মুম্বই, 26 জুন : আগামী 17 অক্টোবর থেকে শুরু হতে চলেছে 2021 টি-20 বিশ্বকাপ ৷ তবে ভারতে নয়, বিশ্বকাপের আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে ৷ যদিও আয়োজনের পুরো দায়িত্ব ভারতীয় বোর্ডের ৷ সম্প্রতি যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে আইপিএল-2021 -এর ফাইনাল ম্যাচের দু’দিন পর বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর ৷
17 অক্টোবর থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে 14 নভেম্বর ৷ সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী 2021 সালের আইপিএলের বাকি অংশ শুরু হবে সেপ্টেম্বরের 19 তারিখ থেকে ৷ চলবে অক্টোবর 15 তারিখ পর্যন্ত ৷ ভারতে বায়ো বাবলের মধ্যে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয় আয়োজকদের ৷
আসন্ন টি-20 বিশ্বকাপটি হতে চলেছে 16 দলের ৷ ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী রাউন্ড 1 হবে 12 টি ম্যাচ ৷ যেখানে অংশ নেবে 8টি দল ৷ সেখান থেকে 4টি দল সুপার 12এর জন্য যোগ্যতা অর্জন করবে ৷ তারা টি-20 ব়্যাঙ্কিংয়ের প্রথম 8টি দলের সঙ্গে যোগ দেবে ৷
রাউন্ড 1 খেলবে যে চারটি দল তারা হল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি ৷ এদের মধ্যে প্রথম চারটি দল পরের রাউন্ড বা সুপার 12-এ যাবে ৷
আরও পড়ুন : এক বিশ্বজয়ের গল্প
সুপার 12-এ মোট 30টি ম্যাচ হবে ৷ অক্টোবরের 24 তারিখ থেকে সেই ম্যাচগুলির খেলা শুরু হবে আবুধাবি, দুবাই ও শারজায় ৷ সুপার 12-এর পর তিনটি প্লে-অফের খেলা, দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ খেলা হবে ৷