ETV Bharat / sports

এবছরের এশিয়া কাপ হবে 2023 সালে - এশিয়া কাপ

মহাদেশীয় এই টুর্নামেন্ট এর আগে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরিয়ে আনা হয়েছিল ৷ কিন্তু, সেখানেও করোনার সংক্রমণ বাড়তে থাকায় টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে ৷ তবে, এ বছরের শেষে টুর্নামেন্ট আয়োজনের কথা ভেবেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ কিন্তু, সেখানেও এশিয়ার প্রধান 4টি টেস্ট খেলিয়ে দেশের ঠাসা ক্রিকেট সূচি রয়েছে ৷

The 2021 edition of the Asia Cup will now be held in 2023 due to a lack of window
ঠাসা ক্রিকেট সূচির কারণে 2021 এশিয়া কাপ পিছিয়ে 2023 সালে
author img

By

Published : May 24, 2021, 1:30 PM IST

নয়াদিল্লি, 24 মে : পিছিয়ে গেল 2021 সালের এশিয়া কাপ ৷ যে টুর্নামেন্ট পরবর্তী সময়ে 2023 সালে আয়োজন করা হবে ৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ তবে, হঠাৎ করে এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ঠাসা ক্রিকেট সূচির কারণে টুর্নামেন্ট শুরুর করার মতো ফাঁকা সময় পাওয়া যাচ্ছে না ৷ সেই সঙ্গে করোনার জেরে ঘনঘন পরিস্থিতি বদল হওয়ায় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷

মহাদেশীয় এই টুর্নামেন্ট এর আগে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরিয়ে আনা হয়েছিল ৷ কিন্তু, সেখানেও করোনার সংক্রমণ বাড়তে থাকায় টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে ৷ তবে, এ বছরের শেষে টুর্নামেন্ট আয়োজনের কথা ভেবেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ কিন্তু, সেখানেও এশিয়ার প্রধান 4টি টেস্ট খেলিয়ে দেশের ঠাসা ক্রিকেট সূচি রয়েছে ৷ ফলে এ বছর এশিয়া কাপ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷

আরও পড়ুন : দ্বিতীয় ধাপের আইপিএল আয়োজনে কোন চ্যালেঞ্জের সম্মুখীন সৌরভরা ?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘এই মুহূর্তে একমাত্র উপায় এ বছরের টুর্নামেন্ট পিছিয়ে 2023 সালে আয়োজন করা ৷ কারণ 2022 সালের এশিয়া কাপ টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে রয়েছে৷’’

নয়াদিল্লি, 24 মে : পিছিয়ে গেল 2021 সালের এশিয়া কাপ ৷ যে টুর্নামেন্ট পরবর্তী সময়ে 2023 সালে আয়োজন করা হবে ৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ তবে, হঠাৎ করে এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ঠাসা ক্রিকেট সূচির কারণে টুর্নামেন্ট শুরুর করার মতো ফাঁকা সময় পাওয়া যাচ্ছে না ৷ সেই সঙ্গে করোনার জেরে ঘনঘন পরিস্থিতি বদল হওয়ায় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷

মহাদেশীয় এই টুর্নামেন্ট এর আগে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরিয়ে আনা হয়েছিল ৷ কিন্তু, সেখানেও করোনার সংক্রমণ বাড়তে থাকায় টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে ৷ তবে, এ বছরের শেষে টুর্নামেন্ট আয়োজনের কথা ভেবেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ কিন্তু, সেখানেও এশিয়ার প্রধান 4টি টেস্ট খেলিয়ে দেশের ঠাসা ক্রিকেট সূচি রয়েছে ৷ ফলে এ বছর এশিয়া কাপ আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷

আরও পড়ুন : দ্বিতীয় ধাপের আইপিএল আয়োজনে কোন চ্যালেঞ্জের সম্মুখীন সৌরভরা ?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘এই মুহূর্তে একমাত্র উপায় এ বছরের টুর্নামেন্ট পিছিয়ে 2023 সালে আয়োজন করা ৷ কারণ 2022 সালের এশিয়া কাপ টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে রয়েছে৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.