ETV Bharat / sports

Kiran More on Border-Gavaskar Trophy: অজিদের বিরুদ্ধে ঋষভের পরিবর্ত বেছে নেওয়া বড় চ্যালেঞ্জ, মত কিরণ মোরের - বিরাট কোহলি

9 ফেব্রুয়ারি নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম বল পড়বে (Border Gavaskar Trophy) ৷ তার আগে সিরিজের সম্ভাবনা এবং দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরণ মোরে ৷ শুনলেন, ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

Kiran More on BGT ETV BHARAT
Kiran More on BGT
author img

By

Published : Feb 7, 2023, 7:57 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাত্র দু’দিনের অপেক্ষা ৷ তারপরেই নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া ৷ 2016-17 সালের পর ফের ভারতের মাটিতে বসছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) আসর ৷ আর তারপর দিল্লি, ধরমশালা এবং আমেদাবাদে ছুটবে চার ম্যাচের টেস্ট সিরিজের গাড়ি ৷ যে সিরিজে ঋষভের পন্তের পরিবর্ত খোঁজা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে (Who Should Replace Rishabh Pant) ৷ এমনটাই মনে করছেন জাতীয় নির্বাচন কমিটির প্রাক্তন কিরণ মোরে ৷

তবে, বর্ডার-গাভাসকর ট্রফির খ্যাতির চেয়ে তথ্যকে প্রাধান্য দেওয়া হলে, দেখা যাবে অস্ট্রেলিয়া নাগপুরে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল 2008-09 সালে ৷ আর সেই টেস্ট সিরিজ আরও একটি কারণে সকলের মনে থেকে যাবে ৷ ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ টেস্ট ম্যাচ ছিল সেটি ৷ মাঝে আরও 14টা শীতকাল পেরিয়ে গিয়েছে ৷ মাঝে আরও 6টি বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ হয়েছে ৷ যার মধ্যে ভারত 4 বার এবং অস্ট্রেলিয়া 2 বার এই ট্রফির উপরে হাত রেখেছে ৷

তবে, এই দীর্ঘ সময়ের ফারাকের মতো, 2008 সালের ভারত-অস্ট্রেলিয়া দলের সঙ্গে বর্তমান দলের আকাশ-পাতাল তফাত রয়েছে ৷ 2008 সালে দুই দলেই কিংবদন্তিদের ভিড় ৷ ভারতের সচিন, সৌরভ, রাহুল, ভিভিএস লক্ষ্মণরা ছিলেন ৷ আর অস্ট্রেলিয়ান শিবিরে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন ৷ তবে, এখনের দলেও বড় নামের অভাব নেই ৷ মর্ডান ডে গ্রেট বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রোহিত শর্মা প্যাট কামিন্স, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং মার্নস লাবুশানরা রয়েছেন ৷

আর টেস্ট সিরিজ নিয়ে যতদূর প্রশ্ন, এই সিরিজে স্পিনাররা সবচেয়ে বড় ফারাক গড়ে দেবেন ৷ যা সাম্প্রতিক সময়ে হয়ে এসেছে ৷ বিশেষ করে উপমহাদেশের বাইরের দলগুলির ক্ষেত্রে ৷ আর তথ্যে তুলে ধরলে দেখা যাবে, 2004-05 সালের পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিততে পারেনি ৷ আর শেষবার 2014-15 সালে নিজেদের ঘরের মাঠে অজিরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ভারতের বিরুদ্ধে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির সেই টেস্ট সিরিজ 2-0 জিতেছিল অস্ট্রেলিয়া ৷

এবার ভারতের সামনে আরও একটা কঠিন সিরিজ ৷ বিশ্বের 1 ও 2 নম্বর দলের টক্কর হবে ৷ এই সিরিজের আগে ইটিভি ভারত প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার তথা জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কিরণ মোরের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি জানান, এই সিরিজে দুই দলের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হবে ৷ আর যারা এই সিরিজে ভালো খেলবে, সেই দলই নিজেদের মেলে ধরবে ৷

আরও পড়ুন: চোটের জেরে নাগপুর টেস্ট নেই হ্যাজলউড, প্রত্যাবর্তনে এনসিএ'কে ধন্যবাদ জাদেজার

বিশেষ এই সাক্ষাৎকারে কিরণ মোর বলেন, ‘‘অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী দল ৷ আর তারা সবসময় আপনার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে ৷ আর ভারতকে যা করতে হবে, তা হল সবসময় অজিদের উপর চাপ তৈরি করে রাখতে হবে ৷ আর আমাদের বাড়তি সুবিধা ঘরের মাঠে খেলা ৷’’ উপমহাদেশীয় পিচে খেলা হলেও অস্ট্রেলিয়া অনেকটাই ভালো জায়গায় রয়েছে বলে মনে করছেন কিরণ মোরে ৷

