দুবাই, ৪ সেপ্টেম্বর: স্বমহিমায় বিরাট 'রানমেশিন' কোহলি । গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ফর্ম ফিরে পেয়েও অর্ধশতরান আসেনি । এক সপ্তাহের ব্যবধানে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরানে দলের মুশকিল আসান হয়ে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক । কোহলির ব্যাটেই রবিবাসরীয় সুপার ফোরের লড়াইয়ের ভিত শক্ত করল টিম ইন্ডিয়া । প্রথমে ব্যাট করে বাবর আজম নেতৃত্বাধীন দলকে 182 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত (India register 182 runs target against Pakistan) । 44 বলে 60 রান এল বিরাটের ব্যাটে (Virat Kohli hits 60 runs)।
রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন । তাই প্রথম একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবীই ছিল । সুপার ফোরের প্রথম ম্যাচে এদিন অভিজ্ঞ দীনেশ কার্তিককেও দলে না-রাখায় তিনটি পরিবর্তন নিয়ে নামে ভারতীয় দল (India made three changes against Pakistan) । হংকং'য়ের বিরুদ্ধে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন ঘটল এদিনের ম্যাচে । গত রবিবার বাবরদের বিরুদ্ধে যিনি কার্যত নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন । পাশাপাশি দীপক হুডা এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে একাদশে রেখে এদিন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে রোহিত শর্মার দল।
শুরুটা ভালো করেও লম্বা হয়নি রোহিত শর্মা, কে এল রাহুলের ইনিংস । দু'জনেই ফেরেন 28 রানে । কিন্তু শাদাব খান, হ্যারিস রাউফদের বিরুদ্ধে অ্যাঙ্কর ইনিংস খেলে দলকে টেনে নিয়ে যাওয়ার কাজটা করেন কোহলি । সূর্যকুমার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া কিংবা দীপক হুডাদের কেউই বড় রান না-পেলেও মাথা ঠান্ডা রাখেন বিরাট । ছোট ছোট পার্টনারশিপ বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট দেওয়ার লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যান । 16তম ওভারে মহম্মদ হাসনাইনকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে 36 বলে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি । যদিও শূন্য রানে ফেরেন হার্দিক ।
আরও পড়ুন: শীঘ্রই হাঁটুতে অস্ত্রোপচার, টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না জাদেজার
44 বলে 60 রান করে শেষ ওভারে রান-আউটের শিকার হন প্রাক্তন ভারত অধিনায়ক । শেষ দু'বলে পাক ফিল্ডারদের বদান্যতায় জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দলকে 181 রানে পৌঁছে দেন বিষ্ণোই । এখন দেখার ফাইনালে যাওয়ার পথে এক পা বাড়িয়ে রাখতে বোলাররা কতোটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেন ।