পারথ, 27 অক্টোবর: অঘটনের টি-20 বিশ্বকাপে (T20 WC) নয়া সংযোজন পাকিস্তান-জিম্বাবোয়ে ম্যাচ ৷ পারথে রুদ্ধশ্বাস ম্যাচে বাবর আজমের (Babar Azam) দলকে 1 রানে হারাল জিম্বাবোয়ে (Zimbabwe beat Pakistan by 1 run in T20 WC) ৷ ভারতের পর জিম্বাবোয়ের কাছে লাস্ট বল থ্রিলারে হেরে সেমিফাইনালের রাস্তা দুর্গম হল পাকিস্তানের ৷ 130 রান তাড়া করতে নেমে শেষ ওভারে এদিন পাকিস্তানের দরকার ছিল 11 রান ৷ কিন্তু সেই রান ডিফেন্ড করে জিম্বাবোয়ের জয়ের নায়ক ব্র্যাড ইভান্স ৷
তবে কেবল ইভান্স নন, বল হাতে এদিন ক্রেগ এরভিন নেতৃত্বাধীন দলের আরেক নায়ক সিকন্দর রাজা ৷ ইভান্সের পাশাপাশি তিন উইকেট রাজার ঝুলিতেও ৷ পারথে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া জিম্বাবোয়ে ব্য়াট হাতে যদিও বিশেষ সুবিধা করতে পারেনি ৷ মহম্মদ ওয়াসিম, শাদাব খানদের আঁটোসাটো বোলিংয়ের সামনে 8 উইকেটে 130 রান তোলে কোয়ালিফায়ার খেলে মূলপর্বের যোগ্যতা অর্জন করা দলটি ৷ জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক 31 রান করেন সেন উইলিয়ামস ৷
জবাবে রিজওয়ান-বাবর সমৃদ্ধ পাক ব্য়াটিং লাইন-আপ সহজেই রান তুলে দেবে মনে করা হলেও বাস্তবে ঘটল ঠিক উলটোটা ৷ ভারতের বিরুদ্ধে হারের রেশ যে তারা কাটিয়ে উঠতে পারেনি, সেটা বাবর-রিজওয়ানদের ব্যাটিংয়েই স্পষ্ট ৷ আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগায় অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিক-দের উত্তরসূরীরা ৷ শান মাসুদের 44 রান সত্ত্বেও শেষরক্ষা হয়নি 2009 চ্যাম্পিয়নদের ৷ সপ্তম উইকেটে মহম্মদ নওয়াজ এবং মহম্মদ ওয়াসিমের 34 রানের জুটি শিবিরে জয়ের গন্ধ এনে দিলেও টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি বাবররা ৷
আরও পড়ুন: যুবরাজকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকালেন হিটম্যান, কোহলি ভাঙলেন গেইলের রেকর্ড
দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্য়াচে পয়েন্ট ভাগ করে নেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে এক রানে জিতে সেমিফাইনালের দৌড়ে থাকল এরভিনের দল ৷ অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হার পাকিস্তানের সেমিতে প্রবেশের পথে কাঁটা বিছিয়ে দিল বৈকি ৷