তবে, এই সিরিজে ভারত 6 নম্বরে ঋষভ পন্তের অভাব বোধ করবে বলে মনে করেন কিরণ ৷ প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান বলেন, ‘‘ঋষভের পরিসংখ্যান অসাধারণ ৷ আর আমরা 6 নম্বরে ওকে মিস করব ৷’’ তবে, ভারতের 80 ও 90 এর দশকের উইকেট-কিপারের কাছে ঋষভের বিকল্প এই মুহূর্তে নেই ৷ আর কেএস ভরত এবং ঈশান কিষাণকে সেই জায়গায় রাখার কথা বলা হলে, মোরে বিতর্কে যেতে রাজি হননি ৷ বলেন, ‘‘আমি এই তর্কে যেতে চাই না যে, ভরত এবং ঈশান কিষাণের মধ্যে কে ঋষভের পরিবর্ত হিসেবে আসতে পারে ৷’’

আরও পড়ুন: ইন্দোরের স্পিন সহায়ক উইকেটে 2 স্পিনারে খেলবে বাংলা

পাশাপাশি, ভারতের আরেক উঠতি তারকা শুভমন গিলকে নিয়েও আশাবাদী কিরণ মোরে ৷ এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছে এমন চতুর্থ ব্যাটার শুভমন যিনি, ক্রিকেটের তিনে ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ তবে, গত 2 মাসে শুভমনের ফর্ম তাঁর সঙ্গে রয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে গত ডিসেম্বরে প্রথম টেস্ট সেঞ্চুরি ৷ এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে একটি সেঞ্চুরি, কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে-তে একটি ডবল-সহ 2টি সেঞ্চুরি ইনিংস ৷ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-20-তে দু’শোর স্ট্রাইকরেটে সেঞ্চুরি ৷

এ নিয়ে কিরণ মোরে বলেন, ‘‘আমি শুভমনকে ওর 16 বছর বয়সে ডোমেস্টিকে জুনিয়র টিম থেকে দেখছি ৷ ও আমার কাছে সবসময় ভবিষ্যতের তারকা ছিল ৷ ওর কাছে কৌশল এবং প্রতিভা দু’টোই আছে ৷ আর যত পরিণত হবে, ভবিষ্যতের তারকা হিসেবে উঠে আসবে গিল ৷’’

আর এই সিরিজের আগে একজনের ফর্ম নিয়ে কথা না বললেই নয় ৷ তিনি বিরাট কোহলি ৷ দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি না পাওয়া বিরাট, ফর্মে ফিরেছেন সীমিত ওভারের ক্রিকেটে ৷ বিরাটকে নিয়ে মোরে বলেন, ‘‘ও বড় মঞ্চের খেলোয়াড় এবং বিশেষ খেলোয়াড়ও বটে ৷ আর এমন বড় সিরিজে ওর ফর্ম খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা উইকেটের উপরেও নির্ভর করছে ৷ এখানে যদি ব়্যাংক টার্নার হয় তবে, কম রানের ম্যাচ হবে ৷ তবে, আমরা চাইব ও যেভাবে খেলে, সেটাই চালিয়ে যাবে ৷’’

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাত্র দু’দিনের অপেক্ষা ৷ তারপরেই নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া ৷ 2016-17 সালের পর ফের ভারতের মাটিতে বসছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) আসর ৷ আর তারপর দিল্লি, ধরমশালা এবং আমেদাবাদে ছুটবে চার ম্যাচের টেস্ট সিরিজের গাড়ি ৷ যে সিরিজে ঋষভের পন্তের পরিবর্ত খোঁজা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে (Who Should Replace Rishabh Pant) ৷ এমনটাই মনে করছেন জাতীয় নির্বাচন কমিটির প্রাক্তন কিরণ মোরে ৷

তবে, বর্ডার-গাভাসকর ট্রফির খ্যাতির চেয়ে তথ্যকে প্রাধান্য দেওয়া হলে, দেখা যাবে অস্ট্রেলিয়া নাগপুরে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল 2008-09 সালে ৷ আর সেই টেস্ট সিরিজ আরও একটি কারণে সকলের মনে থেকে যাবে ৷ ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ টেস্ট ম্যাচ ছিল সেটি ৷ মাঝে আরও 14টা শীতকাল পেরিয়ে গিয়েছে ৷ মাঝে আরও 6টি বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ হয়েছে ৷ যার মধ্যে ভারত 4 বার এবং অস্ট্রেলিয়া 2 বার এই ট্রফির উপরে হাত রেখেছে ৷

তবে, এই দীর্ঘ সময়ের ফারাকের মতো, 2008 সালের ভারত-অস্ট্রেলিয়া দলের সঙ্গে বর্তমান দলের আকাশ-পাতাল তফাত রয়েছে ৷ 2008 সালে দুই দলেই কিংবদন্তিদের ভিড় ৷ ভারতের সচিন, সৌরভ, রাহুল, ভিভিএস লক্ষ্মণরা ছিলেন ৷ আর অস্ট্রেলিয়ান শিবিরে রিকি পন্টিং, ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, মিচেল জনসন ৷ তবে, এখনের দলেও বড় নামের অভাব নেই ৷ মর্ডান ডে গ্রেট বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রোহিত শর্মা প্যাট কামিন্স, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন এবং মার্নস লাবুশানরা রয়েছেন ৷

