ETV Bharat / sports

Kohli to break Dravid record : দক্ষিণ আফ্রিকায় গুরু দ্রাবিড়ের রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি - Kohli needs 67 runs to break Dravid's record

আসন্ন টেস্ট সিরিজে আর 67 রান করলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে সংগৃহীত রানের নিরিখে দ্রাবিড়কে টপকে যাবেন কোহলি (Kohli needs 67 runs to break Dravid's record) ৷ ম্যান্ডেলার দেশে 22 ইনিংসে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে 624 রান ৷

Kohli to break Dravid record
দক্ষিণ আফ্রিকায় গুরু দ্রাবিড়ের রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি
author img

By

Published : Dec 21, 2021, 9:58 PM IST

জোহানেসবার্গ, 21 ডিসেম্বর : দু'বছর হয়ে গেল ব্যাটে তাঁর শতরানের খরা ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আর দীর্ঘায়িত হচ্ছে বিরাট কোহলির 71তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা ৷ দক্ষিণ আফ্রিকা সফরে কি অবসান হবে সেই প্রতীক্ষার ? তার উত্তর সময়ই দেবে ৷ তবে প্রোটিয়াদের দেশে আসন্ন টেস্ট সিরিজে দলের হেডস্যার রাহুল দ্রাবিড়ের একাধিক নজির ভাঙারও হাতছানি কোহলির সামনে (Virat Kohli set to break coach Rahul Dravid record in upcoming test series) ৷

আসন্ন টেস্ট সিরিজে আর 67 রান করলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে সংগৃহীত রানের নিরিখে দ্রাবিড়কে টপকে যাবেন কোহলি (Kohli needs 67 runs to break Dravid's record) ৷ ম্যান্ডেলার দেশে 22 ইনিংসে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে 624 রান ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে 10টি টেস্ট ইনিংসে কোহলির ঝুলিতে আপাতত 558 রান ৷

Kohli to break Dravid record
দক্ষিণ আফ্রিকায় অনুশীলনে মত্ত কোহলি

দক্ষিণ আফ্রিকায় সংগৃহীত টেস্ট রানের নিরিখে আরও একজন রয়েছেন কোহলির সামনে ৷ তিনি সচিন রমেশ তেন্ডুলকর ৷ তবে মাস্টার ব্লাস্টার্সের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি ৷ রেনবো নেশনে 15টি টেস্টে 5টি শতরান সহযোগে সচিনের ঝুলিতে 1161 রান ৷ তবে দক্ষিণ আফ্রিকায় আসন্ন টেস্ট সিরিজে 117 রান করলে দ্রাবিড়ের আরও একটি রেকর্ড ভাঙবে কোহলির ব্যাটে ৷

আরও পড়ুন : Anrich Nortje ruled out : কোহলিদের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা প্রোটিয়া শিবিরে, ছিটকে গেলেন নর্তজে

সামগ্রিকভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজে সংগৃহীত রানের নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ককে টপকে যাবেন বর্তমান টেস্ট অধিনায়ক ৷ এদিকে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা পেসার অ্যানরিচ নর্তজে ৷

জোহানেসবার্গ, 21 ডিসেম্বর : দু'বছর হয়ে গেল ব্যাটে তাঁর শতরানের খরা ৷ একেকটা করে ম্যাচ যাচ্ছে, আর দীর্ঘায়িত হচ্ছে বিরাট কোহলির 71তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা ৷ দক্ষিণ আফ্রিকা সফরে কি অবসান হবে সেই প্রতীক্ষার ? তার উত্তর সময়ই দেবে ৷ তবে প্রোটিয়াদের দেশে আসন্ন টেস্ট সিরিজে দলের হেডস্যার রাহুল দ্রাবিড়ের একাধিক নজির ভাঙারও হাতছানি কোহলির সামনে (Virat Kohli set to break coach Rahul Dravid record in upcoming test series) ৷

আসন্ন টেস্ট সিরিজে আর 67 রান করলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে সংগৃহীত রানের নিরিখে দ্রাবিড়কে টপকে যাবেন কোহলি (Kohli needs 67 runs to break Dravid's record) ৷ ম্যান্ডেলার দেশে 22 ইনিংসে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে 624 রান ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে 10টি টেস্ট ইনিংসে কোহলির ঝুলিতে আপাতত 558 রান ৷

Kohli to break Dravid record
দক্ষিণ আফ্রিকায় অনুশীলনে মত্ত কোহলি

দক্ষিণ আফ্রিকায় সংগৃহীত টেস্ট রানের নিরিখে আরও একজন রয়েছেন কোহলির সামনে ৷ তিনি সচিন রমেশ তেন্ডুলকর ৷ তবে মাস্টার ব্লাস্টার্সের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি ৷ রেনবো নেশনে 15টি টেস্টে 5টি শতরান সহযোগে সচিনের ঝুলিতে 1161 রান ৷ তবে দক্ষিণ আফ্রিকায় আসন্ন টেস্ট সিরিজে 117 রান করলে দ্রাবিড়ের আরও একটি রেকর্ড ভাঙবে কোহলির ব্যাটে ৷

আরও পড়ুন : Anrich Nortje ruled out : কোহলিদের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা প্রোটিয়া শিবিরে, ছিটকে গেলেন নর্তজে

সামগ্রিকভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজে সংগৃহীত রানের নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ককে টপকে যাবেন বর্তমান টেস্ট অধিনায়ক ৷ এদিকে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা পেসার অ্যানরিচ নর্তজে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.