মিলান, 24 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হলেন এসি মিলান স্ট্রাইকার জ়লাটান ইব্রাহিমোভিচ । বৃহস্পতিবার ক্লাবের তরফ এ কথা জানানো হয় । সামনে ইউরোপা লিগে বোডোর বিরুদ্ধে খেলবে এসি মিলান ৷ তার আগে দলের অন্যতম সেরা ফুটবলার কোরোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় এসি মিলান ৷
মিলানের তরেফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন ৷ ইব্রাহিমোভিচকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷ দলের অন্যান্য সদস্য এবং সাপোর্ট স্টাফের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷’’
ইব্রাহিমোভিচ গত মাসেই মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তি স্বাক্ষর করেন ৷ ফলে 2020-21 মরশুমেও মিলানেই খেলবেন তিনি ৷
শেষবার সোমবার সুইডিশ স্ট্রাইকার ইট্যালিয়ান ক্লাবের হয়ে দুটি গোল করেন ৷ তাঁর গোলের সুবাদেই বোলোগনাকে 2-0 গোলে হারায় মিলান ।
মিলান সমস্ত প্রতিযোগিতায় টানা 15 ম্যাচে তাদের অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ৷ ফলে সামনের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের তারা অন্যতম দাবিদার ৷