ETV Bharat / sports

WI vs IND 2nd T20I Preview: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে ভারতের চিন্তা মিডল-অর্ডার ব্যাটিং - Rohit Sharma

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে খেলতে নামবে ভারত (West Indies vs India 2nd T20 International Preview) ৷ তার আগে মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ তবে, বোলারদের পারফর্মেন্সে খুশি কোচিং টিম ৷

West Indies vs India 2nd T20 International Preview
West Indies vs India 2nd T20 International Preview
author img

By

Published : Jul 31, 2022, 8:42 PM IST

সেন্ট কিটস, 31 জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে দাপট দেখিয়েছে ভারত (West Indies vs India) ৷ সোমবার দ্বিতীয় টি-20তেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া রোহিত শর্মারা (West Indies vs India 2nd T20 International Preview) ৷ চলতি সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই ৷ ফলে অপেক্ষাকৃত তরুণ ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি কোচ রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে বোলিং বিভাগ ৷

কিন্তু ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা ফের একবার চিন্তা হয়ে দাঁড়িয়েছে কোচ এবং অধিনায়কের জন্য ৷ বিশেষ করে, শ্রেয়স আইয়ারের ধারাবাহিকতার অভাব মিডল-অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ে চাপ তৈরি করছে ৷ প্রথম ম্যাচেও মাঝের ওভারে রান করতে ব্যর্থ হয়েছে ভারত ৷ আর তার মূল কারণ, একের পর এক উইকেটের পতন ৷ একদিকে রোহিত শর্মা দাঁড়িয়ে থাকলেও, শট বাছাইয়ের ভুলে উইকেট দিয়ে এসেছেন ঋষভ, হার্দিক, হুডা এবং জাদেজা ৷

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেটা সবচেয়ে স্বস্তির, তা হল সাত নম্বরে নামা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিকের ফর্ম ৷ ত্রিনিদাদ ম্যাচে শেষ তিন ওভারে কার্তিকের ঝোড়ো ব্যাটিং স্কোরবোর্ডে 190 রান তুলতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ৷ পাশাপাশি এই সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ব্যাট হাতে মাত্র 13 রান করলেও, বল হাতে ছন্দেই দেখিয়েছে ভারতীয় অফিকে ৷

আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্বে ধাওয়ান, দলে ফিরলেন দীপক-ওয়াশিংটন

পাশাপাশি, ভারতীয় বোলিংও প্রথম ম্যাচে সবচেয়ে বড় পজিটিভ রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার কাছে ৷ ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই এবং রবীন্দ্র জাদেজা সকলেই ছন্দে রয়েছেন ৷ উপরি পাওনা হার্দিক পান্ডিয়ার গতি ৷ যা চোট থেকে সুস্থ হওয়ার পর অনেকটাই বেড়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে দাপট দেখিয়েছে ভারত ৷ সোমবার দ্বিতীয় টি-20তেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া রোহিত শর্মারা ৷ এই সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই ৷ ফলে অপেক্ষাকৃত তরুণ ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি কোচ রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে অধিনায়ক রোহিত এবং দীনেশ কার্তিকের পারফরম্যান্সে ৷

সেন্ট কিটস, 31 জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে দাপট দেখিয়েছে ভারত (West Indies vs India) ৷ সোমবার দ্বিতীয় টি-20তেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া রোহিত শর্মারা (West Indies vs India 2nd T20 International Preview) ৷ চলতি সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই ৷ ফলে অপেক্ষাকৃত তরুণ ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি কোচ রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে বোলিং বিভাগ ৷

কিন্তু ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা ফের একবার চিন্তা হয়ে দাঁড়িয়েছে কোচ এবং অধিনায়কের জন্য ৷ বিশেষ করে, শ্রেয়স আইয়ারের ধারাবাহিকতার অভাব মিডল-অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ে চাপ তৈরি করছে ৷ প্রথম ম্যাচেও মাঝের ওভারে রান করতে ব্যর্থ হয়েছে ভারত ৷ আর তার মূল কারণ, একের পর এক উইকেটের পতন ৷ একদিকে রোহিত শর্মা দাঁড়িয়ে থাকলেও, শট বাছাইয়ের ভুলে উইকেট দিয়ে এসেছেন ঋষভ, হার্দিক, হুডা এবং জাদেজা ৷

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেটা সবচেয়ে স্বস্তির, তা হল সাত নম্বরে নামা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিকের ফর্ম ৷ ত্রিনিদাদ ম্যাচে শেষ তিন ওভারে কার্তিকের ঝোড়ো ব্যাটিং স্কোরবোর্ডে 190 রান তুলতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ৷ পাশাপাশি এই সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ব্যাট হাতে মাত্র 13 রান করলেও, বল হাতে ছন্দেই দেখিয়েছে ভারতীয় অফিকে ৷

আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্বে ধাওয়ান, দলে ফিরলেন দীপক-ওয়াশিংটন

পাশাপাশি, ভারতীয় বোলিংও প্রথম ম্যাচে সবচেয়ে বড় পজিটিভ রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার কাছে ৷ ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই এবং রবীন্দ্র জাদেজা সকলেই ছন্দে রয়েছেন ৷ উপরি পাওনা হার্দিক পান্ডিয়ার গতি ৷ যা চোট থেকে সুস্থ হওয়ার পর অনেকটাই বেড়েছে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে দাপট দেখিয়েছে ভারত ৷ সোমবার দ্বিতীয় টি-20তেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া রোহিত শর্মারা ৷ এই সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই ৷ ফলে অপেক্ষাকৃত তরুণ ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি কোচ রাহুল দ্রাবিড় ৷ বিশেষ করে অধিনায়ক রোহিত এবং দীনেশ কার্তিকের পারফরম্যান্সে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.