ETV Bharat / sports

Harbhajan Singh : "বিভিন্ন দল থেকে প্রস্তাব পেয়েছি", রাজনীতিতে যোগের সম্ভাবনা উসকে দিলেন ভাজ্জি - Will serve Punjab maybe via politics says harbhajan singh

সবরকম ক্রিকেট থেকে অবসর ঘোষণার 24 ঘণ্টার মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিজেই উসকে দিলেন হরভজন সিং (Will serve Punjab maybe via politics says Harbhajan Singh) ৷

harbhajan singh
হরভজন সিং
author img

By

Published : Dec 25, 2021, 5:05 PM IST

চণ্ডীগড়, 25 ডিসেম্বর : ভারতের অন্যতম সফল স্পিনারদের মধ্যে একজন তিনি ৷ একদিন আগেই বাইশ গজকে বিদায় জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটার হরভজন সিং ৷ সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণার 24 ঘণ্টার মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা উসকে দিলেন ভাজ্জি (Harbhajan Singh) ৷ জানান, তাঁর রাজ্য পঞ্জাবের জন্য কিছু করতে চান ৷ সেটা রাজনীতির মধ্য দিয়েও হতে পারে ৷ ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে ৷

হরভজনের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা কিছুদিন ধরেই ঘুরছে ৷ আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু, হরভজনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সম্ভাবনাময় একটি ছবি ৷ শাইনিং স্টার ভাজ্জির সঙ্গে ৷" ছবি ভাইরাল হতেই 41 বছরের ক্রিকেটারের কংগ্রেসে যোগদানের জল্পনা প্রবল হয়ে ওঠে ৷ এরপর শোনা যায়, হরভজন ও যুবরাজ সিং একযোগে বিজেপিতে যাচ্ছেন ৷ যদিও সেই খবরটি ফেক বলে নিজেই জানান ৷ তবে অবসর গ্রহণের একদিনের ম্ধযে আগাম পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে এনে জল্পনা বাড়িয়ে দিয়েছেন খোদ তিনিই ৷

আরও পড়ুন : Harbhajan singh Retires : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ভাজ্জির

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে টেস্টে চারশোর বেশি উইকেটের মালিক বলেছেন, "প্রতিটি দলের নেতাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে ৷ রাজনীতিতে যোগ দিলে সবাইকে জানিয়ে তা করব ৷ পঞ্জাবের সেবা করতে চাই (Will serve Punjab maybe via politics says Harbhajan Singh) ৷ সেটা রাজনীতির মধ্য দিয়ে হলেও হতে পারে ৷" তিনি আরও বলেন, "বিভিন্ন পার্টি থেকে আমার কাছে প্রস্তাব এসেছে ৷ কিন্তু এই বিষয়ে এখনও কিছু ভাবিনি ৷ ভেবেচিন্তে তারপর এগোব ৷"

আরও পড়ুন : Former Goal Keeper Sanath Seth dies : প্রয়াত কিংবদন্তি গোলরক্ষক সনৎ শেঠ

নভজ্যোত সিং সিধুর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গেও মুখ খুলেছেন টার্বুনেটর ৷ একজন ক্রিকেটার হিসেবে তিনি সিধুর সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন ৷ যদিও এতে তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা শেষ হওয়ার নয় ৷ কোন দলে যোগ দিচ্ছেন সেই বিষয়ে খোলসা না করলেও পঞ্জাবের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাজ্জির ক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণ কোনও কাকতালীয় ব্যাপার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

চণ্ডীগড়, 25 ডিসেম্বর : ভারতের অন্যতম সফল স্পিনারদের মধ্যে একজন তিনি ৷ একদিন আগেই বাইশ গজকে বিদায় জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটার হরভজন সিং ৷ সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণার 24 ঘণ্টার মধ্যে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা উসকে দিলেন ভাজ্জি (Harbhajan Singh) ৷ জানান, তাঁর রাজ্য পঞ্জাবের জন্য কিছু করতে চান ৷ সেটা রাজনীতির মধ্য দিয়েও হতে পারে ৷ ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে ৷

হরভজনের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা কিছুদিন ধরেই ঘুরছে ৷ আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু, হরভজনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সম্ভাবনাময় একটি ছবি ৷ শাইনিং স্টার ভাজ্জির সঙ্গে ৷" ছবি ভাইরাল হতেই 41 বছরের ক্রিকেটারের কংগ্রেসে যোগদানের জল্পনা প্রবল হয়ে ওঠে ৷ এরপর শোনা যায়, হরভজন ও যুবরাজ সিং একযোগে বিজেপিতে যাচ্ছেন ৷ যদিও সেই খবরটি ফেক বলে নিজেই জানান ৷ তবে অবসর গ্রহণের একদিনের ম্ধযে আগাম পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে এনে জল্পনা বাড়িয়ে দিয়েছেন খোদ তিনিই ৷

আরও পড়ুন : Harbhajan singh Retires : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ভাজ্জির

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে টেস্টে চারশোর বেশি উইকেটের মালিক বলেছেন, "প্রতিটি দলের নেতাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে ৷ রাজনীতিতে যোগ দিলে সবাইকে জানিয়ে তা করব ৷ পঞ্জাবের সেবা করতে চাই (Will serve Punjab maybe via politics says Harbhajan Singh) ৷ সেটা রাজনীতির মধ্য দিয়ে হলেও হতে পারে ৷" তিনি আরও বলেন, "বিভিন্ন পার্টি থেকে আমার কাছে প্রস্তাব এসেছে ৷ কিন্তু এই বিষয়ে এখনও কিছু ভাবিনি ৷ ভেবেচিন্তে তারপর এগোব ৷"

আরও পড়ুন : Former Goal Keeper Sanath Seth dies : প্রয়াত কিংবদন্তি গোলরক্ষক সনৎ শেঠ

নভজ্যোত সিং সিধুর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গেও মুখ খুলেছেন টার্বুনেটর ৷ একজন ক্রিকেটার হিসেবে তিনি সিধুর সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন ৷ যদিও এতে তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা শেষ হওয়ার নয় ৷ কোন দলে যোগ দিচ্ছেন সেই বিষয়ে খোলসা না করলেও পঞ্জাবের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাজ্জির ক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণ কোনও কাকতালীয় ব্যাপার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.