দুবাই, 14 জুন : আর মাত্র চারদিন বাকি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়চড় করে বাড়ছে ৷ ভারত নাকি নিউজিল্যান্ড, সম্ভাব্য কার হাতে উঠবে টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা (ট্রফি) তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ৷ তার মধ্য়েই বিজয়ী দল কত টাকার আর্থিক পুরস্কার পাবে তা জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ আইসিসি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণ জয়ী টিম পাবে 1.6 মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক পুরস্কার ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 11 কোটি 71 লাখ 72 হাজার টাকা ৷
অর্থাৎ, সাউদাম্পটনে কেন উইলিয়ামসন বাহিনীকে পরাস্ত করতে পারলে কোটি কোটি টাকা ঢুকবে কোহলিদের পকেটে ৷ তবে পরাজিত টিম একেবারে খালি হাতে ফিরবে তা নয় ৷ ট্রফি না জিতলেও প্রায় দুই বছর ধরে চলা 9 দলের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করার জন্য রানার্স টিম পাবে 800,000 মার্কিন ডলারের আর্থিক পুরস্কার ৷
আরও পড়ুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে যুগ্ম বিজয়ী : আইসিসি
তৃতীয় স্থানাধিকারী পাবে 450,000 মার্কিন ডলার অর্থ পুরস্কার ৷ তালিকায় চতুর্থ স্থানাধিকারী 350,000 ও পঞ্চম স্থানাধিকারী 200,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার পাবে ৷ বাকি চারটি টিমের মধ্যে 100,000 মার্কিন ডলার মূল্য ভাগ করে দেওয়া হবে ৷ ফাইনাল জিতলে স্বাভাবিকভাবেই সেই দল আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষে উঠবে ৷ যদি ফাইনাল ড্র অথবা টাই হয় তাহলে দুটি দলের মধ্যে পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে ৷ সেক্ষেত্রে দুটি দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে ৷