ETV Bharat / sports

IND vs PAK: ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান, কোহলির ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের

কোহলির ব্যাটেই রবিবাসরীয় সুপার ফোরের লড়াইয়ের ভিত শক্ত করল টিম ইন্ডিয়া । প্রথমে ব্যাট করে বাবর আজম নেতৃত্বাধীন দলকে 182 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত (India register 182 runs target against Pakistan)। 44 বলে 60 রান এল বিরাটের ব্যাটে (Virat Kohli hits 60 runs) ।

Etv Bharat
কোহলির ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের
author img

By

Published : Sep 4, 2022, 9:21 PM IST

Updated : Sep 4, 2022, 9:51 PM IST

দুবাই, ৪ সেপ্টেম্বর: স্বমহিমায় বিরাট 'রানমেশিন' কোহলি । গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ফর্ম ফিরে পেয়েও অর্ধশতরান আসেনি । এক সপ্তাহের ব্যবধানে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরানে দলের মুশকিল আসান হয়ে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক । কোহলির ব্যাটেই রবিবাসরীয় সুপার ফোরের লড়াইয়ের ভিত শক্ত করল টিম ইন্ডিয়া । প্রথমে ব্যাট করে বাবর আজম নেতৃত্বাধীন দলকে 182 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত (India register 182 runs target against Pakistan) । 44 বলে 60 রান এল বিরাটের ব্যাটে (Virat Kohli hits 60 runs)।

রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন । তাই প্রথম একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবীই ছিল । সুপার ফোরের প্রথম ম্যাচে এদিন অভিজ্ঞ দীনেশ কার্তিককেও দলে না-রাখায় তিনটি পরিবর্তন নিয়ে নামে ভারতীয় দল (India made three changes against Pakistan) । হংকং'য়ের বিরুদ্ধে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন ঘটল এদিনের ম্যাচে । গত রবিবার বাবরদের বিরুদ্ধে যিনি কার্যত নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন । পাশাপাশি দীপক হুডা এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে একাদশে রেখে এদিন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে রোহিত শর্মার দল।

শুরুটা ভালো করেও লম্বা হয়নি রোহিত শর্মা, কে এল রাহুলের ইনিংস । দু'জনেই ফেরেন 28 রানে । কিন্তু শাদাব খান, হ্যারিস রাউফদের বিরুদ্ধে অ্যাঙ্কর ইনিংস খেলে দলকে টেনে নিয়ে যাওয়ার কাজটা করেন কোহলি । সূর্যকুমার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া কিংবা দীপক হুডাদের কেউই বড় রান না-পেলেও মাথা ঠান্ডা রাখেন বিরাট । ছোট ছোট পার্টনারশিপ বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট দেওয়ার লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যান । 16তম ওভারে মহম্মদ হাসনাইনকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে 36 বলে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি । যদিও শূন্য রানে ফেরেন হার্দিক ।

আরও পড়ুন: শীঘ্রই হাঁটুতে অস্ত্রোপচার, টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না জাদেজার

44 বলে 60 রান করে শেষ ওভারে রান-আউটের শিকার হন প্রাক্তন ভারত অধিনায়ক । শেষ দু'বলে পাক ফিল্ডারদের বদান্যতায় জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দলকে 181 রানে পৌঁছে দেন বিষ্ণোই । এখন দেখার ফাইনালে যাওয়ার পথে এক পা বাড়িয়ে রাখতে বোলাররা কতোটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেন ।

দুবাই, ৪ সেপ্টেম্বর: স্বমহিমায় বিরাট 'রানমেশিন' কোহলি । গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ফর্ম ফিরে পেয়েও অর্ধশতরান আসেনি । এক সপ্তাহের ব্যবধানে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরানে দলের মুশকিল আসান হয়ে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক । কোহলির ব্যাটেই রবিবাসরীয় সুপার ফোরের লড়াইয়ের ভিত শক্ত করল টিম ইন্ডিয়া । প্রথমে ব্যাট করে বাবর আজম নেতৃত্বাধীন দলকে 182 রানের লক্ষ্যমাত্রা দিল ভারত (India register 182 runs target against Pakistan) । 44 বলে 60 রান এল বিরাটের ব্যাটে (Virat Kohli hits 60 runs)।

রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন । তাই প্রথম একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবীই ছিল । সুপার ফোরের প্রথম ম্যাচে এদিন অভিজ্ঞ দীনেশ কার্তিককেও দলে না-রাখায় তিনটি পরিবর্তন নিয়ে নামে ভারতীয় দল (India made three changes against Pakistan) । হংকং'য়ের বিরুদ্ধে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন ঘটল এদিনের ম্যাচে । গত রবিবার বাবরদের বিরুদ্ধে যিনি কার্যত নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন । পাশাপাশি দীপক হুডা এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে একাদশে রেখে এদিন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে রোহিত শর্মার দল।

শুরুটা ভালো করেও লম্বা হয়নি রোহিত শর্মা, কে এল রাহুলের ইনিংস । দু'জনেই ফেরেন 28 রানে । কিন্তু শাদাব খান, হ্যারিস রাউফদের বিরুদ্ধে অ্যাঙ্কর ইনিংস খেলে দলকে টেনে নিয়ে যাওয়ার কাজটা করেন কোহলি । সূর্যকুমার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া কিংবা দীপক হুডাদের কেউই বড় রান না-পেলেও মাথা ঠান্ডা রাখেন বিরাট । ছোট ছোট পার্টনারশিপ বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট দেওয়ার লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যান । 16তম ওভারে মহম্মদ হাসনাইনকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে 36 বলে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি । যদিও শূন্য রানে ফেরেন হার্দিক ।

আরও পড়ুন: শীঘ্রই হাঁটুতে অস্ত্রোপচার, টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না জাদেজার

44 বলে 60 রান করে শেষ ওভারে রান-আউটের শিকার হন প্রাক্তন ভারত অধিনায়ক । শেষ দু'বলে পাক ফিল্ডারদের বদান্যতায় জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দলকে 181 রানে পৌঁছে দেন বিষ্ণোই । এখন দেখার ফাইনালে যাওয়ার পথে এক পা বাড়িয়ে রাখতে বোলাররা কতোটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেন ।

Last Updated : Sep 4, 2022, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.