ETV Bharat / sports

পূজারার পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিলেন মাস্টার ব্লাস্টার - World Test Championship latest news

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সচিন জানিয়েছেন, চেতেশ্বর পূজারা ভারতের হয়ে খেলতে নেমে যা অর্জন করেছেন তার প্রশংসা করা উচিত ৷ কারণ টেস্ট ক্রিকেটে সবসময় পরিকল্পনা মাফিক সব কিছু সম্ভব নয় এবং বিশেষ করে স্ট্রাইক রেটের ক্ষেত্রে ৷

Cheteshwar Pujaras style of batsmanship is integral to Team Indias success says Sachin Tendulkar
পূজারার পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিলেন মাস্টার ব্লাস্টার
author img

By

Published : Jun 15, 2021, 6:37 PM IST

নয়াদিল্লি, 15 জুন : এবার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) হয়ে তাঁর সমালোচকদের জবাব দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ পূজারার ব্যাটিং করার ধরন ভারতীয় দলের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন সচিন ৷ এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, যাঁরা নিজেদের ক্রিকেট কেরিয়ারে সাফল্য পাননি, বিশেষ করে পূজারার ধারে কাছেও যেতে পারেননি তাঁদের এ নিয়ে বিশেষ ভাবার প্রয়োজন নেই ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) 3 দিন আগে ভারতীয় টেস্ট দলের তিন নম্বর ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়ে তাঁর সমালোচকদের এভাবেই জবাব দিলেন সচিন তেন্ডুলকর ৷

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) স্লো ব্যাটিং এর সমালোচনা শোনা গিয়েছিল অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মুখেই ৷ স্কোর বোর্ড না চালাতে পারায় পূজারাকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন অনেকে ৷ কিন্তু, উল্টো দিকে পূজারার সেই স্লথগতির ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল বলে মনে করেন অনেকে ৷ আর তাঁদের মধ্যে একজন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷

আরও পড়ুন : WTC Final : ফিরলেন উইলিয়ামসন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজ়িল্যান্ডের

সংবাদ সংস্থার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সচিন জানিয়েছেন, তিনি মনে করেন চেতেশ্বর পূজারা ভারতের হয়ে খেলতে নেমে যা অর্জন করেছেন তার প্রশংসা করা উচিত ৷ কারণ টেস্ট ক্রিকেটে সবসময় পরিকল্পনা মাফিক সব কিছু সম্ভব নয় এবং বিশেষ করে স্ট্রাইক রেটের ক্ষেত্রে ৷ কারণ টেস্ট ক্রিকেটে ভিন্ন ধরণের পরিকল্পনা এবং ভিন্ন ধরণের ক্রিকেটার দলে প্রয়োজন হয় ৷ বিষয়টিকে হাতের পাঁচ আঙুলের সঙ্গে তুলনা করেছে মাস্টার ব্লাস্টার ৷ তাঁর কথায়, বিষয়টি অনেকটাই হাতের পাঁচটি আঙুলের মতো ৷ যেখানে হাতের পাঁচটি আঙুলের আলাদা আলাদা কাজ রয়েছে ৷ তেমনি পূজারা ভারতীয় দলে কাজটা অন্যরকম ৷ আর তাঁর সেই ভূমিকা ভারতের সাফল্যের অন্যতম কারণ ৷

আরও পড়ুন : ‘‘সেট হও এবং দেরিতে খেলো’’, ইংল্যান্ডে সফল হতে রাহানের গুরুমন্ত্র!

স্পষ্ট ভাষায় সচিন জানিয়েছেন, চেতেশ্বর পূজারা ব্যাট হাতে মাঠে যা করেন, তার জন্যই পূজারাকে তিনি পছন্দ করেন ৷ আর তাই চেতেশ্বর পূজারার প্রতিটি ইনিংস খুঁটিয়ে না দেখে, তিনি ভারতের হয়ে যা করেছেন তার জন্য প্রশংসা করা উচিত বলে মনে করেন সচিন তেন্ডুলকর ৷ এর পরেই পূজারার সমালোচকদের একহাত নেন তিনি ৷ বলেন, ‘‘যাঁরা তাঁর ব্যাটিং কৌশল এবং রোটেশন নিয়ে গভীরে খনন করছেন, আমি মনে করি না তাঁরা পূজারার মতো অত উচ্চ স্তরের ক্রিকেট কখনও খেলেছেন বলে’’ ৷

আরও পড়ুন :WTC Final : কে এগিয়ে, কে পিছিয়ে : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই অধিনায়

