ETV Bharat / sports

Writtick Chatterjee in PBKS : আইপিএল গ্রহে ঢুকেছেন বাংলার ঋত্বিক, উচ্ছ্বসিত পরিবার - Writtick Chatterjee got chance in IPL

অলরাউন্ডার হিসাবে বাংলার দলের হয়ে খেলেন ঋত্বিক । ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি, স্পিনের জালে নিয়মিত উইকেটও তোলেন ৷ বেস প্রাইস 20 লক্ষ টাকায় তাঁকে কিনেছে পঞ্জাব কিংস (PBKS buy Bengal cricketer Writtick Chatterjee) ।

Punjab Kings
আইপিএল গ্রহে ঢুকেছেন বাংলার ঋত্বিক
author img

By

Published : Feb 15, 2022, 9:05 AM IST

বারাসত, 15 ফেব্রুয়ারি : আইপিএলে সুযোগ পেয়েছেন বারাসতের ঋত্বিক চট্টোপাধ্যায় । উপেক্ষার যন্ত্রণা সইতে সইতেই দেশের সর্বোচ্চ ক্রিকেট গ্রহে ঢুকে পড়েছেন বাংলার অলরাউন্ডার ৷ নিলামের দ্বিতীয় দিনে তাঁকে কিনেছে পঞ্জাব কিংস (Writtick Chatterjee in PBKS ) ৷ বাংলার হয়ে রনজি ট্রফি খেলতে এই মুহূর্তে ভিন রাজ্যে রয়েছেন ঋত্বিক । ফলে বারাসতের বাড়িতে তাঁকে পাওয়া না গেলেও ঋত্বিকের পরিবার যে উচ্ছ্বসিত তা ইটিভি ভারতকে জানাতে ভোলেননি দাদা ঋতম চট্টোপাধ্যায় ( Writtick Chatterjee got chance in IPL) ।

ঋতম বলেন, ‘‘সাড়ে চার বছর বয়সে ভাইয়ের ক্রিকেটে হাতেখড়ি । 24 বছরের ক্রিকেট জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে । তবে সবসময় চেষ্টা করেছে ভাল ক্রিকেট উপহার দিতে । বাংলার হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে একের পর এক সেরা ইনিংস খেলেছে ৷ রঞ্জি খেলে পঞ্জাব কিংস দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ঋত্বিকের ।’’

বেস প্রাইস 20 লক্ষ টাকায় ঋত্বিককে কিনেছে পঞ্জাব কিংস

আরও পড়ুন : ব্যক্তিগত কারণেই বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছেন ঋদ্ধিমান, বলছেন বাংলার নির্বাচক শুভময় দাস

অলরাউন্ডার হিসাবে বাংলার দলের হয়ে খেলেন ঋত্বিক । ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি, স্পিনের জালে নিয়মিত উইকেটও তোলেন তিনি ৷ ফিল্ডিংয়েও ভরসা জোগাতে পারদর্শী ৷ এহেন ঋত্বিকই গত কয়েকবছর ধরে আইপিএলে ব্রাত্য ছিলেন ৷ এবার মেগা নিলামে বেস প্রাইস 20 লক্ষ টাকা দর দিয়ে তাঁকে কিনেছে পঞ্জাব কিংস ।

বারাসত, 15 ফেব্রুয়ারি : আইপিএলে সুযোগ পেয়েছেন বারাসতের ঋত্বিক চট্টোপাধ্যায় । উপেক্ষার যন্ত্রণা সইতে সইতেই দেশের সর্বোচ্চ ক্রিকেট গ্রহে ঢুকে পড়েছেন বাংলার অলরাউন্ডার ৷ নিলামের দ্বিতীয় দিনে তাঁকে কিনেছে পঞ্জাব কিংস (Writtick Chatterjee in PBKS ) ৷ বাংলার হয়ে রনজি ট্রফি খেলতে এই মুহূর্তে ভিন রাজ্যে রয়েছেন ঋত্বিক । ফলে বারাসতের বাড়িতে তাঁকে পাওয়া না গেলেও ঋত্বিকের পরিবার যে উচ্ছ্বসিত তা ইটিভি ভারতকে জানাতে ভোলেননি দাদা ঋতম চট্টোপাধ্যায় ( Writtick Chatterjee got chance in IPL) ।

ঋতম বলেন, ‘‘সাড়ে চার বছর বয়সে ভাইয়ের ক্রিকেটে হাতেখড়ি । 24 বছরের ক্রিকেট জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে । তবে সবসময় চেষ্টা করেছে ভাল ক্রিকেট উপহার দিতে । বাংলার হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে একের পর এক সেরা ইনিংস খেলেছে ৷ রঞ্জি খেলে পঞ্জাব কিংস দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ঋত্বিকের ।’’

বেস প্রাইস 20 লক্ষ টাকায় ঋত্বিককে কিনেছে পঞ্জাব কিংস

আরও পড়ুন : ব্যক্তিগত কারণেই বাংলা দল থেকে সরে দাঁড়িয়েছেন ঋদ্ধিমান, বলছেন বাংলার নির্বাচক শুভময় দাস

অলরাউন্ডার হিসাবে বাংলার দলের হয়ে খেলেন ঋত্বিক । ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি, স্পিনের জালে নিয়মিত উইকেটও তোলেন তিনি ৷ ফিল্ডিংয়েও ভরসা জোগাতে পারদর্শী ৷ এহেন ঋত্বিকই গত কয়েকবছর ধরে আইপিএলে ব্রাত্য ছিলেন ৷ এবার মেগা নিলামে বেস প্রাইস 20 লক্ষ টাকা দর দিয়ে তাঁকে কিনেছে পঞ্জাব কিংস ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.