সেঞ্চুরিয়ন, 22 ডিসেম্বর: পারিবারিক কারণে দেশে ফিরলেন বিরাট কোহলি ৷ বিসিসিআইয়ের একটি সূত্রকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷ তবে, সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টের আগেই তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন বলে জানা গিয়েছে ৷ 26 ডিসেম্বর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত ৷ তার আগে এই খবর বেশ মাথাব্যাথার কারণ টিম ম্যানেজমেন্টের কাছে ৷
বিসিসিআইয়ের একটি সূত্রকে উল্লেখ করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পারিবারিক ক্ষেত্রে জরুরি পরিস্থিতি তৈরি হওয়া প্রাক্তন ভারত অধিনায়ক দেশে ফিরছেন ৷ ওই সূত্র বলেন, ‘‘বিরাট কোহলি পারিবারিক এমার্জেন্সির কারণে ভারতে ফিরে এসেছেন ৷ তবে, তিনি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা ফিরে যাবেন ৷’’ তবে, ঠিক কী এমন ঘটেছে ? যার কারণে বিরাটকে প্রথম টেস্ট শুরুর চারদিন আগে এভাবে ফিরে আসতে হল ? এ বিষয়ে বিসিসিআইয়ের ওই সূত্র কোনও মন্তব্য করতে চাননি ৷
উল্লেখ্য, টেস্ট স্কোয়াডে থাকা ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে আগেই বাদ ছিটকে গিয়েছেন ৷ আঙুলের হাড়ে চিড় ধরায় তিনি টেস্ট সিরিজে খেলবেন না ৷ বিসিসিআই সূত্রকে উল্লেখ করে পিটিআই একথা জানিয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরাটের হঠাৎ করে দেশে ফিরে আসা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের ৷ তিনি আদৌ সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা ফিরে দলের সঙ্গে যোগ দেবেন কি না ? সে নিয়ে সংশয় তো থাকছেই ৷ তার উপর এই দুই টেস্ট ম্যাচ 2025 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে পড়ছে ৷ ফলে এই সিরিজে ভালো ফলাফল করতে পারলে, তৃতীয়বার ভারতের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই প্রশস্ত হবে ৷
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় এর আগে ভারত কখনও সিরিজ জেতেনি ৷ 2021-22 সফরে সেই সুযোগ তৈরি হলেও, বৃষ্টি সেই সময় ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ সেবার সিরিজ 1-1 ড্র করেছিল ভারত ৷ এবার সিরিজের প্রথম ম্যাচ শুরু আগে বিরাটের দেশে ফেরা বাড়তি চিন্তার কারণ ৷ আর সেঞ্চুরিয়ন টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিলেও, বিমান সফরের ক্লান্তি কাটিয়ে কতটা ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত থাকবেন ? সেই প্রশ্নও উঠছে ৷
আরও পড়ুন: