ETV Bharat / sports

Virat Kohli Century: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির খরা কাটালেন বিরাট

এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে 71তম শতরান ধরা দিল কোহলির ব্যাটে (Virat Kohli scores 71st International Century against Afghanistan) ৷ আফগানিস্তান গতকাল পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচ জিতেও এশিয়া কাপে ভারতের ভাগ্য বদলোনোর নয় ৷ তবে নিয়মরক্ষার সেই ম্যাচে বিরাট শতরান আবারও স্বমহিমায় ফিরিয়ে আনল বিরাটকে ৷

Virat Kohli Century
প্রতীক্ষার 71তম শতরান এল কোহলির ব্যাটে
author img

By

Published : Sep 8, 2022, 9:06 PM IST

Updated : Sep 8, 2022, 9:28 PM IST

দুবাই, 8 সেপ্টেম্বর: 1020 দিন অপেক্ষার অবসান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 71তম শতরান ধরা দিল কোহলির ব্যাটে (Virat Kohli scores 71st International Century against Afghanistan) ৷ আফগানিস্তান গতকাল পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচ জিতেও এশিয়া কাপে ভারতের ভাগ্য বদলোনোর নয় ৷ তবে নিয়মরক্ষার সেই ম্যাচে বিরাট শতরান আবারও স্বমহিমায় ফিরিয়ে আনল বিরাটকে ৷ তাই বলাই যায় মরা ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে প্রাণ আনলেন কোহলি ৷ ছক্কা হাঁকিয়ে মহম্মদ নবির দলের বিরুদ্ধে 71তম শতরান পূর্ণ করলেন 'রানমেশিন' ৷

2019 নভেম্বর, ইডেন গার্ডেন্স ৷ পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছিল কোহলির ব্য়াটে ৷ মাঝের সময়ে বিরাটের শতরান খরা নিয়ে কম খালি খরচ হয়নি সংবাদমাধ্যমগুলোর ৷ আজকের পর হয়তো বন্ধ হবে সেইসব লেখালেখি ৷ 90 রানে দাঁড়িয়ে চার এবং ছক্কা হাঁকিয়ে তিন অংকের রানে পৌঁছলেন বিরাট ৷ সেইসঙ্গে যেন হাঁফ ছেড়ে বাঁচল আসমুদ্র-হিমাচল ৷ শেষ পর্যন্ত 200 স্ট্রাইক রেটে মাত্র 61 বলে 122 রানের অপরাজিত ইনিংস খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ আর বিরাট ব্যাটেই আফগানদের বিরুদ্ধে 212 রানের পাহাড়প্রমাণ স্কোর খাঁড়া করল ভারতীয় দল (India sets 213 runs target against Afghanistan) ৷

আরও পড়ুন: পাকিস্তানের কাছে আফগানদের হারে রোহিতদের ফাইনালের স্বপ্ন শেষ

বিরাটের ধুন্ধুমার ইনিংসে এদিন সাজানো 12টি চার এবং ছয় ছক্কায় ৷ কোহলির পাশাপাশি নিয়মরক্ষার ম্যাচে রান পেলেন কেএল রাহুলও (KL Rahul) ৷ যিনি আবার রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিনের ম্যাচে ভারতের নেতৃত্বের দায়ভারও সামলাচ্ছেন ৷ রাহুলের 41 বলে 62 রানের ইনিংসে ছিল 6টি চার, 2টি ছয় ৷ সে যাইহোক, সব ভুলে ভারতীয় অনুরাগীদের ক্রিকেট সন্ধ্যা আজ বিরাটময় ৷

দুবাই, 8 সেপ্টেম্বর: 1020 দিন অপেক্ষার অবসান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 71তম শতরান ধরা দিল কোহলির ব্যাটে (Virat Kohli scores 71st International Century against Afghanistan) ৷ আফগানিস্তান গতকাল পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় আজকের ম্যাচ জিতেও এশিয়া কাপে ভারতের ভাগ্য বদলোনোর নয় ৷ তবে নিয়মরক্ষার সেই ম্যাচে বিরাট শতরান আবারও স্বমহিমায় ফিরিয়ে আনল বিরাটকে ৷ তাই বলাই যায় মরা ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে প্রাণ আনলেন কোহলি ৷ ছক্কা হাঁকিয়ে মহম্মদ নবির দলের বিরুদ্ধে 71তম শতরান পূর্ণ করলেন 'রানমেশিন' ৷

2019 নভেম্বর, ইডেন গার্ডেন্স ৷ পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছিল কোহলির ব্য়াটে ৷ মাঝের সময়ে বিরাটের শতরান খরা নিয়ে কম খালি খরচ হয়নি সংবাদমাধ্যমগুলোর ৷ আজকের পর হয়তো বন্ধ হবে সেইসব লেখালেখি ৷ 90 রানে দাঁড়িয়ে চার এবং ছক্কা হাঁকিয়ে তিন অংকের রানে পৌঁছলেন বিরাট ৷ সেইসঙ্গে যেন হাঁফ ছেড়ে বাঁচল আসমুদ্র-হিমাচল ৷ শেষ পর্যন্ত 200 স্ট্রাইক রেটে মাত্র 61 বলে 122 রানের অপরাজিত ইনিংস খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ আর বিরাট ব্যাটেই আফগানদের বিরুদ্ধে 212 রানের পাহাড়প্রমাণ স্কোর খাঁড়া করল ভারতীয় দল (India sets 213 runs target against Afghanistan) ৷

আরও পড়ুন: পাকিস্তানের কাছে আফগানদের হারে রোহিতদের ফাইনালের স্বপ্ন শেষ

বিরাটের ধুন্ধুমার ইনিংসে এদিন সাজানো 12টি চার এবং ছয় ছক্কায় ৷ কোহলির পাশাপাশি নিয়মরক্ষার ম্যাচে রান পেলেন কেএল রাহুলও (KL Rahul) ৷ যিনি আবার রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিনের ম্যাচে ভারতের নেতৃত্বের দায়ভারও সামলাচ্ছেন ৷ রাহুলের 41 বলে 62 রানের ইনিংসে ছিল 6টি চার, 2টি ছয় ৷ সে যাইহোক, সব ভুলে ভারতীয় অনুরাগীদের ক্রিকেট সন্ধ্যা আজ বিরাটময় ৷

Last Updated : Sep 8, 2022, 9:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.