ETV Bharat / sports

CAB AGM: সিএবি’র বার্ষিক সাধারণ সভা 31 অক্টোবর! প্রশাসনে ফের রাজ করতে পারে ‘টিম’ সৌরভ

সম্ভবত 31 অক্টোবর হতে চলেছে বার্ষিক সাধারণ সভা ৷ এমনইটাই সিএবি’র একটি সূত্র মারফত জানানো হয়েছে ৷ যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির ফের একটি টার্মের জন্য সিএবি প্রশাসনে আসতে চলেছে বলে জানা যাচ্ছে (Sourav Gunguly Likely to Rule CAB in Next Term) ৷

Team Sourav Gunguly Likely to Rule CAB in Next Term
Team Sourav Gunguly Likely to Rule CAB in Next Term
author img

By

Published : Sep 27, 2022, 7:59 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: আগামী 18 অক্টোবর বিসিসিআই'য়ের বার্ষিক সাধারণ সভা শেষ হতে না-হতেই এজিএম সিএবি-তে ৷ অক্টোরের শেষে বার্ষিক সাধারণ সভা হতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ৷ সিএবির একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, খুব সম্ভবত 31 অক্টোবর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা বসতে চলেছে বলা যায়, সেখানে সিএবি’র নতুন প্রশাসনিক বোর্ড গঠন করা হবে (Sourav Gunguly Likely to Rule CAB in Next Term) ৷

সিএবি’র ওই সূত্র বলে, ‘‘বার্ষিক সাধারণ সভা অক্টোবরের শেষে হবে ৷ সম্ভবত অক্টোবরের 29 বা 31 তারিখ হবে ৷ কিন্তু, 31 অক্টোবরেই এজিএম হওয়ার সম্ভাবনাই বেশি ৷ পাশাপাশি এও জানা যাচ্ছে, সিএবি’র অধিকাংশ প্রশাসনিক পদগুলিতে খুব সম্ভবত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা নির্বাচিত হতে চলেছেন ৷ তবে, সবক্ষেত্রে যে নির্বাচন হবে না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ সূত্রের খবর, যদি কোনও নির্বাচন না হয়, তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিবির আরও একটি কার্যকালে সিএবি-তে রাজ করতে চলেছে ৷

যেখানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) সভাপতি হচ্ছেন, তা কার্যত নিশ্চিত ৷ কিন্তু, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদে কারা বসবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর এই দুই পদের জন্য বেশ কয়েকটি নাম সিএবি’র অলিন্দে ঘোরাফেরা করছে ৷ যাঁদের মধ্য অন্যতম হলেন, প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান প্রশাসক নরেশ ওঝা, দেবব্রত দাস, প্রবীর চক্রবর্তী এবং অমলেন্দু সেনগুপ্ত ৷ তবে, সিএবি’র ওই সূত্র জানিয়েছেন, ‘‘এটা এখনও ঠিক হয়নি, কে কোন পদে মনোনয়ন পেশ করবেন ৷ তবে, হ্যাঁ এরা সকলেই সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন ৷’’

আরও পড়ুন: কেউ একজন এমন ছন্দে মারছেন, বিশ্বকাপে 'বিরাট' সতর্কবার্তা দিলেন 'স্টেইনগান' !

