ETV Bharat / sports

Kohli Wishes on Diwali: দীপাবলির সেরা উপহার দিয়ে দেশবাসীকে আলোর উৎসবের শুভেচ্ছা কোহলির - Virat Kohli

যাঁর কারণে 140 কোটি জনতার দীপাবলি এবার আরও স্পেশাল, সেই বিরাট কোহলি (Virat Kohli) আলোর উৎসবে শুভেচ্ছা জানালেন দেশবাসীকে ৷ দীপাবলি সকলের জীবনে শান্তি, আনন্দ আর সমৃদ্ধি বয়ে আনুক ৷ লিখলেন মেলবোর্নে 'পাক বধে'র নায়ক (Virat Kohli wishes to his fans a very happy Diwali) ৷

Kohli Wishes on Diwali
দেশবাসীকে আলোর উৎসবের শুভেচ্ছা কোহলির
author img

By

Published : Oct 24, 2022, 4:14 PM IST

মেলবোর্ন, 24 অক্টোবর: তিথি মেনে দেশজুড়ে দীপাবলি (Diwali 2022) পালিত হচ্ছে সোমবার ৷ কিন্তু ভারতবাসী আলোর উৎসবের সেরা গিফটটা পেয়ে গিয়েছে গতকালই ৷ সুদূর মেলবোর্নে দিল্লির ছেলেটার বিস্ফোরক ব্যাটিং'য়ে 'পাক বধে'র যে আনন্দ, তা বহুদিন মনে রাখবে উদ্বেল ক্রিকেট জনতা ৷ আর যাঁর কারণে 140 কোটি জনতার দীপাবলি এবার আরও স্পেশাল, সেই বিরাট কোহলির (Virat Kohli) পা কিন্তু মাটিতেই ৷ গতকালের উপহারের পর সোমবার দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন এমসিজি-তে গতকাল পাক সংহারের নায়ক (Virat Kohli wishes to his fans a very happy Diwali) ৷

টুইটে বিরাট লিখেলেন, "সকলকে দীপাবলির শুভেচ্ছা ৷ আলোর উৎসব সকলের জীবনে শান্তি, আনন্দ আর সমৃদ্ধি বয়ে আনুক ৷" টি-20 কেরিয়ারের সেরা ইনিংসটা উপহার দিয়ে রবিবাসরীয় মেলবোর্নে থ্রিলার জয় এনে দিয়েছেন তিনি ৷ আর ম্যাচ জিতিয়ে কোহলি ধন্যবাদ জানিয়েছেন সেই সকল অনুরাগীদের, যারা কঠিন সময়ে তাঁর চালিকাশক্তি হয়ে ছিলেন ৷

  • A very Happy Diwali to you all. May the festival of lights bring you peace, joy and prosperity. ✨🪔

    — Virat Kohli (@imVkohli) October 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার বাবরদের বিরুদ্ধে জয়ের পরও ম্যাচের কিছু মুহূর্ত শেয়ার করে কোহলি লিখেছিলেন, "এই জয়টা স্পেশাল ৷ সকল অনুরাগীদের কৃতজ্ঞতা যারা কাতারে কাতারে জড়ো হয়েছিলেন মেলবোর্নের গ্যালারিতে ৷"

আরও পড়ুন: কঠিন সময় পেরিয়ে এটাই তোমার সেরা ইনিংস, বিরাটকে ভালোবাসায় ভরালেন অনুষ্কা

শুধুই কি অনুরাগীরা ? চেজ-মাস্টারের প্রত্যাবর্তনে উদ্বেল যে বিরাট ঘরণিও ৷ কঠিন অধ্যায় পেরিয়ে মেলবোর্নে বিরাট ইনিংসের পর অনুষ্কা শর্মা (Anushka Sharma) লেখেন, "তুমি একজন অসাধারণ মানুষ আমার ভালোবাসা ৷ তোমার সংকল্প, দৃঢ়তা এবং বিশ্বাস আমায় অভিভূত করে ৷ এটুকু বলতে পারি এইমাত্র আমি জীবনের সেরা ম্যাচটা দেখলাম ৷ আমাদের সন্তান এখন এতোটাই ছোট যে ও বুঝবে না কেন মা এমন নাচানাচি করছে কিংবা চিৎকার করছে ৷ কিন্তু একদিন নিশ্চয় জানবে কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়টা পেরিয়ে ওর বাবা জীবনের সেরা ইনিংসটা উপহার দিয়েছিল ৷ যে অধ্যায় তাঁর বাবাকে আরও শক্তিশালী এবং জ্ঞানী করে তুলেছে ৷"

