পোর্ট অফ স্পেন, 22 জুলাই: দলে নেই বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মার মতো বড় নাম ৷ অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামল ভারত (shikhar dhawan is leading India) ৷ পোর্ট অফ স্পেনে প্রথম ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল নিকোলাস পুরাণের দল ৷ খেলতে নামার আগে প্রথম একাদশ বাছতে গিয়ে কিছুটা সমস্যাতেও পড়েছিল ভারতীয় থিঙ্কট্য়াঙ্ক ৷ হাঁটুতে চোট থাকায় তিন ম্যাচের সিরিজে প্রথম দুটোতেই খেলবেন না রবীন্দ্র জাদেজা ৷ পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মাঠে নামতে পারছেন না ক্যারাবিয়ান দলের অল-রাউন্ডার জেসন হোল্ডারও ৷ অন্যদিকে প্রথম একদিনের ম্যাচে সঞ্জু সামসন থেকে শ্রেয়স আইয়ারকে দলে পেয়েছে ভারত ৷
আরও পড়ুন: শফিকের অপরাজিত দেড়শো, রেকর্ড রান তাড়া করে গল টেস্ট জয় পাকিস্তানের
শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়ার আগে ব্রিটিশ বাহিনীকে কুপোকাত করেছে ভারতীয় দল ৷ ইংল্যান্ডে তিন ম্যাচের একদিনের সিরিজে 2-1 ফলে জিতেছে ভারত ৷ ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থের শতরানের সাহায্যে সিরিজ দখল করে ভারত ৷ অন্য ম্যাচে নজর কেড়েছিলেন হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে যশপ্রীত বুমরারা ৷
এদিকে দীর্ঘদিন ধরেই ফর্মে নেই বিরাট কোহলি ৷ একে একে তিনটি ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকেই সরেছেন তিনি ৷ ইংল্যান্ডের সঙ্গে সিরিজেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি ৷ আপাতত বিশ্রামে আছেন কোহলি ৷ তাঁর অনুগামীদের আশা দ্রুত রানের মধ্যে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে 70টি সেঞ্চুরির মালিক ৷