ETV Bharat / sports

Mukesh Kumar: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

Mukesh Kumar Shares Feeling When Virat Kohli Hugs him after Maiden Test Wicket: টেস্ট ক্রিকেটের প্রথম উইকেট পাওয়ার পর সবার প্রথমে বিরাট কোহলি ছুটে এসে জড়িয়ে ধরেছিলেন মুকেশ কুমারকে ৷ সেই মুহূর্তের অনুভূতির কথা বিসিসিআই টিভি-তে শেয়ার করলেন ভারতীয় পেসার ৷

Mukesh Kumar ETV BHARAT
Mukesh Kumar
author img

By

Published : Jul 24, 2023, 6:16 PM IST

পোর্ট অফ স্পেন, 24 জুলাই: একজন উঠতি ভারতীয় পেসারকে যদি প্রশ্ন করা হয়, আপনি ভারতের হয়ে কেমন টেস্ট অভিষেকে চান ? তাহলে সমসাময়িক পরিস্থিতিতে তাঁর উত্তরটা হতেই পারে, মুকেশ কুমারের মতো ৷ যেখানে 29 বছরের একজন মিডিয়াম পেসারের প্রথম টেস্ট উইকেট সেলিব্রেট করছেন 'মডার্ন ডে গ্রেট' বিরাট কোহলি ৷ তাঁকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিচ্ছেন ৷ আর সেই মুহূর্তে মুকেশ কেমন অনুভূতি ছিল ? তাঁর কথায়, ‘‘বিরাট ভাই যখন আমাকে জড়িয়ে ধরল, তখন আমি অন্য জগতে চলে গেছিলাম ৷’’

বিসিসিআই টিভি-তে মুকেশের সাক্ষাৎকার নেন সতীর্থ মহম্মদ সিরাজ ৷ সেখানেই নিজের অভিষেক টেস্ট এবং সেখানে প্রথম টেস্ট উইকেট পাওয়ার মুহূর্তের অনুভূতি ভাগ করে নিলেন বাংলার হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলা মুকেশ কুমার ৷ তিনি বলেন, ‘‘যখন আমি প্রথম উইকেট পেলাম, বিরাট ভাই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন ৷ আমি সেই মুহূর্তে অন্য জগতে ছিলাম ৷ যে মানুষটা আমি এতদিন টিভিতে দেখেছি, আজ সে আমাকে আলিঙ্গন করছে ! ওই অনুভূতিটা অসাধারণ ৷’’

আরও পড়ুন: মুকেশের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিংয়ে খুশি কোচ মামব্রে

তবে, পোর্ট অফ স্পেনের পিচে উইকেট পাওয়াটা যে একজন মিডিয়াম পেসারের পক্ষে খুবই কঠিন, সেই বাস্তবতার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ মুকেশ সাক্ষাৎকারে সিরাজকে বলেন, ‘‘তুমি আর জেডি ভাই (জয়দেব উনাদকট) যখন বল করছিলে, তখন রোহিত ভাই আমাকে একটা কথা বলেছিল ৷ এটা সেই পিচ নয় যেখানে তুমি সহজে উইকেট পেয়ে যাবে ৷ তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে ৷ সেই মতো আমি একটা নির্দিষ্ট জায়গায় বল করে ব্যাটারকে সেট করি এবং প্রথম উইকেট পাই ৷’’

আরও পড়ুন: ঋষভের দেওয়া ব্যাটে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি, বন্ধুকে ধন্যবাদ ঈশানের

উল্লেখ্য, বাংলা ক্রিকেটের ‘ভিশন 2020’-র ক্যাম্পে 2013-14 মরশুমে প্রাক্তন বাংলার পেসার রণদেব বোসের নজরে প্রথমবার আসেন মুকেশ কুমার ৷ সেখান থেকে তাঁকে তুলে বাংলা ক্রিকেটে আনেন রণদেব ৷ সেখানেই তাঁকে মানসিকতা এবং পেস বোলিং স্কিলের উন্নতি ঘটান রণদেব এবং বাংলার কোচিং স্টাফরা ৷ মুকেশের এই সাফল্যে খুশি তাঁর পরিবারও ৷ ভারতীয় বোলার জানালেন, তিনি ম্যাচের আগের দিন টিম মিটিংয়ে অভিষেকের কথা জানতে পারেন ৷ সেই মুহূর্তে ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি ৷ তবে, পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেন বলে জানান বিহারের এই তরুণ ৷

