ETV Bharat / sports

AFC Cup : জয় দিয়ে যাত্রা শুরু, বেঙ্গালুরুকে 2-0-এ হারাল বাগান - atk-mohun bagan

মরসুমের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান ৷ বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারিয়ে এএফসি কাপে যাত্রা শুরু করল তারা ৷ গোল করলেন রয় কৃষ্ণ এবং শুভাশিস বসু ৷

AFC Cup
জয় দিয়ে শুরু করল মোহনবাগান
author img

By

Published : Aug 18, 2021, 8:41 PM IST

মালি, 18 অগস্ট: এএফসি কাপে গোল করা শুরু করে দিলেন সবুজ-মেরুনের "গোল মেশিন" রয় কৃষ্ণ ৷ আজ এএফসি কাপের লিগ ম্যাচে হুগো বুমোসের কর্ণার থেকে ভাসানো বল শুভাশিস বসু হেড করে বাড়িয়ে দিলে ব্যাক হেডে গোল করেন এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার । মরসুমের প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স বাঙালি সাইডব্যাকেরও ৷ রয় কৃষ্ণকে দিয়ে 39 মিনিটে গোল করানো ছাড়াও ছেচল্লিশ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাস থেকে তিনি নিজেই গোল করলেন। ফলে বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারিয়ে এএফসি কাপে যাত্রা শুরু করল এটিকে মোহনবাগান ।

মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে হাবাসের ছেলেরা এএফসি কাপের অংশ নিতে উড়ে গিয়েছে । খেলায় প্রাথমিক জড়তা রয়েছে ৷ যা স্বাভাবিক । তবুও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগান সফল কারণ গোলমুখ খুলতে পেরেছে তারা । হুগো বুমোস প্রাথমিক জড়তা কাটিয়ে দ্রুত মানিয়ে নিয়ে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন । যার ফলে রয় কৃষ্ণের কাজ সহজ হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: চুক্তি স্বাক্ষর নিয়ে দোলাচল অব্যাহত ইস্টবেঙ্গলে

অন্যদিকে বলের দখল বেশি থাকলেও বেঙ্গালুরু এফসির আক্রমণ দানা বাঁধেনি বাঁদিক থেকে আক্রমণে আসা সুনীল ছেত্রী ও ডানদিকে থাকা আক্রমণে ওঠা উদান্ত সিংয়ের নিষ্প্রভতায় । বেঙ্গালুরুর কোচ তাই বাধ্য হয়েই সুনীলকে পরিবর্তন করে লিয়ন অগাস্টিনকে নামাতে বাধ্য হন । দুই গোলে পিছিয়ে পড়ার পরেও বেঙ্গালুরু খেলায় ফেরার চেষ্টা করে । কিন্তু সবুজ-মেরুন মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের ভিড়ে হারিয়ে যায় বেঙ্গালুরু । বিশেষ করে দীপক টাঙরির উজ্জীবিত ফুটবলের জবাব ছিল না বেঙ্গালুরুর আক্রমণ খেলোয়াড়দের কাছে ।

মালদ্বীপের রাজধানী ম্যালের ন্যাশানাল স্টেডিয়ামে এএফসি কাপের প্রথম ম্যাচে জয় হাবাসকে স্বস্তি দেবে । তবে দলের পারফরম্যান্সের চুলচেরা বিচারে সবুজ-মেরুন ব্রিগেডকে প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি। ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস সহ এটিকে মোহনবাগানের পুরো দলটারই জড়তা এখনও কাটেনি । তবুও জয় দিয়েই এএফসি কাপে শুরু করল এটিকে মোহনবাগান । এখন বাকি ম্যাচে খেলার উন্নতি হলে এবং গোলমুখো সাফল্য বজায় থাকলে রয় কৃষ্ণদের পরের রাউন্ডে যাওয়া কঠিন হবে না।

মালি, 18 অগস্ট: এএফসি কাপে গোল করা শুরু করে দিলেন সবুজ-মেরুনের "গোল মেশিন" রয় কৃষ্ণ ৷ আজ এএফসি কাপের লিগ ম্যাচে হুগো বুমোসের কর্ণার থেকে ভাসানো বল শুভাশিস বসু হেড করে বাড়িয়ে দিলে ব্যাক হেডে গোল করেন এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার । মরসুমের প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স বাঙালি সাইডব্যাকেরও ৷ রয় কৃষ্ণকে দিয়ে 39 মিনিটে গোল করানো ছাড়াও ছেচল্লিশ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাস থেকে তিনি নিজেই গোল করলেন। ফলে বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে হারিয়ে এএফসি কাপে যাত্রা শুরু করল এটিকে মোহনবাগান ।

মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে হাবাসের ছেলেরা এএফসি কাপের অংশ নিতে উড়ে গিয়েছে । খেলায় প্রাথমিক জড়তা রয়েছে ৷ যা স্বাভাবিক । তবুও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগান সফল কারণ গোলমুখ খুলতে পেরেছে তারা । হুগো বুমোস প্রাথমিক জড়তা কাটিয়ে দ্রুত মানিয়ে নিয়ে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন । যার ফলে রয় কৃষ্ণের কাজ সহজ হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: চুক্তি স্বাক্ষর নিয়ে দোলাচল অব্যাহত ইস্টবেঙ্গলে

অন্যদিকে বলের দখল বেশি থাকলেও বেঙ্গালুরু এফসির আক্রমণ দানা বাঁধেনি বাঁদিক থেকে আক্রমণে আসা সুনীল ছেত্রী ও ডানদিকে থাকা আক্রমণে ওঠা উদান্ত সিংয়ের নিষ্প্রভতায় । বেঙ্গালুরুর কোচ তাই বাধ্য হয়েই সুনীলকে পরিবর্তন করে লিয়ন অগাস্টিনকে নামাতে বাধ্য হন । দুই গোলে পিছিয়ে পড়ার পরেও বেঙ্গালুরু খেলায় ফেরার চেষ্টা করে । কিন্তু সবুজ-মেরুন মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের ভিড়ে হারিয়ে যায় বেঙ্গালুরু । বিশেষ করে দীপক টাঙরির উজ্জীবিত ফুটবলের জবাব ছিল না বেঙ্গালুরুর আক্রমণ খেলোয়াড়দের কাছে ।

মালদ্বীপের রাজধানী ম্যালের ন্যাশানাল স্টেডিয়ামে এএফসি কাপের প্রথম ম্যাচে জয় হাবাসকে স্বস্তি দেবে । তবে দলের পারফরম্যান্সের চুলচেরা বিচারে সবুজ-মেরুন ব্রিগেডকে প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি। ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস সহ এটিকে মোহনবাগানের পুরো দলটারই জড়তা এখনও কাটেনি । তবুও জয় দিয়েই এএফসি কাপে শুরু করল এটিকে মোহনবাগান । এখন বাকি ম্যাচে খেলার উন্নতি হলে এবং গোলমুখো সাফল্য বজায় থাকলে রয় কৃষ্ণদের পরের রাউন্ডে যাওয়া কঠিন হবে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.