দুবাই, 31 অগস্ট: ইঙ্গিতটা দিয়েছিলেন প্রথম ম্যাচেই ৷ আর এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করে আলোয় ফিরলেন বিরাট কোহলি ৷ আন্তর্জাতিক টি-20'তে প্রাক্তন ভারত অধিনায়কের 31তম অর্ধশতরান (Virat Kohli scores 31st fifty in T20I) আর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ধুমধাড়াক্কা ব্যাটিং'য়ে হংকং'য়ের সামনে 193 রানের লক্ষ্যমাত্রা রাখল টিম ইন্ডিয়া ৷
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় হংকং ৷ গত ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বিশ্রাম দিয়ে এদিন ঋষভ পন্থ প্রথম একাদশে আসেন ৷ রানে ফিরলেও কেএল রাহুলের ব্যাটিং এদিন একেবারেই রাহুলসুলভ ছিল না ৷ 39 বল খরচ করে 36 রান করলেন দক্ষিণী ওপেনার ৷ 21 রানের বেশি লম্বা হয়নি অধিনায়ক রোহিত শর্মার ইনিংস ৷ এরপরই হাল ধরেন বিরাট কোহলি-সূর্যকুমার যাদব ৷
অ্যাঙ্কর ইনিংসে যখন অর্ধশতরানের দিকে এগোতে থাকেন কোহলি, তখন পাওয়ার হিটিংয়ে হংকং বোলারদের নাভিশ্বাস তুলে দেন সূর্য ৷ 40 বলে অর্ধশতরান পূর্ণ করে টি-20'তে অধিনায়ক রোহিত শর্মার অর্ধশতরানের ট্যালি স্পর্শ করেন বিরাট ৷ অন্যদিকে বিধ্বংসী সূর্যকুমার মাত্র 22 বলে হাফসেঞ্চুরি করেন ৷ শেষ ওভারে হারুন আরশাদকে ঠেঙিয়ে 26 রান সংগ্রহ করেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার ৷ মাত্র 26 বলে 6টি চার এবং ছয় ছক্কায় 68 রানে অপরাজিত থেকে যান সূর্য (Suryakumar Hits 68 runs from just 26 balls) ৷
আরও পড়ুন: হংকং'য়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ, রোহিতদের জরিমানা
অন্যদিকে বিরাট অপরাজিত থাকেন 59 রানে (44 বল) ৷ তাঁর ইনিংসে ছিল 1টি চার এবং 3টি ছয় ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের অবিভক্ত 98 রানের জুটি ভারতকে 192 রানে পৌঁছে দেয় ৷ আজকের ম্যাচ জিতলেই এশিয়া কাপে শেষ চার নিশ্চিত করবেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