর : তালিবানের চোখ এড়িয়ে পাকিস্তানে পৌঁছালেন 32 জন আফগান মহিলা ফুটবলার ৷ তাঁরা সপরিবার পাকিস্তানে আশ্রয় নিয়েছেন ৷ বুধবার পাকিস্তান সরকার মানবিকতার খাতিরে তাঁদের জরুরিকালীন ভিসা ইস্যু করেছে ৷ প্রসঙ্গত, আফগানিস্তানের মহিলা ফুটবলারদের তালিবানের তরফে হুমকি দেওয়া হচ্ছিল ৷
তবে, আফগানিস্তানের জাতীয় জুনিয়র মহিলা দলের এই ফুটবলারদের পরিবারের সঙ্গে কাতার যাওয়ার কথা ছিল ৷ কাতারে যেখানে 2022 ফিফা বিশ্বকাপের আয়োজন করা হয়েছে, সেই জায়গাগুলিতে আফগান রিফিউজিদের সঙ্গেই তাঁদের কথা ছিল ৷ কিন্তু, কাবুল এয়ারপোর্টে বিস্ফোরণে 13 জন মার্কিন সেনা এবং অন্তত 170 জন আফগানের মৃত্যুর পর তাঁদের কাতারে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায় ৷ আর তার পর থেকেই আফগান মহিলা ফুটবলারদের হুমকি দেওয়া হচ্ছিল ৷
আরও পড়ুন : Champions League: মেসি পরবর্তী সময়ে বায়ার্ন মিউনিখের কাছে হার বার্সার
প্রসঙ্গত, দাওয়ান সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ওই আফগান মহিলারা খেলাধূলার সঙ্গে জড়িত থাকায় তাঁদের লাগাতার প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল তালিবানের তরফে ৷ গত 15 অগস্ট তালিবান কাবুলে প্রবেশ করার পর থেকেই সে দেশের মহিলা ফুটবলাররা আত্মগোপন করে ছিলেন ৷ তবে, তাঁদের তালিবানের নজর এড়িয়ে পাকিস্তানে নিয়ে যাওয়ার এই প্রক্রিয়ায় একটি ব্রিটিশ ফুটবল এনজিও সংস্থার হাত রয়েছে ৷ ওই ব্রিটিশ স্বেচ্ছাসেবী ফুটবল সংস্থা খেলার মাধ্যমে শান্তি স্থাপনের কাজে যুক্ত ৷ সংস্থাটি পাকিস্তান সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে ৷ যেখানে পাকিস্তান ফুটবল ফেডারেশনও যুক্ত ৷ প্রসঙ্গত, পাকিস্তান ফুটবল ফেডারেশন ফিফা অনুমোদিত সংস্থা নয় ৷
আরও পড়ুন : ISL Derby: তৈরি হয়েই ডার্বিতে নামতে চান লালহলুদ 'হেডস্যার'
ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো গত সপ্তাহে দোহা গিয়েছিলেন ৷ সেখানে থাকা আফগান রিফিউজিদের সঙ্গে দেখা করেছিলেন ইনফান্টিনো ৷ তবে, আফগানিস্তানে আটকে থাকা মহিলা ফুটবলারদের উদ্ধার করতে ফিফা কোনও পদক্ষেপ না নেওয়ায়, বিশ্ব ফুটবলের অন্যান্য দেশ সমালোচনা করেছে ৷ 32 জন আফগান মহিলা ফুটবলারকে তাঁদের পরিবার সহ পেশওয়াল থেকে লাহোর নিয়ে যাওয়া হবে ৷ সেখানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে ৷ যেখানে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে ৷
আরও পড়ুন : Ramiz Raja: পিসিবি চেয়ারম্যান হলেন ইমরানের পছন্দের রামিজ রাজা