ETV Bharat / sports

Zomato-Careem Banter: প্লেটে বাবরদের হার সাজিয়ে দিলেন কোহলি, পাক ফুড ডেলিভারি সংস্থাকে খোঁচা জোম্যাটোর - Careem Pakistan

ভারত-পাক (IND vs PAK) মহারণকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় বাক্যালাপে জড়াল দুই দেশের দুই ফুড ডেলিভারি সংস্থা ৷ শুরুটা পাক সংস্থা করলেও শেষটা করল জোম্যাটো (Zomato) ৷

Zomato-Careem Banter
পাক ফুড ডেলিভারি সংস্থাকে খোঁচা জোম্যাটোর
author img

By

Published : Oct 24, 2022, 6:23 PM IST

কলকাতা, 24 অক্টোবর: ঠাট্টা-তামাশার শুরুটা হয়েছিল রবিবার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ৷ ভারতের জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো-র (Zomato) একটি টুইটে মজার প্রত্যুত্তর আসে পাক সংস্থা কারীম-এর (Careem Pakistan) তরফে ৷ দিওয়ালির আবহে উপভোক্তাদের মধ্যে ভারত-পাক ম্যাচের উত্তেজনার স্ফুলিঙ্গ আনতে গতকাল ম্যাচ শুরুর আগে জোম্যাটো লেখে, "সকলের ঘরে লাইট লাগানো হয়েছে?" পালটা কারীম লেখে, "আশা করি তোমরা আগাম দিওয়ালি গিফটের জন্য তৈরি (পড়ুন হার) ৷" এরপরই জমে ওঠে বাক্যালাপ ৷

কারিমকে জবাব দিয়ে জোম্যাটো লেখে, "তোমাদেরকে দিওয়ালির হার্দিক শুভেচ্ছা ৷ মিষ্টি নেবে নাকি চোখের জলেই পেট ভরবে?" এখানেই শেষ হয়নি প্রতিবেশী দু'দেশের দুই ফুড ডেলিভারি অ্যাপের মজার বাক্যালাপ ৷ ম্যাচ শেষ হতেই জোম্যাটোর তরফে একটি টুইট করা হয় ৷ যেখানে লেখা হয়, "প্রিয় পাকিস্তান ৷ হার অর্ডার করেছিলে না ? বিরাট সার্ভিস দিয়ে দিয়েছে ৷"

মেনশন না-করলেও জোম্যাটোর টুইট বাণটি যে কারীম-কে উদ্দেশ্য করেই ছিল, তা বুঝতে বাকি ছিল না ৷ শেষবেলায় জোম্যাটোর সঙ্গে তাই পেরে না উঠে কারীম পালটা লেখে, "আমরা প্রতারণা করে জিততে শিখিনি ৷" গতকাল ম্যাচের অন্তিম ওভারে মহম্মদ নওয়াজের নো-বলটাই পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের ৷ যদিও কোহলির আবেদন করার পর লেগ আম্পায়ার নো-বল সিগন্যাল দেন, এমনই দাবি পাক অনুরাগীদের ৷

আরও পড়ুন: দীপাবলির সেরা উপহার দিয়ে দেশবাসীকে আলোর উৎসবের শুভেচ্ছা কোহলির

যদিও সে সব বিতর্কে পাত্তা দিতে নারাজ টিম ইন্ডিয়া ৷ মেলবোর্নে বিরাট কোহলির (Virat Kohli) মহারাজকীয় প্রত্যাবর্তনের পর আর পিছনে তাকাতে নারাজ তারা ৷ পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই দ্বিতীয়বার ট্রফি জিততে মরিয়া ভারতীয় দল ৷

কলকাতা, 24 অক্টোবর: ঠাট্টা-তামাশার শুরুটা হয়েছিল রবিবার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ৷ ভারতের জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো-র (Zomato) একটি টুইটে মজার প্রত্যুত্তর আসে পাক সংস্থা কারীম-এর (Careem Pakistan) তরফে ৷ দিওয়ালির আবহে উপভোক্তাদের মধ্যে ভারত-পাক ম্যাচের উত্তেজনার স্ফুলিঙ্গ আনতে গতকাল ম্যাচ শুরুর আগে জোম্যাটো লেখে, "সকলের ঘরে লাইট লাগানো হয়েছে?" পালটা কারীম লেখে, "আশা করি তোমরা আগাম দিওয়ালি গিফটের জন্য তৈরি (পড়ুন হার) ৷" এরপরই জমে ওঠে বাক্যালাপ ৷

কারিমকে জবাব দিয়ে জোম্যাটো লেখে, "তোমাদেরকে দিওয়ালির হার্দিক শুভেচ্ছা ৷ মিষ্টি নেবে নাকি চোখের জলেই পেট ভরবে?" এখানেই শেষ হয়নি প্রতিবেশী দু'দেশের দুই ফুড ডেলিভারি অ্যাপের মজার বাক্যালাপ ৷ ম্যাচ শেষ হতেই জোম্যাটোর তরফে একটি টুইট করা হয় ৷ যেখানে লেখা হয়, "প্রিয় পাকিস্তান ৷ হার অর্ডার করেছিলে না ? বিরাট সার্ভিস দিয়ে দিয়েছে ৷"

মেনশন না-করলেও জোম্যাটোর টুইট বাণটি যে কারীম-কে উদ্দেশ্য করেই ছিল, তা বুঝতে বাকি ছিল না ৷ শেষবেলায় জোম্যাটোর সঙ্গে তাই পেরে না উঠে কারীম পালটা লেখে, "আমরা প্রতারণা করে জিততে শিখিনি ৷" গতকাল ম্যাচের অন্তিম ওভারে মহম্মদ নওয়াজের নো-বলটাই পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের ৷ যদিও কোহলির আবেদন করার পর লেগ আম্পায়ার নো-বল সিগন্যাল দেন, এমনই দাবি পাক অনুরাগীদের ৷

আরও পড়ুন: দীপাবলির সেরা উপহার দিয়ে দেশবাসীকে আলোর উৎসবের শুভেচ্ছা কোহলির

যদিও সে সব বিতর্কে পাত্তা দিতে নারাজ টিম ইন্ডিয়া ৷ মেলবোর্নে বিরাট কোহলির (Virat Kohli) মহারাজকীয় প্রত্যাবর্তনের পর আর পিছনে তাকাতে নারাজ তারা ৷ পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই দ্বিতীয়বার ট্রফি জিততে মরিয়া ভারতীয় দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.