কলকাতা, 17 নভেম্বর : 28 নভেম্বর থেকে বেঙ্গল টি-20 প্রতিযোগিতার বল গড়ানো শুরু হবে । ছয় দলীয় টুর্নামেন্টে প্রতিটি দল গত বছরের 8 জন করে ক্রিকেটারকে দলে রাখতে পারবে । বাকিদের ড্রাফটিংয়ের মাধ্যমে নিতে হবে । ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা CAB । সেই তালিকায় রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন, তপন মেমোরিয়াল, কালীঘাট, কাস্টমস ক্লাব ।
এবার প্রতিটি দল কোন মার্কি ক্রিকেটারদের ধরে রাখলেন তা জানিয়ে দিল । মনোজ তিওয়ারি, অনুস্টুপ মজুমদার সহ 8 ক্রিকেটারকে ধরে রাখার কথা জানিয়ে দিল মোহনবাগান । গত মরশুমে শক্তিশালী দল গড়েছিল ইস্টবেঙ্গল । এবার সেই দলের বেশিরভাগকেই ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে । প্রথম ধাপ হিসেবে তারা শ্রীবৎস গোস্বামী, অভিমন্যু ঈশ্বরণ সহ 8 ক্রিকেটারকে রেখে দেওয়ার কথা জানিয়েছে । তপন মেমোরিয়াল শাহবাজ আহমেদকে দলে রাখার কথা জানিয়েছে ।
এবার অংশগ্রহণকারী ক্লাবগুলোকে 200 জন ক্রিকেটারের পুল থেকে বেছে নেওয়ার পালা । তাদের মধ্যে 129 জন রয়েছেন জেলাস্তরের ক্রিকেটার । CAB-র যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিষয়ে বলেন,"6 টি ক্লাব 42 জন ক্রিকেটারকে ধরে রেখেছে । বাকিদের পুল থেকে নেওয়া হবে ।" CAB ময়দানের ঘরোয়া ক্রিকেটে বল গড়ানোর প্রক্রিয়া শুরু করে দিল । 6 দলীয় টুর্নামেন্ট সেই পদক্ষেপের প্রথম ধাপ অতিক্রম করেছে । শুধু তাই নয় লিগসহ বাকি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা যেমন রয়েছে তেমনই 6 দলীয় টি 20 টুর্নামেন্টের সফল আয়োজনের ভাবনায় রয়েছে CAB ।