পোর্ট অফ স্পেন, 24 জুলাই: একজন উঠতি ভারতীয় পেসারকে যদি প্রশ্ন করা হয়, আপনি ভারতের হয়ে কেমন টেস্ট অভিষেকে চান ? তাহলে সমসাময়িক পরিস্থিতিতে তাঁর উত্তরটা হতেই পারে, মুকেশ কুমারের মতো ৷ যেখানে 29 বছরের একজন মিডিয়াম পেসারের প্রথম টেস্ট উইকেট সেলিব্রেট করছেন 'মডার্ন ডে গ্রেট' বিরাট কোহলি ৷ তাঁকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিচ্ছেন ৷ আর সেই মুহূর্তে মুকেশ কেমন অনুভূতি ছিল ? তাঁর কথায়, ‘‘বিরাট ভাই যখন আমাকে জড়িয়ে ধরল, তখন আমি অন্য জগতে চলে গেছিলাম ৷’’

বিসিসিআই টিভি-তে মুকেশের সাক্ষাৎকার নেন সতীর্থ মহম্মদ সিরাজ ৷ সেখানেই নিজের অভিষেক টেস্ট এবং সেখানে প্রথম টেস্ট উইকেট পাওয়ার মুহূর্তের অনুভূতি ভাগ করে নিলেন বাংলার হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলা মুকেশ কুমার ৷ তিনি বলেন, ‘‘যখন আমি প্রথম উইকেট পেলাম, বিরাট ভাই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন ৷ আমি সেই মুহূর্তে অন্য জগতে ছিলাম ৷ যে মানুষটা আমি এতদিন টিভিতে দেখেছি, আজ সে আমাকে আলিঙ্গন করছে ! ওই অনুভূতিটা অসাধারণ ৷’’

আরও পড়ুন: মুকেশের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিংয়ে খুশি কোচ মামব্রে

তবে, পোর্ট অফ স্পেনের পিচে উইকেট পাওয়াটা যে একজন মিডিয়াম পেসারের পক্ষে খুবই কঠিন, সেই বাস্তবতার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ মুকেশ সাক্ষাৎকারে সিরাজকে বলেন, ‘‘তুমি আর জেডি ভাই (জয়দেব উনাদকট) যখন বল করছিলে, তখন রোহিত ভাই আমাকে একটা কথা বলেছিল ৷ এটা সেই পিচ নয় যেখানে তুমি সহজে উইকেট পেয়ে যাবে ৷ তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে ৷ সেই মতো আমি একটা নির্দিষ্ট জায়গায় বল করে ব্যাটারকে সেট করি এবং প্রথম উইকেট পাই ৷’’

আরও পড়ুন: ঋষভের দেওয়া ব্যাটে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি, বন্ধুকে ধন্যবাদ ঈশানের

উল্লেখ্য, বাংলা ক্রিকেটের ‘ভিশন 2020’-র ক্যাম্পে 2013-14 মরশুমে প্রাক্তন বাংলার পেসার রণদেব বোসের নজরে প্রথমবার আসেন মুকেশ কুমার ৷ সেখান থেকে তাঁকে তুলে বাংলা ক্রিকেটে আনেন রণদেব ৷ সেখানেই তাঁকে মানসিকতা এবং পেস বোলিং স্কিলের উন্নতি ঘটান রণদেব এবং বাংলার কোচিং স্টাফরা ৷ মুকেশের এই সাফল্যে খুশি তাঁর পরিবারও ৷ ভারতীয় বোলার জানালেন, তিনি ম্যাচের আগের দিন টিম মিটিংয়ে অভিষেকের কথা জানতে পারেন ৷ সেই মুহূর্তে ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি ৷ তবে, পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেন বলে জানান বিহারের এই তরুণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.