ETV Bharat / sports

WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মঙ্গলবারই লন্ডন পাড়ি বিরাটদের - অস্ট্রেলিয়া

আইপিএল শেষ, এবার জাতীয় দলের ডিউটি ৷ তাই বিরাট কোহলি-সহ 7 ভারতীয় ক্রিকেটার মঙ্গলবারই লন্ডন উড়ে যাচ্ছেন ৷ সঙ্গে যাবেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা ৷ রোহিত-সহ বাকিরা আইপিএল শেষ হলে লন্ডন যাবেন ৷

WTC Final ETV BHARAT
WTC Final
author img

By

Published : May 22, 2023, 7:11 PM IST

মুম্বই, 22 মে: বিরাট কোহলির জন্য এবারের মতো আইপিএল শেষ ৷ তাই অপেক্ষার কোনও মানে হয় না ৷ মঙ্গলবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডন উড়ে যাচ্ছেন বিরাট-সহ ভারতীয় দলের সাতজন ক্রিকেটার ৷ সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় এবং বাকি সাপোর্ট স্টাফরাও লন্ডন উড়ে যাচ্ছেন 7 জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ৷ উল্লেখ্য, চেতেশ্বর পূজারা ইতিমধ্যে কাউন্টি ক্রিকেট খেলার সূত্রে ইংল্যান্ডেই রয়েছেন ৷

আগামী 7 জুন লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচ খেলতে মঙ্গলবার ভোররাতে লন্ডন উড়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবারের আইপিএল অভিযান শেষ ৷ তাই বিরাট কোহলি, মহম্মদ সিরাজ একইসঙ্গে লন্ডন যাচ্ছেন ৷ একই বিমানে থাকবেন, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের দুই ক্রিকেটারর রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল ৷ কেকেআর-এর দুই ক্রিকেটার উমেশ যাদব এবং শার্দূল ঠাকুরও লন্ডন যাচ্ছেন বিরাটের সঙ্গেই ৷

অন্যদিকে, 15 জনের দলে থাকা লখনউ সুপার জায়ান্টসের বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলার জয়দেব উনাদকাটও সাত ক্রিকেটারের তালিকায় রয়েছেন ৷ এলএসজি প্লে-অফে উঠলেও কাঁধের চোটের জন্য উনাদকাট দলের বাইরে ছিলেন ৷ তাই কাঁধের চোট সেরে যাওয়ার পর, জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজির থেকে এ বছরের মতো ছুটি নিয়েছেন তিনি ৷ লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট তাঁকে ছাড়পত্র দিয়েছে ৷

আরও পড়ুন: 7 সেঞ্চুরি, সর্বাধিক রান; তবুও আইপিএল খেতাব অধরা টুর্নামেন্টের সফল ব্যাটার কোহলির

বিসিসিআই-এর একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, "মঙ্গলবার দুই বা তিনটি ভাগে ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ মঙ্গলবার ভোর সাড়ে 4টের সময় মুম্বই বিমানবন্দর থেকে প্রথম ব্যাচটি রওনা হবে ৷" তবে, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সে খেলা ক্রিকেটাররা টুর্নামেন্ট শেষে রওনা দেবে দ্বিতীয় ও তৃতীয় ব্যাচে ৷ যে দলে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণ ৷ সিএসকে-র অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজা ৷ গুজরাত টাইটান্সের শুভমন গিল, মহম্মদ শামি এবং উইকেটরক্ষক ব্যাটার কেএস ভরত ৷

মুম্বই, 22 মে: বিরাট কোহলির জন্য এবারের মতো আইপিএল শেষ ৷ তাই অপেক্ষার কোনও মানে হয় না ৷ মঙ্গলবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডন উড়ে যাচ্ছেন বিরাট-সহ ভারতীয় দলের সাতজন ক্রিকেটার ৷ সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় এবং বাকি সাপোর্ট স্টাফরাও লন্ডন উড়ে যাচ্ছেন 7 জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ৷ উল্লেখ্য, চেতেশ্বর পূজারা ইতিমধ্যে কাউন্টি ক্রিকেট খেলার সূত্রে ইংল্যান্ডেই রয়েছেন ৷

আগামী 7 জুন লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচ খেলতে মঙ্গলবার ভোররাতে লন্ডন উড়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবারের আইপিএল অভিযান শেষ ৷ তাই বিরাট কোহলি, মহম্মদ সিরাজ একইসঙ্গে লন্ডন যাচ্ছেন ৷ একই বিমানে থাকবেন, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের দুই ক্রিকেটারর রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল ৷ কেকেআর-এর দুই ক্রিকেটার উমেশ যাদব এবং শার্দূল ঠাকুরও লন্ডন যাচ্ছেন বিরাটের সঙ্গেই ৷

অন্যদিকে, 15 জনের দলে থাকা লখনউ সুপার জায়ান্টসের বাঁ-হাতি মিডিয়াম স্যুইং বোলার জয়দেব উনাদকাটও সাত ক্রিকেটারের তালিকায় রয়েছেন ৷ এলএসজি প্লে-অফে উঠলেও কাঁধের চোটের জন্য উনাদকাট দলের বাইরে ছিলেন ৷ তাই কাঁধের চোট সেরে যাওয়ার পর, জাতীয় দলের স্বার্থে ফ্র্যাঞ্চাইজির থেকে এ বছরের মতো ছুটি নিয়েছেন তিনি ৷ লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট তাঁকে ছাড়পত্র দিয়েছে ৷

আরও পড়ুন: 7 সেঞ্চুরি, সর্বাধিক রান; তবুও আইপিএল খেতাব অধরা টুর্নামেন্টের সফল ব্যাটার কোহলির

বিসিসিআই-এর একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, "মঙ্গলবার দুই বা তিনটি ভাগে ভারতীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ মঙ্গলবার ভোর সাড়ে 4টের সময় মুম্বই বিমানবন্দর থেকে প্রথম ব্যাচটি রওনা হবে ৷" তবে, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সে খেলা ক্রিকেটাররা টুর্নামেন্ট শেষে রওনা দেবে দ্বিতীয় ও তৃতীয় ব্যাচে ৷ যে দলে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণ ৷ সিএসকে-র অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাদেজা ৷ গুজরাত টাইটান্সের শুভমন গিল, মহম্মদ শামি এবং উইকেটরক্ষক ব্যাটার কেএস ভরত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.