মেলবোর্ন, 24 অক্টোবর: তিথি মেনে দেশজুড়ে দীপাবলি (Diwali 2022) পালিত হচ্ছে সোমবার ৷ কিন্তু ভারতবাসী আলোর উৎসবের সেরা গিফটটা পেয়ে গিয়েছে গতকালই ৷ সুদূর মেলবোর্নে দিল্লির ছেলেটার বিস্ফোরক ব্যাটিং'য়ে 'পাক বধে'র যে আনন্দ, তা বহুদিন মনে রাখবে উদ্বেল ক্রিকেট জনতা ৷ আর যাঁর কারণে 140 কোটি জনতার দীপাবলি এবার আরও স্পেশাল, সেই বিরাট কোহলির (Virat Kohli) পা কিন্তু মাটিতেই ৷ গতকালের উপহারের পর সোমবার দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন এমসিজি-তে গতকাল পাক সংহারের নায়ক (Virat Kohli wishes to his fans a very happy Diwali) ৷

টুইটে বিরাট লিখেলেন, "সকলকে দীপাবলির শুভেচ্ছা ৷ আলোর উৎসব সকলের জীবনে শান্তি, আনন্দ আর সমৃদ্ধি বয়ে আনুক ৷" টি-20 কেরিয়ারের সেরা ইনিংসটা উপহার দিয়ে রবিবাসরীয় মেলবোর্নে থ্রিলার জয় এনে দিয়েছেন তিনি ৷ আর ম্যাচ জিতিয়ে কোহলি ধন্যবাদ জানিয়েছেন সেই সকল অনুরাগীদের, যারা কঠিন সময়ে তাঁর চালিকাশক্তি হয়ে ছিলেন ৷

  • A very Happy Diwali to you all. May the festival of lights bring you peace, joy and prosperity. ✨🪔

    — Virat Kohli (@imVkohli) October 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার বাবরদের বিরুদ্ধে জয়ের পরও ম্যাচের কিছু মুহূর্ত শেয়ার করে কোহলি লিখেছিলেন, "এই জয়টা স্পেশাল ৷ সকল অনুরাগীদের কৃতজ্ঞতা যারা কাতারে কাতারে জড়ো হয়েছিলেন মেলবোর্নের গ্যালারিতে ৷"

আরও পড়ুন: কঠিন সময় পেরিয়ে এটাই তোমার সেরা ইনিংস, বিরাটকে ভালোবাসায় ভরালেন অনুষ্কা

শুধুই কি অনুরাগীরা ? চেজ-মাস্টারের প্রত্যাবর্তনে উদ্বেল যে বিরাট ঘরণিও ৷ কঠিন অধ্যায় পেরিয়ে মেলবোর্নে বিরাট ইনিংসের পর অনুষ্কা শর্মা (Anushka Sharma) লেখেন, "তুমি একজন অসাধারণ মানুষ আমার ভালোবাসা ৷ তোমার সংকল্প, দৃঢ়তা এবং বিশ্বাস আমায় অভিভূত করে ৷ এটুকু বলতে পারি এইমাত্র আমি জীবনের সেরা ম্যাচটা দেখলাম ৷ আমাদের সন্তান এখন এতোটাই ছোট যে ও বুঝবে না কেন মা এমন নাচানাচি করছে কিংবা চিৎকার করছে ৷ কিন্তু একদিন নিশ্চয় জানবে কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়টা পেরিয়ে ওর বাবা জীবনের সেরা ইনিংসটা উপহার দিয়েছিল ৷ যে অধ্যায় তাঁর বাবাকে আরও শক্তিশালী এবং জ্ঞানী করে তুলেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.