সিএবি সূত্রে খবর, বার্ষিক সাধারণ সভায় নির্বাচন তখনই হবে, যখন রাজ্য সচিবালয় নবান্ন এই প্রক্রিয়া হস্তক্ষেপ করে ৷ আর যদি নবান্ন সিএবি এজিএমে হস্তক্ষেপ করেন, তবে সেক্ষেত্রে পরিস্থিতি জমজমাট হয়ে যাবে ৷ সেখানে যুগ্ম-সচিব পদের লড়াইয়ে সামিল হয়ে যাবেন, সাংবাদিকতা থেকে রাজনীতিতে নাম লেখানো বিশ্ব মজুমদার ৷ আর সেই সঙ্গে ক্রিকেট প্রশাসনেও প্রবেশ ঘটনার সমূহ সম্ভাবনা থেকে যাচ্ছে বিশ্ব মজুমদারের ৷ সূত্রের তরফে বলা হয়েছে, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিকেটের বিষয়ে আগ্রহী হলে, তিনি (বিশ্ব মজুমদার) সিএবি-তে প্রবেশের ছাড়পত্র পেতে পারেন ৷’’ অন্যদিকে, বর্তমান সিএবি সভপতি অভিষেক ডালমিয়া বিসিসিআই-তে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর: আগামী 18 অক্টোবর বিসিসিআই'য়ের বার্ষিক সাধারণ সভা শেষ হতে না-হতেই এজিএম সিএবি-তে ৷ অক্টোরের শেষে বার্ষিক সাধারণ সভা হতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ৷ সিএবির একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, খুব সম্ভবত 31 অক্টোবর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা বসতে চলেছে বলা যায়, সেখানে সিএবি’র নতুন প্রশাসনিক বোর্ড গঠন করা হবে (Sourav Gunguly Likely to Rule CAB in Next Term) ৷

সিএবি’র ওই সূত্র বলে, ‘‘বার্ষিক সাধারণ সভা অক্টোবরের শেষে হবে ৷ সম্ভবত অক্টোবরের 29 বা 31 তারিখ হবে ৷ কিন্তু, 31 অক্টোবরেই এজিএম হওয়ার সম্ভাবনাই বেশি ৷ পাশাপাশি এও জানা যাচ্ছে, সিএবি’র অধিকাংশ প্রশাসনিক পদগুলিতে খুব সম্ভবত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা নির্বাচিত হতে চলেছেন ৷ তবে, সবক্ষেত্রে যে নির্বাচন হবে না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ সূত্রের খবর, যদি কোনও নির্বাচন না হয়, তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিবির আরও একটি কার্যকালে সিএবি-তে রাজ করতে চলেছে ৷

যেখানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) সভাপতি হচ্ছেন, তা কার্যত নিশ্চিত ৷ কিন্তু, যুগ্ম-সচিব এবং কোষাধ্যক্ষ পদে কারা বসবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর এই দুই পদের জন্য বেশ কয়েকটি নাম সিএবি’র অলিন্দে ঘোরাফেরা করছে ৷ যাঁদের মধ্য অন্যতম হলেন, প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান প্রশাসক নরেশ ওঝা, দেবব্রত দাস, প্রবীর চক্রবর্তী এবং অমলেন্দু সেনগুপ্ত ৷ তবে, সিএবি’র ওই সূত্র জানিয়েছেন, ‘‘এটা এখনও ঠিক হয়নি, কে কোন পদে মনোনয়ন পেশ করবেন ৷ তবে, হ্যাঁ এরা সকলেই সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন ৷’’

আরও পড়ুন: কেউ একজন এমন ছন্দে মারছেন, বিশ্বকাপে 'বিরাট' সতর্কবার্তা দিলেন 'স্টেইনগান' !

সিএবি সূত্রে খবর, বার্ষিক সাধারণ সভায় নির্বাচন তখনই হবে, যখন রাজ্য সচিবালয় নবান্ন এই প্রক্রিয়া হস্তক্ষেপ করে ৷ আর যদি নবান্ন সিএবি এজিএমে হস্তক্ষেপ করেন, তবে সেক্ষেত্রে পরিস্থিতি জমজমাট হয়ে যাবে ৷ সেখানে যুগ্ম-সচিব পদের লড়াইয়ে সামিল হয়ে যাবেন, সাংবাদিকতা থেকে রাজনীতিতে নাম লেখানো বিশ্ব মজুমদার ৷ আর সেই সঙ্গে ক্রিকেট প্রশাসনেও প্রবেশ ঘটনার সমূহ সম্ভাবনা থেকে যাচ্ছে বিশ্ব মজুমদারের ৷ সূত্রের তরফে বলা হয়েছে, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিকেটের বিষয়ে আগ্রহী হলে, তিনি (বিশ্ব মজুমদার) সিএবি-তে প্রবেশের ছাড়পত্র পেতে পারেন ৷’’ অন্যদিকে, বর্তমান সিএবি সভপতি অভিষেক ডালমিয়া বিসিসিআই-তে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.