ETV Bharat / sports

ভাগ্য় এখনও আমাদের সঙ্গে আছে, আমরা অবশ্য়ই ফিরে আসবো :ম্যাককুলাম - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর

প্রতিদ্বন্দ্বী RCBকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ৷ দুবাইয়ের ম্যাচে RCB নাইটদের থেকে কয়েকগুণ ভালো খেলেছে ৷

destiny-still-in-our-hands-kkr-will-bounce-back-kkr-head-coach-mccullum
ভাগ্য় এখনও আমাদের সঙ্গে আছে, আমরা অবশ্য়ই ফিরে আসবো :ম্যাককুলাম
author img

By

Published : Oct 22, 2020, 2:52 PM IST

দুবাই, 22 অক্টোবর : চল্লিশ রানে ছয় উইকেট পড়ে গেলে কখনও আপনি ম্যাচ জেতার জন্য ঝাঁপাবেন না ৷ বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে 8 উইকেটে হারার পর এমনই মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ৷ দলের জঘন্য ব্যাটিংয়ের জন্যই এই হার বলে জানান তিনি ৷ ম্যাককুলাম বলেন, তাঁর দল কোনও সময়ই ম্যাচের মধ্যে ছিল না ৷ এর জন্য তিনি দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়ী করেছেন তিনি ৷

destiny-still-in-our-hands-kkr-will-bounce-back-kkr-head-coach-mccullum
ভাগ্য় এখনও আমাদের সঙ্গে আছে, আমরা অবশ্য়ই ফিরে আসব :ম্যাককুলাম

তাঁর মতে, টি-20 তে 85 রান ডিফেন্ড করতে নেমে পঞ্চাশটি ম্যাচে একটিতে হয়তো জেতা সম্ভব ৷ এমনকি প্রতিদ্বন্দ্বী RCBকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি ৷ দুবাইয়ের ম্যাচে RCB নাইটদের থেকে কয়েকগুণ ভালো খেলেছে ৷ কিন্তু, 40 রানে 6 উইকেট হারানোর পর কোনও দল জয়ের জন্য ঝাঁপাবে না ৷ নাইট কোচ কথায়, দলের খারাপ পারফর্মেন্সকেই হারের জন্য দায়ী করেছেন ৷ তবে, কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচের দাপটের সঙ্গে ফিরে আসবেন বলে মনে করেন তিনি ৷ তাঁর মতে, হারকে বয়ে নিয়ে চলার কোনও মানে হয় না ৷ এতে দলের মনোবল ভেঙে যেতে পারে ৷ নাইট কোচের বিশ্বাস, তাঁদের দলের সেই ক্ষমতা রয়েছে, যাঁরা টুর্নামেন্টের শেষে ফাইনালিস্ট হওয়ার ক্ষমতা রাখে ৷

destiny-still-in-our-hands-kkr-will-bounce-back-kkr-head-coach-mccullum
উইকেট পাওয়ার পর কোহলিদের আনন্দ ।

এই মুহূর্তে কেকেআর পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে ৷ 10 টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷ কলকাতার পরবর্তী ম্যাচ আগামী 24 অক্টোবর দিল্লি ক্যাপিটেলসের সঙ্গে ৷ প্লে অফে নিজেদের স্থান নিশ্চিত করতে, বাকি চার ম্যাচের মধ্যে অন্তত 3 টি ম্যাচ জিততে হবে তাদের ৷

দুবাই, 22 অক্টোবর : চল্লিশ রানে ছয় উইকেট পড়ে গেলে কখনও আপনি ম্যাচ জেতার জন্য ঝাঁপাবেন না ৷ বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে 8 উইকেটে হারার পর এমনই মন্তব্য করলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ৷ দলের জঘন্য ব্যাটিংয়ের জন্যই এই হার বলে জানান তিনি ৷ ম্যাককুলাম বলেন, তাঁর দল কোনও সময়ই ম্যাচের মধ্যে ছিল না ৷ এর জন্য তিনি দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়ী করেছেন তিনি ৷

destiny-still-in-our-hands-kkr-will-bounce-back-kkr-head-coach-mccullum
ভাগ্য় এখনও আমাদের সঙ্গে আছে, আমরা অবশ্য়ই ফিরে আসব :ম্যাককুলাম

তাঁর মতে, টি-20 তে 85 রান ডিফেন্ড করতে নেমে পঞ্চাশটি ম্যাচে একটিতে হয়তো জেতা সম্ভব ৷ এমনকি প্রতিদ্বন্দ্বী RCBকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি ৷ দুবাইয়ের ম্যাচে RCB নাইটদের থেকে কয়েকগুণ ভালো খেলেছে ৷ কিন্তু, 40 রানে 6 উইকেট হারানোর পর কোনও দল জয়ের জন্য ঝাঁপাবে না ৷ নাইট কোচ কথায়, দলের খারাপ পারফর্মেন্সকেই হারের জন্য দায়ী করেছেন ৷ তবে, কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচের দাপটের সঙ্গে ফিরে আসবেন বলে মনে করেন তিনি ৷ তাঁর মতে, হারকে বয়ে নিয়ে চলার কোনও মানে হয় না ৷ এতে দলের মনোবল ভেঙে যেতে পারে ৷ নাইট কোচের বিশ্বাস, তাঁদের দলের সেই ক্ষমতা রয়েছে, যাঁরা টুর্নামেন্টের শেষে ফাইনালিস্ট হওয়ার ক্ষমতা রাখে ৷

destiny-still-in-our-hands-kkr-will-bounce-back-kkr-head-coach-mccullum
উইকেট পাওয়ার পর কোহলিদের আনন্দ ।

এই মুহূর্তে কেকেআর পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে ৷ 10 টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷ কলকাতার পরবর্তী ম্যাচ আগামী 24 অক্টোবর দিল্লি ক্যাপিটেলসের সঙ্গে ৷ প্লে অফে নিজেদের স্থান নিশ্চিত করতে, বাকি চার ম্যাচের মধ্যে অন্তত 3 টি ম্যাচ জিততে হবে তাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.