ETV Bharat / sports

IND vs SA Third Test : বুমরার পাঁচ উইকেটে লড়াইয়ে ফেরা ভারত দ্বিতীয় ইনিংসে দ্রুত হারাল দুই ওপেনারকে

প্রথম ইনিংসে 13 রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে শুরুটা ভাল হল না টিম ইন্ডিয়ার (India lost two early wickets in second innings) ৷ মাত্র 24 রানে দুই ওপেনারকে হারায় ভারত ৷ তবে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির লড়াইয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছে রাহুল দ্রাবিড়ের ছেলেেরা ৷

IND vs SA ThirIND vs SA Third Testd Test
পাঁচ উইকেট বুমরার, পেসত্রয়ীর দাপটে প্রথম ইনিংসে 13 রানে লিড নিল টিম ইন্ডিয়া
author img

By

Published : Jan 12, 2022, 8:09 PM IST

Updated : Jan 12, 2022, 10:37 PM IST

কেপটাউন, 12 জানুয়ারি : এ যেন ঠিক ইটের বদলে পাটকেল ৷ প্রথমদিন কাগিসো রাবাদা-ডুয়েন অলিভিয়েরদের সামনে থরহরি কম্প দেখিয়েছিল ভারতের ব্যাটিং লাইন-আপকে ৷ মাত্র 223 রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারী দলের ইনিংস ৷ দ্বিতীয়দিন ভারতীয় পেসারদের প্রত্যাঘাতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামল তারও আগে ৷ জসপ্রীত বুমরা নেতৃত্বাধীন ভারতীয় পেস বিভাগের দাপটে 210 রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস ৷ অর্থাৎ, প্রথম ইনিংসে 13 রানে এগিয়ে থাকল কোহলির দল (Team India take 13 runs lead in the first innings) ৷

প্রথম সেশনে জোড়া উইকেট হারালেও কিগান পিটারসেনের অর্ধশতরানে ভর করে ব্য়াপক প্রতিরোধ গড়ে তুলেছিল প্রোটিয়ারা ৷ চতুর্থ এবং পঞ্চম উইকেট জুটিতে একসময় বড় রানের লিড নেওয়ার দিকে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু এক ওভারে শামির জোড়া উইকেট বদলে দেয় সমীকরণ ৷ 21 রানে ফেরেন ডুসেন, তেম্বা বাভুমা করেন 28 রান ৷

আরও পড়ুন : IND vs SA Third Test : প্রথম সেশনে জোড়া উইকেট হারিয়ে একশো ছুঁল দক্ষিণ আফ্রিকা

ক্রিজ আঁকড়ে পড়ে থাকা পিটারসেনকে বুমরা 72 রানে ফেরাতেই লিড নেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায় (Keegan Petersen scored 72 runs) ৷ নবম উইকেটে কাগিসো রাবাদা-ডুয়েন অলিভিয়েরের 21 রানের জুটি খানিক প্রতিরোধ না গড়লে লিড আরও বাড়িয়ে নিতে পারত ভারত ৷ রাবাদা 25 বলে 15 এবং অলিভিয়ের 39 বলে 10 রানের ইনিংস খেলেন ৷

লুঙ্গি এনগিদিকে ফিরিয়ে টেস্টে সপ্তমবার ইনিংসে 5 উইকেটের স্বাদ পান বুমরা (Jasprit Bumrah takes seventh 5 wicket haul) ৷ সেইসঙ্গে প্রোটিয়া ইনিংসে যবনিকা নামে ৷ 2টি করে উইকেট নেন উমেশ যাদব এবং মহম্মদ শামি ৷ একটি উইকেট শার্দূল ঠাকুরের ৷ দিনের শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে 57 রান তুলেছে ভারত ৷ আপাতত 70 রানে এগিয়ে থেকে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া ৷ 14 রানে ব্যাট করছেন কোহলি, 9 রানে অপরাজিত পূজারা ৷

কেপটাউন, 12 জানুয়ারি : এ যেন ঠিক ইটের বদলে পাটকেল ৷ প্রথমদিন কাগিসো রাবাদা-ডুয়েন অলিভিয়েরদের সামনে থরহরি কম্প দেখিয়েছিল ভারতের ব্যাটিং লাইন-আপকে ৷ মাত্র 223 রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারী দলের ইনিংস ৷ দ্বিতীয়দিন ভারতীয় পেসারদের প্রত্যাঘাতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামল তারও আগে ৷ জসপ্রীত বুমরা নেতৃত্বাধীন ভারতীয় পেস বিভাগের দাপটে 210 রানেই গুটিয়ে গেল প্রোটিয়াদের প্রথম ইনিংস ৷ অর্থাৎ, প্রথম ইনিংসে 13 রানে এগিয়ে থাকল কোহলির দল (Team India take 13 runs lead in the first innings) ৷

প্রথম সেশনে জোড়া উইকেট হারালেও কিগান পিটারসেনের অর্ধশতরানে ভর করে ব্য়াপক প্রতিরোধ গড়ে তুলেছিল প্রোটিয়ারা ৷ চতুর্থ এবং পঞ্চম উইকেট জুটিতে একসময় বড় রানের লিড নেওয়ার দিকে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু এক ওভারে শামির জোড়া উইকেট বদলে দেয় সমীকরণ ৷ 21 রানে ফেরেন ডুসেন, তেম্বা বাভুমা করেন 28 রান ৷

আরও পড়ুন : IND vs SA Third Test : প্রথম সেশনে জোড়া উইকেট হারিয়ে একশো ছুঁল দক্ষিণ আফ্রিকা

ক্রিজ আঁকড়ে পড়ে থাকা পিটারসেনকে বুমরা 72 রানে ফেরাতেই লিড নেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায় (Keegan Petersen scored 72 runs) ৷ নবম উইকেটে কাগিসো রাবাদা-ডুয়েন অলিভিয়েরের 21 রানের জুটি খানিক প্রতিরোধ না গড়লে লিড আরও বাড়িয়ে নিতে পারত ভারত ৷ রাবাদা 25 বলে 15 এবং অলিভিয়ের 39 বলে 10 রানের ইনিংস খেলেন ৷

লুঙ্গি এনগিদিকে ফিরিয়ে টেস্টে সপ্তমবার ইনিংসে 5 উইকেটের স্বাদ পান বুমরা (Jasprit Bumrah takes seventh 5 wicket haul) ৷ সেইসঙ্গে প্রোটিয়া ইনিংসে যবনিকা নামে ৷ 2টি করে উইকেট নেন উমেশ যাদব এবং মহম্মদ শামি ৷ একটি উইকেট শার্দূল ঠাকুরের ৷ দিনের শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে 57 রান তুলেছে ভারত ৷ আপাতত 70 রানে এগিয়ে থেকে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া ৷ 14 রানে ব্যাট করছেন কোহলি, 9 রানে অপরাজিত পূজারা ৷

Last Updated : Jan 12, 2022, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.