কলকাতা, 9 মে : এশিয়ার একাধিক দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ সেকারণেই এবার এএফসি কাপকে বাতিল করল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ এএফসি কাপ বাতিল হওয়ায় যেন স্বপ্নভঙ্গ হল ফুটবলপ্রেমীদের ৷
করোনার প্রকোপ পড়ছে ক্রীড়াক্ষেত্রে ৷ বাতিল হয়েছে একের পর এক ম্যাচ ৷ আইপিএল 2021-এর পর এএফসি কাপ ৷ স্বাভাবিকভাবেই হতাশ ক্রীড়াপ্রেমীরা ৷ সোমবার সবুজ মেরুন ব্রিগেডের মালদ্বীপ উড়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রথমে দলের দুই ফুটবলার প্রবীর দাস, শেখ সাহিল এবং একজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে । ফলে এএফসি কাপ খেলতে যাওয়ার ব্যাপারে বড় প্রশ্ন চিহ্ন দেখা দেয় । পরে দলের অন্দরে খবর আসে মালদ্বীপে খেলতে যাচ্ছে না এটিকে মোহনবাগানের দল ৷ ফলে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ কিন্তু সব জল্পনায় জল ঢালল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ বাতিল হল এএফসি কাপ ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত প্রবীর-সাহিল, এএফসি কাপ নিয়ে দুশ্চিন্তায় এটিকে মোহনবাগান
ইতিমধ্যে এএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছে গিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এএফসি। তাদের খেলা ছিল স্থানীয় ক্লাব ঈগলস এফসির বিরুদ্ধে। পরবর্তী ম্যাচ হওয়ার কথা ছিল 14 মে। প্রতিপক্ষ ছিল এটিকে মোহনবাগান। হাবাসের দলের পরবর্তী ম্যাচ ছিল 17 মে এবং 20 মে। প্রতিপক্ষ ছিল মাজদা এএফসি এবং বসুন্ধরা এফসি। সেই লক্ষ্যে হাবাস কলকাতায় 26 এপ্রিল থেকে দুসপ্তাহের শিবির করার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু করোনার থাবায় এখন সবকিছুই লন্ডভন্ড। কীভাবে পুরো দল নিয়ে ফিরে আসা হবে সেই চিন্তাই বড় হয়ে দাঁড়িয়েছে ৷