ETV Bharat / sports

বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে 60 রান অলআউট উত্তরপ্রদেশ, 4 উইকেট মহম্মদ কাইফের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 3:05 PM IST

Updated : Jan 12, 2024, 3:18 PM IST

Uttar Pradesh vs Bengal in Ranji Trophy: রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে দাপট বাংলার ৷ উত্তরপ্রদেশকে মাত্র 60 রানে অলআউট করল বাংলার পেস ব্যাটারি ৷ 4 উইকেট নিলেন মিডিয়াম-পেসার মহম্মদ কাইফ ৷

ETV BHARAT
ETV BHARAT

কানপুর, 12 জানুয়ারি: কানপুরের মাঠে দাপট বাংলার পেস বোলারদের ৷ মাত্র 60 রানে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস শেষ মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোড়েলদের আগুনে পেস বোলিংয়ে ৷ যেখানে 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল বাংলার নতুন সেনসেশন মহম্মদ কাইফ ৷ সুরজ 3 উইকেট এবং ঈশান পোড়েল 2 উইকেট নিয়েছেন ৷ উত্তরপ্রদেশের হয়ে ডাবল ডিজিট স্কোর করেছেন মাত্র তিনজন ব্যাটার ৷

উত্তরপ্রদেশের কনকনে ঠান্ডায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ অধিনায়কের সিদ্ধান্তকে একেবার সঠিক প্রমাণ করেন বাংলার পেসাররা ৷ শুরুতেই ওপেনার আরিয়ন জুয়ালকে ফেরান সুরজ ৷ এরপর ঈশান পোড়েল উত্তরপ্রদেশ ব্যাটিংয়ের দুই স্তম্ভ প্রিয়ম গর্গ (4) এবং অধিনায়ক নীতিশ রানাকে (11) প্যাভিলিয়নে পাঠান ৷ 36 রানে উত্তরপ্রদেশের প্রথম 3 উইকেট পড়ে ৷ কিন্তু, নীতিশ রানার দলের শেষ 7 উইকেট পড়েছে মাত্র 16 রানে ৷ 44 রানে চতুর্থ উইকেট পড়ে ৷ এরপর মাত্র 60 রানে উত্তরপ্রদেশের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৷

বাংলার হয়ে সবচেয়ে সফল ভারতের তারকা পেসার মহম্মদ শামি ভাই মহম্মদ কাইফ ৷ রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচ মনে রাখার মতো হয়নি তাঁর ৷ কিন্তু, উত্তরপ্রদেশের ছেলে কাইফ, ঘরের মাঠের দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন এ দিন ৷ 5.5 ওভার বল করে 14 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ তাঁর শিকার ওপেনার সামর্থ সিং (13), সৌরভ কুমার (2), ভুবনেশ্বর কুমার (2) এবং অঙ্কিত রাজপুত (0) ৷ সুরজ সিন্ধু জয়সওয়াল 8 ওভারে 4টি মেডেন-সহ 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ সেখানে 7 ওভার বল করে বাংলার ঈশান 1টি মেডেন-সহ 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷

উত্তরপ্রদেশের প্রথম ইনিংসের জবাবে বাংলার প্রথম ইনিংসে 2 উইকেট পড়ে গিয়েছে ৷ ওপেনার সৌরভ পাল (13 রান) এবং উইকেট-কিপার ব্যাটার (0) ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন ৷ ক্রিজে শ্রেয়াংস ঘোষ (22 রানে অপরাজিত) এবং অনুষ্টুপ মজুমদার রয়েছেন ৷ প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও, এই ম্যাচ ইনিংসে জিতে বোনাস পাওয়ার সুযোগ রয়েছে বাংলার সামনে ৷

আরও পড়ুন:

  1. জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
  2. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
  3. রঞ্জির একই ম্যাচে 3টি টিম, কে খেলবে তা নিয়ে চলল হাতাহাতি

কানপুর, 12 জানুয়ারি: কানপুরের মাঠে দাপট বাংলার পেস বোলারদের ৷ মাত্র 60 রানে উত্তরপ্রদেশের প্রথম ইনিংস শেষ মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোড়েলদের আগুনে পেস বোলিংয়ে ৷ যেখানে 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল বাংলার নতুন সেনসেশন মহম্মদ কাইফ ৷ সুরজ 3 উইকেট এবং ঈশান পোড়েল 2 উইকেট নিয়েছেন ৷ উত্তরপ্রদেশের হয়ে ডাবল ডিজিট স্কোর করেছেন মাত্র তিনজন ব্যাটার ৷

উত্তরপ্রদেশের কনকনে ঠান্ডায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ অধিনায়কের সিদ্ধান্তকে একেবার সঠিক প্রমাণ করেন বাংলার পেসাররা ৷ শুরুতেই ওপেনার আরিয়ন জুয়ালকে ফেরান সুরজ ৷ এরপর ঈশান পোড়েল উত্তরপ্রদেশ ব্যাটিংয়ের দুই স্তম্ভ প্রিয়ম গর্গ (4) এবং অধিনায়ক নীতিশ রানাকে (11) প্যাভিলিয়নে পাঠান ৷ 36 রানে উত্তরপ্রদেশের প্রথম 3 উইকেট পড়ে ৷ কিন্তু, নীতিশ রানার দলের শেষ 7 উইকেট পড়েছে মাত্র 16 রানে ৷ 44 রানে চতুর্থ উইকেট পড়ে ৷ এরপর মাত্র 60 রানে উত্তরপ্রদেশের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৷

বাংলার হয়ে সবচেয়ে সফল ভারতের তারকা পেসার মহম্মদ শামি ভাই মহম্মদ কাইফ ৷ রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচ মনে রাখার মতো হয়নি তাঁর ৷ কিন্তু, উত্তরপ্রদেশের ছেলে কাইফ, ঘরের মাঠের দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন এ দিন ৷ 5.5 ওভার বল করে 14 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ তাঁর শিকার ওপেনার সামর্থ সিং (13), সৌরভ কুমার (2), ভুবনেশ্বর কুমার (2) এবং অঙ্কিত রাজপুত (0) ৷ সুরজ সিন্ধু জয়সওয়াল 8 ওভারে 4টি মেডেন-সহ 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ সেখানে 7 ওভার বল করে বাংলার ঈশান 1টি মেডেন-সহ 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷

উত্তরপ্রদেশের প্রথম ইনিংসের জবাবে বাংলার প্রথম ইনিংসে 2 উইকেট পড়ে গিয়েছে ৷ ওপেনার সৌরভ পাল (13 রান) এবং উইকেট-কিপার ব্যাটার (0) ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন ৷ ক্রিজে শ্রেয়াংস ঘোষ (22 রানে অপরাজিত) এবং অনুষ্টুপ মজুমদার রয়েছেন ৷ প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও, এই ম্যাচ ইনিংসে জিতে বোনাস পাওয়ার সুযোগ রয়েছে বাংলার সামনে ৷

আরও পড়ুন:

  1. জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
  2. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
  3. রঞ্জির একই ম্যাচে 3টি টিম, কে খেলবে তা নিয়ে চলল হাতাহাতি
Last Updated : Jan 12, 2024, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.