ETV Bharat / sports

একরত্তিকে আদর - মেয়ের ছয়মাস পূর্তিতে অনুষ্কার পোস্ট

জন্মের পর থেকে মেয়েকে ক্যামেরা থেকে দূরে রেখেছেন বিরাট-অনুষ্কা ৷ এমনকি পাপারাৎজিদের ভামিকার ছবি না তোলার অনুরোধ জানিয়েছে উপহার পাঠিয়েছিলেন ৷ কিন্তু বিখ্যাত বাবা-মায়ের সন্তান হওয়ায় ভামিকার একটি ছবির জন্য তক্কে তক্কে থাকে সংবাদমাধ্যম ৷

virat
virat
author img

By

Published : Jul 12, 2021, 1:37 PM IST

Updated : Jul 12, 2021, 4:45 PM IST

লন্ডন, 12 জুলাই : দেখতে দেখতে ছয় মাসে পা দিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকা ৷ সেই খুশিতে অর্ধেক কেক কাটলেন বিরুষ্কা ৷ মেয়েকে আদরে ভরিয়ে দিলেন দু'জনে ৷ ইংল্যান্ড থেকে ইনস্টাগ্রামে করা একটি পোস্ট অনুষ্কা মেয়ে, স্বামী ও নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ভামিকার ছয় মাস বয়স মানে তাদেরও বাবা-মা হওয়ার ছটা মাস পূর্ণ হল ৷

পোস্টে অনুষ্কা লেখেন, "ওর একটা হাসি আমাদের জগতটাই বদলে দিতে পারে ৷ আমার ছোট্ট ভালবাসা আশা করছি আমরা এভাবেই তোমাকে আদরে ভরিয়ে রাখব ৷ আমাদের তিন জনকেই শুভ ছয় মাস ৷" পোস্টে তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা ৷ একটি ছবিতে মেয়েকে আদর করছেন ভারত অধিনায়ক ৷ অন্য একটিতে দেখা যাচ্ছে কোলে শুয়ে থাকা ভামিকাকে আকাশের দিকে তাক করে কিছু একটা দেখাচ্ছেন অনুষ্কা ৷ তৃতীয় ছবিটি তিন জনের মোজা পরা পায়ের ৷

জন্মের পর থেকে মেয়েকে ক্যামেরা থেকে দূরে রেখেছেন বিরাট-অনুষ্কা ৷ এমনকি পাপারাৎজিদের ভামিকার ছবি না তোলার অনুরোধ জানিয়েছে উপহার পাঠিয়েছিলেন ৷ কিন্তু বিখ্যাত বাবা-মায়ের সন্তান হওয়ায় ভামিকার একটি ছবির জন্য তক্কে তক্কে থাকে সংবাদমাধ্যম ৷ কিছুদিন আগে বিরাট জানিয়েছিলেন মেয়ে সোশাল মিডিয়া বিষয়টি না বুঝে ওঠা পর্যন্ত তাঁরা ভামিকার ছবি পোস্ট করবেন না ৷ তবে ভামিকার ছয় মাসের পূর্তি উপলক্ষে ছবি পোস্ট করেছেন অনুষ্কা ৷ যদিও ছবিগুলিতে ভামিকার মুখ দেখা যায়নি ৷

আরও পড়ুন : Mir Afsar Ali : হুমম...কিন্তু আস্তে ! দি মারিয়ার গোল নিয়ে মীরের পোস্ট ভাইরাল

অনুষ্কার ওই পোস্টে ভালবাসা জানিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা ৷ অভিনয় জগতের কাজল আগরওয়াল, সোনম কাপুর, বাণী কাপুর ও যুজবেন্দ্র চহ্বালের স্ত্রী ধনশ্রী বর্মা সহ অনেকেই পোস্টে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ৷

লন্ডন, 12 জুলাই : দেখতে দেখতে ছয় মাসে পা দিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকা ৷ সেই খুশিতে অর্ধেক কেক কাটলেন বিরুষ্কা ৷ মেয়েকে আদরে ভরিয়ে দিলেন দু'জনে ৷ ইংল্যান্ড থেকে ইনস্টাগ্রামে করা একটি পোস্ট অনুষ্কা মেয়ে, স্বামী ও নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ভামিকার ছয় মাস বয়স মানে তাদেরও বাবা-মা হওয়ার ছটা মাস পূর্ণ হল ৷

পোস্টে অনুষ্কা লেখেন, "ওর একটা হাসি আমাদের জগতটাই বদলে দিতে পারে ৷ আমার ছোট্ট ভালবাসা আশা করছি আমরা এভাবেই তোমাকে আদরে ভরিয়ে রাখব ৷ আমাদের তিন জনকেই শুভ ছয় মাস ৷" পোস্টে তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা ৷ একটি ছবিতে মেয়েকে আদর করছেন ভারত অধিনায়ক ৷ অন্য একটিতে দেখা যাচ্ছে কোলে শুয়ে থাকা ভামিকাকে আকাশের দিকে তাক করে কিছু একটা দেখাচ্ছেন অনুষ্কা ৷ তৃতীয় ছবিটি তিন জনের মোজা পরা পায়ের ৷

জন্মের পর থেকে মেয়েকে ক্যামেরা থেকে দূরে রেখেছেন বিরাট-অনুষ্কা ৷ এমনকি পাপারাৎজিদের ভামিকার ছবি না তোলার অনুরোধ জানিয়েছে উপহার পাঠিয়েছিলেন ৷ কিন্তু বিখ্যাত বাবা-মায়ের সন্তান হওয়ায় ভামিকার একটি ছবির জন্য তক্কে তক্কে থাকে সংবাদমাধ্যম ৷ কিছুদিন আগে বিরাট জানিয়েছিলেন মেয়ে সোশাল মিডিয়া বিষয়টি না বুঝে ওঠা পর্যন্ত তাঁরা ভামিকার ছবি পোস্ট করবেন না ৷ তবে ভামিকার ছয় মাসের পূর্তি উপলক্ষে ছবি পোস্ট করেছেন অনুষ্কা ৷ যদিও ছবিগুলিতে ভামিকার মুখ দেখা যায়নি ৷

আরও পড়ুন : Mir Afsar Ali : হুমম...কিন্তু আস্তে ! দি মারিয়ার গোল নিয়ে মীরের পোস্ট ভাইরাল

অনুষ্কার ওই পোস্টে ভালবাসা জানিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা ৷ অভিনয় জগতের কাজল আগরওয়াল, সোনম কাপুর, বাণী কাপুর ও যুজবেন্দ্র চহ্বালের স্ত্রী ধনশ্রী বর্মা সহ অনেকেই পোস্টে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ৷

Last Updated : Jul 12, 2021, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.