তবে, সচিন মনে করেন লোকজনের এই চিন্তাধারার বদলের পিছনে অন্যতম কারণ টি-20 ক্রিকেট ৷ যেখানে মাত্র একটাই কৌশল ব্যবহার হয় ৷ বলকে মেরে মাঠের বাইরে করে দাও ৷ আর তাঁরা সেটাকেই গ্রহণ করে নিয়েছে বলে মনে করেন মাস্টার ব্লাস্টার ৷ আর তাই তাঁরা টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য এখনও বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর ৷

নয়াদিল্লি, 15 জুন : এবার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) হয়ে তাঁর সমালোচকদের জবাব দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ পূজারার ব্যাটিং করার ধরন ভারতীয় দলের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন সচিন ৷ এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, যাঁরা নিজেদের ক্রিকেট কেরিয়ারে সাফল্য পাননি, বিশেষ করে পূজারার ধারে কাছেও যেতে পারেননি তাঁদের এ নিয়ে বিশেষ ভাবার প্রয়োজন নেই ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) 3 দিন আগে ভারতীয় টেস্ট দলের তিন নম্বর ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়ে তাঁর সমালোচকদের এভাবেই জবাব দিলেন সচিন তেন্ডুলকর ৷

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) স্লো ব্যাটিং এর সমালোচনা শোনা গিয়েছিল অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মুখেই ৷ স্কোর বোর্ড না চালাতে পারায় পূজারাকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন অনেকে ৷ কিন্তু, উল্টো দিকে পূজারার সেই স্লথগতির ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল বলে মনে করেন অনেকে ৷ আর তাঁদের মধ্যে একজন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷

আরও পড়ুন : WTC Final : ফিরলেন উইলিয়ামসন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজ়িল্যান্ডের

সংবাদ সংস্থার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সচিন জানিয়েছেন, তিনি মনে করেন চেতেশ্বর পূজারা ভারতের হয়ে খেলতে নেমে যা অর্জন করেছেন তার প্রশংসা করা উচিত ৷ কারণ টেস্ট ক্রিকেটে সবসময় পরিকল্পনা মাফিক সব কিছু সম্ভব নয় এবং বিশেষ করে স্ট্রাইক রেটের ক্ষেত্রে ৷ কারণ টেস্ট ক্রিকেটে ভিন্ন ধরণের পরিকল্পনা এবং ভিন্ন ধরণের ক্রিকেটার দলে প্রয়োজন হয় ৷ বিষয়টিকে হাতের পাঁচ আঙুলের সঙ্গে তুলনা করেছে মাস্টার ব্লাস্টার ৷ তাঁর কথায়, বিষয়টি অনেকটাই হাতের পাঁচটি আঙুলের মতো ৷ যেখানে হাতের পাঁচটি আঙুলের আলাদা আলাদা কাজ রয়েছে ৷ তেমনি পূজারা ভারতীয় দলে কাজটা অন্যরকম ৷ আর তাঁর সেই ভূমিকা ভারতের সাফল্যের অন্যতম কারণ ৷

আরও পড়ুন : ‘‘সেট হও এবং দেরিতে খেলো’’, ইংল্যান্ডে সফল হতে রাহানের গুরুমন্ত্র!

স্পষ্ট ভাষায় সচিন জানিয়েছেন, চেতেশ্বর পূজারা ব্যাট হাতে মাঠে যা করেন, তার জন্যই পূজারাকে তিনি পছন্দ করেন ৷ আর তাই চেতেশ্বর পূজারার প্রতিটি ইনিংস খুঁটিয়ে না দেখে, তিনি ভারতের হয়ে যা করেছেন তার জন্য প্রশংসা করা উচিত বলে মনে করেন সচিন তেন্ডুলকর ৷ এর পরেই পূজারার সমালোচকদের একহাত নেন তিনি ৷ বলেন, ‘‘যাঁরা তাঁর ব্যাটিং কৌশল এবং রোটেশন নিয়ে গভীরে খনন করছেন, আমি মনে করি না তাঁরা পূজারার মতো অত উচ্চ স্তরের ক্রিকেট কখনও খেলেছেন বলে’’ ৷

আরও পড়ুন :WTC Final : কে এগিয়ে, কে পিছিয়ে : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই অধিনায়

তবে, সচিন মনে করেন লোকজনের এই চিন্তাধারার বদলের পিছনে অন্যতম কারণ টি-20 ক্রিকেট ৷ যেখানে মাত্র একটাই কৌশল ব্যবহার হয় ৷ বলকে মেরে মাঠের বাইরে করে দাও ৷ আর তাঁরা সেটাকেই গ্রহণ করে নিয়েছে বলে মনে করেন মাস্টার ব্লাস্টার ৷ আর তাই তাঁরা টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য এখনও বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.