ETV Bharat / sports

Ind vs WI 2nd ODI Toss : ফের ব্যর্থ বিরাট, 43 রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

author img

By

Published : Feb 9, 2022, 1:57 PM IST

Updated : Feb 9, 2022, 2:55 PM IST

দ্বিতীয় ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies wins the toss and opted to bowl In the 2nd ODI) ৷ প্রথম ম্যাচ না-খেলেও দ্বিতীয় ম্যাচেই দলে ফিরছেন ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুল ৷

Ind vs WI 2nd ODI Toss
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ, দলে ফিরলেন রাহুল

আমেদাবাদ, 9 ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর বুধবার আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে রোহিতবাহিনী ৷ টস জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান (West Indies wins the toss and opted to bowl In the 2nd ODI) ৷ তবে ভারতের শুরুটা ভাল হয়নি ৷ শুরুতেই ড্রেসিংরুমে ফেরেন ক্যাপ্টেন রোহিত ৷ ফের ব্যর্থ বিরাট কোহলি ৷ মাত্র 18 রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ এ নিয়ে টানা 20 সেঞ্চুরিহীন কোহলি ৷

লোকেশ রাহুল দলে ফিরলেও রোহিতের সঙ্গে এই ইনিংস শুরু করেন ঋষভ পন্থ ৷ ওপেনিংয়ে ডানহাতি ও বাঁ-হাতি জুটিকে ভাঙেননি হিটম্যান ৷ ফলে চার নম্বরে ব্যাট করতে নামেন রাহুল

আরও পড়ুন: কার জায়গায় প্রথম একাদশে রাহুল ? দ্বিতীয় একদিনের আগে বড় চিন্তা ভারতের

ভারত চেয়েছিল বুধবারও রোহিতের ব্যাট ঠিক আগের দিনের মতই জ্বলে উঠুক ৷ ঘরের মাঠে সিরিজ জিততে যা অবশ্যই প্রয়োজন ৷ তবে পরিকল্পনা বুধবার মোটেই ভালভাবেই মোটেই খুব ফলপ্রসু হয়নি ৷ কারণ একদিকে যেমন শুরুতেই 5 রানে প্য়াভিলিয়েনে ফিরেছেন হিটম্যান তেমনি ব্য়র্থ বিরাট কোহলি এবং ঋষভ পন্থও ৷ ওডেন স্মিথের বলে দুজনেই সাজঘরে ফিরেছেন 18 রানের ইনিংস খেলে ৷ ফলত শুরুতেই 3 উইকেটি খুইয়ে আপাতত পতন সামলাতে ব্যাস্ত মেন ইন ব্লু ৷ শেষ পাওয়া খবর অবধি এইমুহূর্তে 14 ওভারে ভারতের সংগ্রহ 46 রান ৷ ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব এবং রাহুল ৷

আমেদাবাদ, 9 ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর বুধবার আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে রোহিতবাহিনী ৷ টস জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান (West Indies wins the toss and opted to bowl In the 2nd ODI) ৷ তবে ভারতের শুরুটা ভাল হয়নি ৷ শুরুতেই ড্রেসিংরুমে ফেরেন ক্যাপ্টেন রোহিত ৷ ফের ব্যর্থ বিরাট কোহলি ৷ মাত্র 18 রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ এ নিয়ে টানা 20 সেঞ্চুরিহীন কোহলি ৷

লোকেশ রাহুল দলে ফিরলেও রোহিতের সঙ্গে এই ইনিংস শুরু করেন ঋষভ পন্থ ৷ ওপেনিংয়ে ডানহাতি ও বাঁ-হাতি জুটিকে ভাঙেননি হিটম্যান ৷ ফলে চার নম্বরে ব্যাট করতে নামেন রাহুল

আরও পড়ুন: কার জায়গায় প্রথম একাদশে রাহুল ? দ্বিতীয় একদিনের আগে বড় চিন্তা ভারতের

ভারত চেয়েছিল বুধবারও রোহিতের ব্যাট ঠিক আগের দিনের মতই জ্বলে উঠুক ৷ ঘরের মাঠে সিরিজ জিততে যা অবশ্যই প্রয়োজন ৷ তবে পরিকল্পনা বুধবার মোটেই ভালভাবেই মোটেই খুব ফলপ্রসু হয়নি ৷ কারণ একদিকে যেমন শুরুতেই 5 রানে প্য়াভিলিয়েনে ফিরেছেন হিটম্যান তেমনি ব্য়র্থ বিরাট কোহলি এবং ঋষভ পন্থও ৷ ওডেন স্মিথের বলে দুজনেই সাজঘরে ফিরেছেন 18 রানের ইনিংস খেলে ৷ ফলত শুরুতেই 3 উইকেটি খুইয়ে আপাতত পতন সামলাতে ব্যাস্ত মেন ইন ব্লু ৷ শেষ পাওয়া খবর অবধি এইমুহূর্তে 14 ওভারে ভারতের সংগ্রহ 46 রান ৷ ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব এবং রাহুল ৷

Last Updated : Feb 9, 2022, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.