ETV Bharat / sports

Unmukt Chand: মাইনর লিগে খেলতে গিয়ে চোখে মারাত্মক চোট, বড়সড় বিপদ এড়ালেন উন্মুক্ত চাঁদ

মার্কিন মুলুকে মাইনর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে চোখে মারাত্মক চোট পেলেন জাতীয় যুব দলের প্রাক্তন অধিনায়ক (Unmukt Chand suffers eye injury in US) ৷ সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে ম্যাচ চলাকালীন বাঁ চোখে গুরুতর চোট পেলেন দিল্লিজাত ক্রিকেটার ৷

Unmukt Chand
মাইনর লিগে খেলতে গিয়ে চোখে মারাত্মক চোট, বড়সড় বিপদ এড়ালেন উন্মুক্ত চাঁদ
author img

By

Published : Oct 1, 2022, 9:07 PM IST

ওয়াশিংটন, 1 অক্টোবর: ভারতের জার্সিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অভিনেতা তিনি ৷ কিন্তু ভাগ্যের পরিহাসে সিনিয়র স্তরে কখনও জাতীয় দলের জার্সি পরতে পারেননি উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ৷ অভিমানে দেশান্তর হয়ে আপাতত তাঁর ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র ৷ নাগরিকত্ব গ্রহণ করে চাঁদ এখন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্রিকেটার ৷ মার্কিন মুলুকে মাইনর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে চোখে মারাত্মক চোট পেলেন ভারতীয় যুব দলের প্রাক্তন অধিনায়ক (Unmukt Chand suffers eye injury in US) ৷ সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে ম্যাচ চলাকালীন বাঁ-চোখে গুরুতর চোট পেলেন দিল্লিজাত ক্রিকেটার ৷

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন চাঁদ ৷ টুইটারে তিনি লিখলেন, "অ্যাথলিটদের জন্য কেরিয়ার সবসময় মসৃণ হয় না ৷ একদিন জিতে ঘরেল ফিরবেন তো অন্যদিন হেরে ৷ কখনও আবার আঘাত পেয়ে ক্ষত নিয়েও ফিরতে হতে পারে ৷" এখানেই শেষ নয় ৷ বড়সড় দুর্ঘটনা এড়ানোয় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দিল্লি ক্রিকেটার লেখেন, "ভগবানের কাছে কৃতজ্ঞ যে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছি ৷ জমিয়ে খেলুন তবে নিরাপদে ৷ চোট খুব একটা গুরুতর নয় ৷"

  • It’s never a smooth ride for an athlete. Some days you come home victorious, other days disappointed&there are some when you come home with bruises and dents.Grateful to God to have survived a possible disaster. Play hard but be safe. It’s a thin line.
    Thanku for the good wishes pic.twitter.com/HfW80lxG1c

    — Unmukt Chand (@UnmuktChand9) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়

গত বছর অগস্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন উন্মুক্ত চাঁদ ৷ পরবর্তীতে 2022 জানুয়ারিতে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলার সুযোগ পান ৷ প্রথম মরশুমে মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades)-এর হয়ে মাঠে নেমেছিলেন তিনি ৷ 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো অপরাজিত 111 রানের ইনিংস খেলে নায়ক হয়ে উঠলেও সিনিয়র স্তরে সুযোগ থেকে বঞ্চিতই থেকেছেন বছর ঊনত্রিশের উন্মুক্ত চাঁদ ৷

ওয়াশিংটন, 1 অক্টোবর: ভারতের জার্সিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অভিনেতা তিনি ৷ কিন্তু ভাগ্যের পরিহাসে সিনিয়র স্তরে কখনও জাতীয় দলের জার্সি পরতে পারেননি উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ৷ অভিমানে দেশান্তর হয়ে আপাতত তাঁর ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র ৷ নাগরিকত্ব গ্রহণ করে চাঁদ এখন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্রিকেটার ৷ মার্কিন মুলুকে মাইনর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে চোখে মারাত্মক চোট পেলেন ভারতীয় যুব দলের প্রাক্তন অধিনায়ক (Unmukt Chand suffers eye injury in US) ৷ সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে ম্যাচ চলাকালীন বাঁ-চোখে গুরুতর চোট পেলেন দিল্লিজাত ক্রিকেটার ৷

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন চাঁদ ৷ টুইটারে তিনি লিখলেন, "অ্যাথলিটদের জন্য কেরিয়ার সবসময় মসৃণ হয় না ৷ একদিন জিতে ঘরেল ফিরবেন তো অন্যদিন হেরে ৷ কখনও আবার আঘাত পেয়ে ক্ষত নিয়েও ফিরতে হতে পারে ৷" এখানেই শেষ নয় ৷ বড়সড় দুর্ঘটনা এড়ানোয় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে দিল্লি ক্রিকেটার লেখেন, "ভগবানের কাছে কৃতজ্ঞ যে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছি ৷ জমিয়ে খেলুন তবে নিরাপদে ৷ চোট খুব একটা গুরুতর নয় ৷"

  • It’s never a smooth ride for an athlete. Some days you come home victorious, other days disappointed&there are some when you come home with bruises and dents.Grateful to God to have survived a possible disaster. Play hard but be safe. It’s a thin line.
    Thanku for the good wishes pic.twitter.com/HfW80lxG1c

    — Unmukt Chand (@UnmuktChand9) October 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়

গত বছর অগস্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন উন্মুক্ত চাঁদ ৷ পরবর্তীতে 2022 জানুয়ারিতে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলার সুযোগ পান ৷ প্রথম মরশুমে মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades)-এর হয়ে মাঠে নেমেছিলেন তিনি ৷ 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো অপরাজিত 111 রানের ইনিংস খেলে নায়ক হয়ে উঠলেও সিনিয়র স্তরে সুযোগ থেকে বঞ্চিতই থেকেছেন বছর ঊনত্রিশের উন্মুক্ত চাঁদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.