ওয়াশিংটন, 1 অক্টোবর: ভারতের জার্সিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অভিনেতা তিনি ৷ কিন্তু ভাগ্যের পরিহাসে সিনিয়র স্তরে কখনও জাতীয় দলের জার্সি পরতে পারেননি উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ৷ অভিমানে দেশান্তর হয়ে আপাতত তাঁর ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র ৷ নাগরিকত্ব গ্রহণ করে চাঁদ এখন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্রিকেটার ৷ মার্কিন মুলুকে মাইনর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে চোখে মারাত্মক চোট পেলেন ভারতীয় যুব দলের প্রাক্তন অধিনায়ক (Unmukt Chand suffers eye injury in US) ৷ সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে ম্যাচ চলাকালীন বাঁ-চোখে গুরুতর চোট পেলেন দিল্লিজাত ক্রিকেটার ৷
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন চাঁদ ৷ টুইটারে তিনি লিখলেন, "অ্যাথলিটদের জন্য কেরিয়ার সবসময় মসৃণ হয় না ৷ একদিন জিতে ঘরেল ফিরবেন তো অন্যদিন হেরে ৷ কখনও আবার আঘাত পেয়ে ক্ষত নিয়েও ফিরতে হতে পারে ৷" এখানেই শেষ নয় ৷ বড়সড় দুর্ঘটনা এড়ানোয় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দিল্লি ক্রিকেটার লেখেন, "ভগবানের কাছে কৃতজ্ঞ যে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছি ৷ জমিয়ে খেলুন তবে নিরাপদে ৷ চোট খুব একটা গুরুতর নয় ৷"
-
It’s never a smooth ride for an athlete. Some days you come home victorious, other days disappointed&there are some when you come home with bruises and dents.Grateful to God to have survived a possible disaster. Play hard but be safe. It’s a thin line.
— Unmukt Chand (@UnmuktChand9) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thanku for the good wishes pic.twitter.com/HfW80lxG1c
">It’s never a smooth ride for an athlete. Some days you come home victorious, other days disappointed&there are some when you come home with bruises and dents.Grateful to God to have survived a possible disaster. Play hard but be safe. It’s a thin line.
— Unmukt Chand (@UnmuktChand9) October 1, 2022
Thanku for the good wishes pic.twitter.com/HfW80lxG1cIt’s never a smooth ride for an athlete. Some days you come home victorious, other days disappointed&there are some when you come home with bruises and dents.Grateful to God to have survived a possible disaster. Play hard but be safe. It’s a thin line.
— Unmukt Chand (@UnmuktChand9) October 1, 2022
Thanku for the good wishes pic.twitter.com/HfW80lxG1c
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়
গত বছর অগস্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন উন্মুক্ত চাঁদ ৷ পরবর্তীতে 2022 জানুয়ারিতে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলার সুযোগ পান ৷ প্রথম মরশুমে মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades)-এর হয়ে মাঠে নেমেছিলেন তিনি ৷ 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো অপরাজিত 111 রানের ইনিংস খেলে নায়ক হয়ে উঠলেও সিনিয়র স্তরে সুযোগ থেকে বঞ্চিতই থেকেছেন বছর ঊনত্রিশের উন্মুক্ত চাঁদ ৷