আর টেস্ট সিরিজ নিয়ে যতদূর প্রশ্ন, এই সিরিজে স্পিনাররা সবচেয়ে বড় ফারাক গড়ে দেবেন ৷ যা সাম্প্রতিক সময়ে হয়ে এসেছে ৷ বিশেষ করে উপমহাদেশের বাইরের দলগুলির ক্ষেত্রে ৷ আর তথ্যে তুলে ধরলে দেখা যাবে, 2004-05 সালের পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিততে পারেনি ৷ আর শেষবার 2014-15 সালে নিজেদের ঘরের মাঠে অজিরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল ভারতের বিরুদ্ধে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির সেই টেস্ট সিরিজ 2-0 জিতেছিল অস্ট্রেলিয়া ৷

এবার ভারতের সামনে আরও একটা কঠিন সিরিজ ৷ বিশ্বের 1 ও 2 নম্বর দলের টক্কর হবে ৷ এই সিরিজের আগে ইটিভি ভারত প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার তথা জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কিরণ মোরের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি জানান, এই সিরিজে দুই দলের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হবে ৷ আর যারা এই সিরিজে ভালো খেলবে, সেই দলই নিজেদের মেলে ধরবে ৷

আরও পড়ুন: চোটের জেরে নাগপুর টেস্ট নেই হ্যাজলউড, প্রত্যাবর্তনে এনসিএ'কে ধন্যবাদ জাদেজার

বিশেষ এই সাক্ষাৎকারে কিরণ মোর বলেন, ‘‘অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী দল ৷ আর তারা সবসময় আপনার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে ৷ আর ভারতকে যা করতে হবে, তা হল সবসময় অজিদের উপর চাপ তৈরি করে রাখতে হবে ৷ আর আমাদের বাড়তি সুবিধা ঘরের মাঠে খেলা ৷’’ উপমহাদেশীয় পিচে খেলা হলেও অস্ট্রেলিয়া অনেকটাই ভালো জায়গায় রয়েছে বলে মনে করছেন কিরণ মোরে ৷

তবে, এই সিরিজে ভারত 6 নম্বরে ঋষভ পন্তের অভাব বোধ করবে বলে মনে করেন কিরণ ৷ প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান বলেন, ‘‘ঋষভের পরিসংখ্যান অসাধারণ ৷ আর আমরা 6 নম্বরে ওকে মিস করব ৷’’ তবে, ভারতের 80 ও 90 এর দশকের উইকেট-কিপারের কাছে ঋষভের বিকল্প এই মুহূর্তে নেই ৷ আর কেএস ভরত এবং ঈশান কিষাণকে সেই জায়গায় রাখার কথা বলা হলে, মোরে বিতর্কে যেতে রাজি হননি ৷ বলেন, ‘‘আমি এই তর্কে যেতে চাই না যে, ভরত এবং ঈশান কিষাণের মধ্যে কে ঋষভের পরিবর্ত হিসেবে আসতে পারে ৷’’

আরও পড়ুন: ইন্দোরের স্পিন সহায়ক উইকেটে 2 স্পিনারে খেলবে বাংলা

পাশাপাশি, ভারতের আরেক উঠতি তারকা শুভমন গিলকে নিয়েও আশাবাদী কিরণ মোরে ৷ এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছে এমন চতুর্থ ব্যাটার শুভমন যিনি, ক্রিকেটের তিনে ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল ৷ তবে, গত 2 মাসে শুভমনের ফর্ম তাঁর সঙ্গে রয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে গত ডিসেম্বরে প্রথম টেস্ট সেঞ্চুরি ৷ এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে একটি সেঞ্চুরি, কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে-তে একটি ডবল-সহ 2টি সেঞ্চুরি ইনিংস ৷ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-20-তে দু’শোর স্ট্রাইকরেটে সেঞ্চুরি ৷

এ নিয়ে কিরণ মোরে বলেন, ‘‘আমি শুভমনকে ওর 16 বছর বয়সে ডোমেস্টিকে জুনিয়র টিম থেকে দেখছি ৷ ও আমার কাছে সবসময় ভবিষ্যতের তারকা ছিল ৷ ওর কাছে কৌশল এবং প্রতিভা দু’টোই আছে ৷ আর যত পরিণত হবে, ভবিষ্যতের তারকা হিসেবে উঠে আসবে গিল ৷’’

আর এই সিরিজের আগে একজনের ফর্ম নিয়ে কথা না বললেই নয় ৷ তিনি বিরাট কোহলি ৷ দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি না পাওয়া বিরাট, ফর্মে ফিরেছেন সীমিত ওভারের ক্রিকেটে ৷ বিরাটকে নিয়ে মোরে বলেন, ‘‘ও বড় মঞ্চের খেলোয়াড় এবং বিশেষ খেলোয়াড়ও বটে ৷ আর এমন বড় সিরিজে ওর ফর্ম খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা উইকেটের উপরেও নির্ভর করছে ৷ এখানে যদি ব়্যাংক টার্নার হয় তবে, কম রানের ম্যাচ হবে ৷ তবে, আমরা চাইব ও যেভাবে খেলে, সেটাই চালিয়ে যাবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.